prodipti banerjee   (ছোট্ট প্রয়াস)
1.6k Followers · 51 Following

read more
Joined 20 July 2020


read more
Joined 20 July 2020
28 APR AT 21:05

সুনীল আকাশ রোদের আবেশে কতকথা বুনছে....
আবছায়া তাকে ডেকে বলছে
ফিরে চাও, দেখ, মেঘবালিকা হাসছে।
তার গুঞ্জনে ফিরছে আধো আধো প্রেমের বুলি,
সৃঞ্জনে সে বেঁধেছে আবেগের অতিকায়া -
নিরলস তার টান
ঘুরে ফিরে ছিটিয়ে বেড়ায় উষ্ণ মায়া।
আমিও চোখ মেলি সেই অতিচ্ছল অনুরাগে,
পেতে চাই তাতে আমার প্রাণের ঈশারা।
আগামীতে তাই দিন বাঁধি রাত্রি হয়ে
যাতে,প্রথম আলোতেই ভরপুর হয়
সেই চাহিদার এক অদ্ভুত সাড়া।
*প্রদীপ্তি*

-


31 MAR AT 18:18

Always try to be loyal in your own way but, don't even try to prove yourself. Time will judge all the things according to the situation. Mind it, if you try to defend yourself, it'll creat a mess which in turn will generate a lot of problems. Every time walk with a pure soul. It has many advantages. A day will come when that person will bow down to you. On that very time everyone will appreciate you. This is the divertion of time.
*Prodipti*

-


26 MAR AT 13:21

বিকিকিনির মাঝে ক্রমশঃ হ্রস্ব হচ্ছে মনের গঠন -
কেবলই পিছু হটছে নষ্টের বাহানায়,
যদি বা উঁকি মারছে চেষ্টা
তবু ফাঁকি দিচ্ছে মন - যুগের ঈশারায়।
অতীতের ঘরে ছিল মেলা শরম
মানবিকতাও ছিল ভরপুর।
এখন আর বিবেক স্বাচ্ছন্দে থাকে না
শুধুই চলে কুচক্র, চিত্রে অসুর।
তবে কেমন করে আগামী সাজবে নির্মল আলোকে?
কেমনে উঠবে তান সেই ভোরের ভৈরবীর?
হিসেব মিলবে না এতটুকুও
তবু ভাবনায় রয়ে যাবে নূতনের ফিকির।
গ্রহণের ভাগ যদি কখনও আলো দেয়
তবে মেলতেও পারে দিন আঁখি মেলে,
তখন হয়ত আসবে সেই অমূল্য চাহিদার মীর।
*প্রদীপ্তি*

-


25 MAR AT 10:56

রঙ্গিন পেখম মেলি রঙ্গিন আঁখিতে,
ভাবে বসে চঞ্চল মন
কি সাজাবো আজি প্রেমের আঙ্গিকে?
ধরাতে ফুটবে প্রসূন উল্লাসী বাতাসে,
সবুজের ঘরে বারতা আসবে আভাসে।
সবে মিলে চল তবে করি নিবেদন-
প্রকাশে আনুক কিরণ মানবের প্রাণ।
ঘুচে যাক কালো যত অতীতের পাতায়,
রচনায় আসুক জীবন লতিয়ে প্রেমলতায়।
রঙে রঙে ভরে যাক ধরণীর মাটি,
নূতন বিকশিত হোক ফুটিয়ে দোপাটি।
একসাথে একপ্রাণে রঙের খেলায়,
মাতব যে দিন রাত লুটবো মেলায়।
'অবশেষে' থাকবে না দুখের জীবন,
আগামীর সমাগম রচবে তবে উৎসবী মন।
*প্রদীপ্তি*

-


22 MAR AT 21:51

অশনি সংকেত ওই
ফিরে চায়,
কেমনে ফেরাই তাকে
পিছু ধায়।
অস্থির প্রাণ কেবল
শান্তির সন্ধানে,
বিহগের কল কাকলি
কৃতিকার তানে।
রাতের আকাশে ফেরে
জোনাকির দল,
হুতাষণ মাঝে কেমন
চিত্ত টলমল।
জ্যোৎস্নার রঙে তবে
করি সমর্পন,
অবসরে যোগ হোক
সকল বিয়োজন।
*প্রদীপ্তি*

-


22 MAR AT 9:29

"RESPECT"- this seven letters word is the most weighty word in this world. You can't buy it nor you can achieve it with power. You have to gain it by your true behaviour which comes from your inside. If you respect others, you will acquire more respect, you'll be loved everywhere. But if you always put other people down then you'll be at the abyss, from where you can never achieve a peace & quite life.It is a harsh fact of human life.
*Prodipti*

-


21 MAR AT 10:06

শনশনে বাতাস বয়ে চলে-
বার্তা পাঠায় - প্রস্তুতির।
তবে কিসের প্রস্তুতি? কুরুক্ষেত্র?
হলেও হতে পারে,
লোভ-লালসার তৃপ্তির তরে!
বসন্ত ধরেছে জীবনে,
ওই শোনা যায় শুকনো পাতার মর্মরধ্বনি।
তবে কি ধেয়ে আসছে মরুঝড়?
হয়ে পড়বে সমস্ত কিছু - অসার!
একরাশ ভস্মের টিলা হবে আগামীর প্রতিচ্ছবি
যার কারণে সবকিছুই হবে মৃতুয
আর, দৃষ্টি খুঁজবে কখন আসবে সেই দিন
যেখানে বৃষ্টি সৃজবে অনায়াস মানস কবি।
*প্রদীপ্তি*

-


20 MAR AT 10:40

কুয়াশা আবৃত শরীর জড়তায় ভোগে,
কেন এমন হল?.........
জিজ্ঞাসার চিহ্ন রাখি কালপ্রবাহের দ্বারে
কিন্তু নির্জীবতা ঘিরে আছে তাকে, বসংবদের হাত ধরে।
তবে কি মিটবে না স্থূলতা?
জাগবে না কি প্রতিবাদের কায়া?
এমনি সব হাজারো প্রশ্নে মনের পরিপার্শ্ব সর্বদা অমানিশায় ঘেরা।
আকাশ পানে তবে জিজ্ঞাসার হাত বাড়াই......
নীলের ওই বিস্তৃতি ঈশারায় বলে
হবে হবে, পরিণতিতে ছায়া ফেলবেই কিরণের মায়া।
সময় কথা বলবেই.....
তবে তা হবে পরের বসন্তে
যখন মনের জানালা দিয়ে বয়ে আসবে
আবাহনের এক সাজন্ত উৎসবী কায়া ।
*প্রদীপ্তি*

-


19 MAR AT 7:20

তুমি আসবে তো?.........
আহঃ, যদি না আসো
তবে ক্ষোভ রাখবো না -
বুঝিয়ে বলব মনটাকে,
উচ্ছিস্টে - তুমি থাকবে না।
পথ চেয়ে ধরে রাখবো আরশিকে,
প্রতিচ্ছবি উঠবে তাতে হাজারোবার-
সেখানেই পলকে ধরবো তোমায় প্রতিটিবার।
কাজলমাখা চোখে একেবারেই বইবে না অশ্রুরাজি -
কারণে যে আছে তোমার উপস্থিতি হৃদয় কোঠোরে,
তাতেই সাজাবো প্রাণ অনুরাগের গোচরে।
তবুও মন তো বুঝবে না সরণ.......
তাই স্মৃতির পাতা থেকে তাকে দেব
অতীতের সম্পূর্ণ প্রেমের ডালিটাকে,
আর আমি তোমার স্মরণে আবেগ বুনবো
আমাদের ভালোবাসায় বেড়ে ওঠা 'কিশলয়'টিতে।
*প্রদীপ্তি*

-


18 MAR AT 12:47

হাসির আবডালে দগদগে ক্ষত,
বইছে শোনিত ওই গভীর ক্ষত হতে।
ভীষণ রকম গুমোট যাতনা
আর বইছে ভাবনা - মিছে।
ফাটল বাড়ছে ক্রমশঃ.......
তার সাথে আসছে চরম কাতরতা,
উপাসনায় ধরে না সন্ধি
কেবলই বেড়ে চলে নষ্টের ফন্দি।
উপায়ের ঘরও আজ বিশ্বাসের অযোগ্য -
ছবিতে ওঠে নষ্টনীড়,
এমনি যদি প্রান্তবর্তী হয় শাখা-প্রশাখা
তবে, আগামী যে হবে বেরঙিন জিগির!
সাধ হয় মনে মনে
আবার সৃজবো নূতনের তান।
হোক না ছন্দে অমিল
তবুও তো কৃষ্টি গড়বে উন্নত এক নববিধান।
*প্রদীপ্তি*

-


Fetching prodipti banerjee Quotes