Prodip Patra   (স্বর্ণপ্রদীপ....✍️)
21 Followers · 4 Following

Joined 26 August 2019


Joined 26 August 2019
14 MAY 2022 AT 12:52

- মানুষের জীবন প্রথম আর শেষ বলতে কিছুই নেই যে মানুষটা নিজের সব সুখ বিসর্জন দিয়ে সব সময় পাশে থাকবে সেই তো সব! 🖤

-


9 MAY 2022 AT 22:17

থাকুক না সে অন্য কাউকে পেয়েই খুশি,😇
আমি না হয় তার পুরোনো স্মৃতি গুলোকেই ভালোবাসি।। ❤️🥰

-


9 MAY 2022 AT 8:43

বাস্তবতা কঠিন হলেও আমাদের মেনে নিতে হবে যে,
কিছু মানুষ শুধু মনের মধ্যেই থাকবে ভাগ্যে না।।🥺😔

-


9 MAY 2022 AT 8:35

যেমনটা ভালোবেসেছি তেমনটাই বাসবো,
আগে মুখ ফুটে বলতাম এখন না হয় চুপ করেই থাকবো।।🤫

-


26 FEB 2022 AT 20:42

আটকে রেখো না কাউকে,,
- যাচ্ছে যাক চলে....😌🍁
শুকনো গাছেও জন্মায় পাতা,,
- বসন্ত শুরু হলে....🤎🌸

-


26 FEB 2022 AT 20:32

মানুষ যখন ঠিকানা হারায়,
- উথালপাথাল মন...🥀
ঠিক তখনই সে চিনতে পারে,,
- কে তার আপনজন!!🌻

-


26 FEB 2022 AT 20:30

চাইলে আরো যত্ন করো মন খারাপের দিনে,,

ঘর ভেসে যায় চোখ রেখে তোমার লাস্টসিনে....☺️🖤🌻

-


8 MAR 2021 AT 11:37

আজ নাকি শুনছিলাম নারী দিবস। আচ্ছা আজ কি সেই দিন? যেদিন বন্ধ হবে রাস্তার পাশে চিৎকার। নাকি আজকের দিন উপলক্ষ মাত্র? নাকি আবার কোনো এক অন্ধকারে শূন্যতার সুযোগে কাপড় টানবে? আর অন্যদিকে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামবে সেই বিষাক্ত মানুষটিও।।

-


1 NOV 2020 AT 22:44

আমার গল্পের সূচনা হয়ে করলে তুমি উপসংহার অন্যের গল্পে।।
আমি না হয় থাকলাম অপেক্ষাই তোমার উপসংহারের গল্প শুনতে।।

-


17 SEP 2020 AT 7:47

শরতের নীল আকাশ আর পুজো পুজো গন্ধ।
মা দুর্গার আগমনীর সুরের সাথেই আনন্দে ভোরে উঠুক আমাদের জীবন ছন্দ।।

-


Fetching Prodip Patra Quotes