prodipti banerjee   (ছোট্ট প্রয়াস)
1.6k Followers · 51 Following

read more
Joined 20 July 2020


read more
Joined 20 July 2020
2 JUL AT 12:50

বেলা গড়ায় সাঁঝের কোলে-
আঁধার ছড়ায় বিরহের গীত নিয়ে।
তবে আঁধারের গায়ে লিখব আমি জীবন সংকলন....
সেখানে উল্লাসের দ্বারে অর্গল,
আছে কেবলই রাশি রাশি প্রহারের জ্বলন্ত নিদর্শন,
ব্যর্থ মনকাম , উদ্দাম অনাচার আর
অনাবশ্যক, বঞ্চনার কিছু ভালোবাসার গল্প।
বসন্তকে আমি আর নজরে বাঁধি না -
কারণ তার রঙের আড়ালে লুকিয়ে থাকে প্রতারক বিবেক।
এখন আমি গ্রীষ্মকে ভালবাসি....
তারই ডোরে বেঁধেছি এখন জীবনের ছন্দ।
হোক না সে প্রখর, উত্তাপি
তবুও তো তার মনে নেই কোনো বিবেকহীন ফাঁকি।
*Prodipti*

-


25 MAY AT 22:03

'Thinking' which is also known as cognition is a state by which we can create an idea about our surroundings.we relate one another by the process of thinking. It is said that 'think before you leap',means we should think thousand times before doing anything.If we do this we will be saved from many hazards. Now-a-days we are in a tenacious era where everything is complicated.So,we have to think carefully before every task, may be it could be in words too. If we go in this very way then life will be pleasing.
*Prodipti*

-


24 MAY AT 10:09

A word has immense power. It can change the world within a second. A constructive word can build a situation where you can enjoy your life by all means. It creats such an environment where you can breathe a sigh of relief.on the other hand a destructive word makes situation worse. It sometimes propels people to death. It generates a situation full of pessimism. So,you have to choose your words very carefully while speaking. Only then the situation will be under control.
*Prodipti*

-


13 MAY AT 15:55

বৃষ্টির ধারার মত সময়ের পল ধেয়ে চলে -
কিছুটা শ্রান্ত,কিছুটা উদ্ভাসিত,
বাকিটা যোগ বিয়োগের ঘরেতেই নিমজ্জিত।
মন চায় ছুটে যেতে সেই আঙিনায়
যেখানে আপনভোলা রোদ হেসে উঠত অবেলায়,
মন সেই উজ্জ্বলতায় ডানা মেলত
সবুজ নেচে ফিরে যেত তার স্বমহিমায়।
হয়ত অনেক না পাওয়ার অভিযোগ ছিল .......
তবু, তরঙ্গে তরঙ্গে ঊষার আলো
মনকে চুমে নিত উৎসবী হাওয়ায়।
এখনের আবহাওয়ায় কেবলই বিনাশের বার্তা.....
মরিয়া মন আবেগ প্রকাশে
কিন্তু, ওপারে শুধুই ছলনার ভাবুকতা।
তবে ক্ষণ ভরে যদি যেতে পারি রাঙানো আঙিনায়....
মাখবো একটু হলেও বেঁচে থাকার আলো,
তখন অসম্ভবও সম্ভব হবে -
আবারো রং ধরবে হাজারো স্বপ্ন - হয়ে জোরালো।
*Prodipti*

-


10 MAY AT 12:17

মুক্তির পল খুঁজি নিরুৎসাহের যত্নে,
সময়ের স্রোত বয়ে চলে পরপারে
মন ছুটে যায় যত্র তত্র
আগামী ধূসর এই প্রবণতার সমরে।
একাকী জীবন বোঝার ভারে শ্রান্ত,
কখনও থেমে যায় ভালোবাসার দুর্ভিক্ষে।
অনায়াস হয় না আবহাওয়া
শুধুই বয়ে চলে প্রাণ অস্থিরতার অক্ষরে।
আর তবে হবে না আকাশ উজ্জ্বল,
আর তবে হাসবে না মেঘবালিকা।
পেঁজা তুলো আর গড়বে না নৌকো
জমবে না শিশির আর উল্লাসের বিহারে।
সমরাঙ্গন আজ শুন্যে মুখ তুলে ভাবে......
কেনো তবে প্রেমের রচনা?
যদি সত্যিই হত প্রেম
তবে,কেনই বা হলো না জাগরণে দেওয়া নেওয়া?
*Prodipti*

-


5 MAY AT 11:03

To live life is an art. It is up to you how you draw it. You can make it colourful or can keep it black & white. But if you make it a garden full of greenary it 'll give you many more colours by which you can furnish your course of actions. Fragrance will fumigate your thinkings. You can enjoy each & every moment of life. So,always try to bring joviality as it helps us to stay positive and positivity never allow any pessimism. Let life be green & blossom like a flower.
*Prodipti*

-


2 MAY AT 10:16

নীরব মনে চলে কেবলই দৈন্যতার গল্প-
নিরুৎসাহতা দর্পে চলে
জল্পনায় ভরা থাকে শুধুই ধূসর কল্প।
সন্ধ্যা নামে অনিশ্চিতের পথ ধরে,
মেলে না সেথায় কোনও সম্প্রীতির আভাস।
একান্তই যদি খোঁজো কোন মিলনের বাণী
তবে, উত্তরে মিলবে - অহেতুক দীর্ঘশ্বাস।
রাতের গভীরতায় গর্জে ওঠে দৈন্যতার প্রতিবাদ,
খান খান হয়ে যায় নষ্টের সেই পুরানো অভ্যাস।
নতুনের গঠনে গড়তে চায় সে
বাঁচার তাগিদে জোগায় ঊষার সোনালী চাস ।
আমোদ নেই সেথায়........
জমে আছে কিছু নষ্টের কাহিনী,
কখনও যদি দেখা দেয় আশার কিরণ
তখন, সুমুখে ধরবে প্রাণ, জাগবে মোহিনী।
*Prodipti*

-


25 APR AT 12:07

A whispering sound came to my ear
Saying, now wake up
It's time for awakening.
Walk to that path
Which are full of heart,
Run to that path
Which are full of throb.
Don't move again
At the call of those fallen leaves,
Don't even hide yourself
To those flabby dips.
Walk on still you feel magnificent.....
Walk on still you leave behind inclement.
Just take a deep breath to shine
Just leave a patch for your destined cline.
*Prodipti*

-


21 APR AT 10:57

আজ আমি শঙ্কাহীনের দরজায় দাঁড়িয়ে
সপ্রতিভ, উজ্জ্বল।
সাহসের নৌকায় পাল তুলেছি
ভরেছি অনেক উপমা,
জিগিরে রেখেছি না পাওয়া - মেলা যোজনা।
আজ আমি ভরপুর সেই আনন্দ স্রোতে
যেখানে অভয়া নির্লিপ্ত সবের প্রতিঘাতে।
ভাঙ্গা অর্গলে বেঁধেছি শতেক দৃষ্টান্ত,
আমি উদ্ধত এক প্রচন্ড স্রোত
যার দাপটে নদীকুল আজ অভাগা, অশান্ত।
মিলবো না আমি কোনদিন একান্তে মোহনায়,
বইবো স্রোতে অজানা কোন অভিপ্রায়ে।
সৃজব না আর আবেগের কতকথা -
বিধ্বংসী আমি, কেবলই রোচবো বিনাশের সহস্র গাঁথা।
আগামীও ভরবে অজানা বিষম শঙ্কায়,
জন্মান্তর যদি থাকে
তবে, তাও গড়বে অসহায়ে, প্রবল তাড়নায়।
*প্রদীপ্তি*

-


18 APR AT 10:10

বিরাম নেই চলার ........
সময় নেই পিছু ফেরার।
মন ক্লান্ত, অবসন্ন
তবু, চলার পথ ফুরোয় না।
দু চোখ বেয়ে নেমে আসে আঁধার,
দিনের সূর্যও মিলিয়ে যায় মেঘের কোলে
কেবল শ্রান্ত মন খুঁজে ফেরে শক্ত এক নীড় -
অসময়ের ভিড়ে।
অবেলার সীমারেখা আজ ব..হু দূরে দিগন্ত ধরেছে -
শঙ্খচিল উড়ে যায় ওই
যার ডানার ঝাপটায় বেজে ওঠে প্রমাদের ডঙ্কা,
তখন ক্লান্ত মনে ভিড় করে হাজারো শঙ্কা।
নষ্টনীড় বেড়ে উঠছে ক্রমশ তার শাখা জাগিয়ে,
হয়তো বা আগামী ভরবে এক অবিশ্বাস্য অনুশোচনায়-
নিভবে দীপ,জাগবে আঁধার
এক দুঃসহ জ্বলন্ত বেদনায়।
*Prodipti*

-


Fetching prodipti banerjee Quotes