prodipti banerjee   (ছোট্ট প্রয়াস)
1.6k Followers · 51 Following

read more
Joined 20 July 2020


read more
Joined 20 July 2020
13 SEP AT 10:39

অবাধ্য মন
বার বার ছুটে যায় পার ভাঙ্গা ওই নদীর কিনারে।
রাশ টানি যত
ততই নাছোড়বান্দা, স্মৃতির পাতা সুবিনস্ত্যের তরে।
আজও সে বসে বসে ভাবে
হয়ত, নতুন সূর্য উঠবে,
আবারও ভরবে মণিকোঠা
সেই অমূল্য প্রাণোচ্ছল স্বপ্নিল প্রতিভাতে।
মূর্খ মন ........
মিথ্যে আশার নীড় গড়ে।
* * * * *
মনের জানালার বাইরে অবিশ্রান্ত বৃষ্টি -
তার স্বপ্নে, এবার তাহলে সবুজ হাসবে।
কিন্তু নাহ্; অতিবৃষ্টি সৃষ্টিকে আজ সমূলে বিনাশ করেছে,
যা আছে , তা কেবল এক ভারসাম্যহীন নীরবতা।
*Prodipti*

-


11 SEP AT 22:00

'Humanity' is the most dominant feature in a person's life. It is that very trait which sets him/her apart from other living things. But sometimes we lose this great quality for some trivial thing. At that time we even lose our moral sense. But when realisation comes, we've lost something precious that can never be brought back to life, no matter how hard We try. So, there is a true saying : 'look before you leap'.

*Prodipti*

-


9 SEP AT 13:14

মেঘলা আকাশ.....
ঝিমঝিমে বৃষ্টি,
সৃষ্টি কিন্তু ধুঁকছে
নেই তার আজ অপরূপ কৃষ্টি।
সবুজ ঘাসের আগায় শিশিরও
আজ মুক্তো ফোটায় না।
ঊষার আলোয় ভৈরবীও
আজ তান তোলে না।
সন্ধ্যার বাতাস গুমোট......
অদ্ভুত এক জড়তা আঁকড়ে ধরেছে তাকে,
দিগন্তেও ধরেছে বলিরেখা
যা স্বাভাবিক ছন্দে বাধ সাধে।
যা কিছু ছিল রঙিন
আজ তা সম্পূর্ণ বর্ণহীন।
পড়ে আছে কেবল নিশ্চল আবেশ
প্রাণহীন কিছু অনাবশ্যক প্রয়াসের বেশ।
*Prodipti*

-


4 SEP AT 12:33

বহুবার বাঁধনে বেঁধেছি,
রেখেছি ধরে স্বপ্নের নীড়ে।
কপোল ভেসেছে অশ্রুতে
তবু, আগলে ধরেছি সর্বস্ব জুড়ে।
কারণ, রামধনু তখনও ছিল রঙিন .......
সাতটা রঙের মূর্ছনা ছিল আবিল স্রোতেও।
উৎসবী মেজাজ ক্ষীণ হলেও
যামিনী ধরা দিত আশার সন্ধিতে।
আজের ঘর কিন্তু শুন্য .........
চারিদিক তমসাচ্ছন্ন।
জ্যোৎস্না ধরা দেয় না কোনও বিন্দুতে।
আজ বাঁধন আলগা, স্বপ্নের নীড় ভেঙে খান খান,
সহস্র জীবনের ডাকেও
জাগবে না আর সেই অনুরাগী জীবন্ত মন।
*Prodipti*

-


3 SEP AT 10:50

It's true that if you are easily available to someone he/she doesn't value you. No matter how much quality you have or at what extent you love them, they always disregard you. In fact they seek their comfort in outsiders. But, if you are faithful in your way then they have to pay for their very evil deeds. This is the law of nature; 'as you sow, so shall you reap'.

*Prodipti*

-


30 AUG AT 10:36

জীবনের মূল্যায়ন তবে থাক অধরা .......
গতি শ্লথ, দিশাহারা।
একসময়ের উজ্জ্বল প্রতিটি পাতা
এখন কেমন যেন; ধূসর,
ছেঁড়া, দোমরানো।
নেই তাতে উচ্ছ্বাস,না আছে কোনো সজীবতা।
নীরব, নিঝুম রাত কাটে
কেবল আক্ষেপের হাত ধরে।
এই বুঝি নদীর কিনারা ভাঙ্গে
অকস্মাৎ এক দুঃস্বপ্নের যোজনা ঘিরে।
মোহনায় আজ কেবল বালি......
তবে, সবুজ আর হাসবে না,
সবই আজ ফুরিয়ে গেছে
সৃষ্টির ডাক আর বাতাসে হিল্লোল তুলবে না।
*Prodipti*


-


23 AUG AT 19:47

ধূ ধূ প্রান্তর....
দৃষ্টির গোচরে কেবল বালি আর বালি,
মরুদ্যান নেই কোথাও।
সবুজ হারিয়ে গেছে,
স্বাভাবিক ছন্দ হারিয়ে সেও আজ মনে প্রাণে বেবাগী।
ছন্দপতন........
উল্লাস নেই কোথাও -
কেবলই ডাক আসে বিদায় নেওয়ার।
তবে অন্তিম যাত্রায় ধরা থাক
গুমোট যত বেদনার বৃষ্টি.......।

*Prodipti*

-


11 AUG AT 12:11

আঁধার নামে, আঁধার ভাঙ্গে
সোনালিকার নরম আলোয়।
চারিদিকে সবুজের ডাক........
প্রাণখোলা হাসিতে বাতাস মুখরিত।
কিন্তু, অবেলার আলো ভারী -
কিছু অবিশ্বাস্য আবেগের ছন্দপতনে।
বাতাসেও পোড়া গন্ধ.......
আজ সাঁঝও নেমেছে উদ্দেশ্যহীন তাগিদে,
মিলছে না আলোর ছটা
শুধুই ধরছে প্রাণ, ভয়াবহ কিছু অমঙ্গলের ইঙ্গিতে।
তবে কি কৃষ্ণচূড়ায় আর ধরবে না প্রেম?
পলাশ,শিমুল কি আর রাঙ্গাবে না হৃদয় বাগান?
নাহ্, আর হয়ত ফুটবে না হাসনুহানা আগের সুবাসে
আঁধারেই ডুবে যাবে সকল সজীবতা।
*Prodipti*

-


8 AUG AT 9:04

'loyalty' is a very important thing in a relationship. It builds that very nest which acts as a shield in any kind of squall. It nurtures the bondings till the end of our journey. It is one of the means of survival. But if it breaks everything starts to blur, relationships collapse & life becomes meaningless. So, don't make commitment to anyone unless you can keep it. It's very true that once trust is broken ,it can never be mended again. So be trustworthy & make others happy.

*Prodipti*

-


8 AUG AT 9:04

'loyalty' is a very important thing in a relationship. It builds that very nest which acts as a shield in any kind of squall. It nurtures the bondings till the end of our journey. It is one of the means of survival. But if it breaks everything starts to blur, relationships collapse & life becomes meaningless. So, don't make commitment to anyone unless you can keep it. It's very true that once trust is broken ,it can never be mended again. So be trustworthy & make others happy.

*Prodipti*

-


Fetching prodipti banerjee Quotes