- মানুষের জীবন প্রথম আর শেষ বলতে কিছুই নেই যে মানুষটা নিজের সব সুখ বিসর্জন দিয়ে সব সময় পাশে থাকবে সেই তো সব! 🖤
-
থাকুক না সে অন্য কাউকে পেয়েই খুশি,😇
আমি না হয় তার পুরোনো স্মৃতি গুলোকেই ভালোবাসি।। ❤️🥰-
বাস্তবতা কঠিন হলেও আমাদের মেনে নিতে হবে যে,
কিছু মানুষ শুধু মনের মধ্যেই থাকবে ভাগ্যে না।।🥺😔-
যেমনটা ভালোবেসেছি তেমনটাই বাসবো,
আগে মুখ ফুটে বলতাম এখন না হয় চুপ করেই থাকবো।।🤫-
আটকে রেখো না কাউকে,,
- যাচ্ছে যাক চলে....😌🍁
শুকনো গাছেও জন্মায় পাতা,,
- বসন্ত শুরু হলে....🤎🌸-
মানুষ যখন ঠিকানা হারায়,
- উথালপাথাল মন...🥀
ঠিক তখনই সে চিনতে পারে,,
- কে তার আপনজন!!🌻-
চাইলে আরো যত্ন করো মন খারাপের দিনে,,
ঘর ভেসে যায় চোখ রেখে তোমার লাস্টসিনে....☺️🖤🌻-
আজ নাকি শুনছিলাম নারী দিবস। আচ্ছা আজ কি সেই দিন? যেদিন বন্ধ হবে রাস্তার পাশে চিৎকার। নাকি আজকের দিন উপলক্ষ মাত্র? নাকি আবার কোনো এক অন্ধকারে শূন্যতার সুযোগে কাপড় টানবে? আর অন্যদিকে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামবে সেই বিষাক্ত মানুষটিও।।
-
আমার গল্পের সূচনা হয়ে করলে তুমি উপসংহার অন্যের গল্পে।।
আমি না হয় থাকলাম অপেক্ষাই তোমার উপসংহারের গল্প শুনতে।।-
শরতের নীল আকাশ আর পুজো পুজো গন্ধ।
মা দুর্গার আগমনীর সুরের সাথেই আনন্দে ভোরে উঠুক আমাদের জীবন ছন্দ।।-