Priyankar Roy   (শান্তির সৈনিক)
104 Followers · 73 Following

read more
Joined 16 May 2018


read more
Joined 16 May 2018
13 FEB 2021 AT 8:27

হৃদপিণ্ডে অনুভূতির নকশিকাঁথা
উলের মত নরম সময় বোনা-
উল্কাপিন্ড এর মত চলে যাওয়া
বেধে রাখতে পারেনি আমার সূর্য।
তবু মন বেচেঁ থাকে তোমার আকাশে-
শহরতলীর প্রাচীরের বিষণ্ণতা কাটিয়ে;
তবু তোমার আকাশ স্বপ্ন দেখায়
সীমাহীন উঠানে সবাইকে মেলায়;
একসাথে কিন্তু কাটাকুটির টুকরো ঘর
তার চেয়ে ঢের ভালো একলা আকাশ ,
সেই ভালো মেঘময় ভাবনা আর বৃষ্টি
আর টুকটুকে রামধনুর রঙিন স্বপ্ন;
সেই ভালো আমায় না হয় চেনো,
পাহাড় দুর থেকে ছোট কাছেই সে বিরাট-
আমি পাহাড় আঁকতে পারিনা আর।
ভিড়ের দেশে দূরবীনে চিনবে না আমায়
বরং অনুবীক্ষণ এর গল্পে চিনিবে পারলে।
আমিও তোর মতন এক আকাশের নীচে
শুধু অন্য লুকোনো ধাঁধার মায়ায় হারিয়ে।
শোনো জানো আমি পারিনি চিনতে
তোমাদের বিচারের চাবুকে আটকে,
নিজের মেঘ সরিয়ে দেখলাম সেই আকাশ
আমি তুমির মায়ামেঘ নেই সেই আকাশে।

-


20 DEC 2019 AT 0:48

হৃদয়ের ভায়োলিন

-


4 AUG 2019 AT 15:05

প্রখর তাপে কোমল ছায়া দেয়,গভীর রাতে ভোরের গল্প শোনায়,দোষ দেখলে রাগে বকা দিয়ে আবার বুঝিয়ে আগলে নেয়।বন্ধু আসলে গাছের মতন! বৃক্ষরোপণ উৎসবে রোপণ করে সেলফি নেওয়া খুব সোজা কিন্তু চারাটিকে বাঁচিয়ে রাখতে জল আর আনুসাঙ্গিক যত্নের প্রয়োজন তেমনি বন্ধুত্ব তৈরি করা খুব সোজা, কিন্তু সেই বন্ধুত্ব বাঁচিয়ে রাখাটার জন্যে দরকার ভালোবাসার। বন্ধুর সংখ্যা ফেসবুকের ফ্রিইন্ড লিস্ট বলে না বরং সেই একলা সময়ে পাশের সংখ্যাটাই বলে।
দুটো গাছ খুব পাশাপাশি বাড়তে পারে না তাদের শাখাপ্রশাখা বাড়ার জন্য একটু দূরত্ব লাগে তেমনি বন্ধুত্ব গড়ে উঠতে সংহতি আর ঐকতান এর দরকার যাকে বলে একটু স্পেস , আমি তুমি দুইমিলেই গড়ে সেই বন্ধুত্বের বন্ধন সেখানে কিছুটা আমি আর কিছুটা তুমি।

কবিগুরুর সেই গান খুব প্রাসঙ্গিক-
"আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
 বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ॥"

উদ্ভিদ যেমনি মাটি ভেদ করে আকাশ দেখে ঠিক তেমনি নিজের গণ্ডিটাও ভেঙে ফেললে চুম্বকের মতো আগলানো টান ভেসে আসবে বন্ধুত্বের আকাশ থেকে ,আর সেই গভীর রং বাঁচবার স্বপ্ন দেখাবে চারাগাছটাকে সে মরুভূমি কিংবা চিরহরিৎ বনেই থাকুক না কেন!


-


27 JUL 2019 AT 18:38

আমরা তোমার মাওবাদী
আমরা তোমার দেশদ্রোহী
আর তোমরা আমাদের
দেশপ্রেমী যত নেতারা!
তোমরা আমাদের ঘাসফুল
তোমরা আমাদের পদ্মফুল
আমরা এদিকে শোপিস করা আস্তফুল!
মন্দিরে গিয়ে ভোট হাকাও
মসজিদে গিয়ে ভোট জমাও,
ধর্ম নিয়ে উঠেছে জেগে দালালরা!
আমাদের ধর্ম বুকেই থাক
রান্নাঘরটা ঘরেই থাক
পেটের খাদ্য পেটেই যাক
খওয়ারে কেন চোখ বুলাও?
বরং খালি পেটের দিকে তাকাও
কেমন করে মরছে বেচারা কৃষকটা?
লোককে কেবল গ্যাস দাও
চপ খাইয়ে পেট ফুলাও!
ন্যানোর চেয়েও বড় শিল্প চপটা?
তুমি আমাদের মন্ত্রি হায়
এদিকে সাজাও যন্ত্রনাই!
ধর্ম দিয়ে কেন বিষ বিলাও?
কর্ম নিয়ে কেন ভাট সাজাও?
দেখে এই মরণমুখী কবিতা
সাজানো কোন তকমায়
আমাদের না হয় ফাসিও
বলে ভারতমাতার অবাধ্য সন্তান
প্রশ্ন গুলোর ঘুরপাক
পুলিশ ডান্ডা যতই মেরেই যাক
চলবে মাথাওয়ালা বেকারটার!
প্রশ্ন গুলোর ঘুরপাক
পুলিশ ডান্ডা যতই মেরেই যাক
চলবে হাড় বেরোনো কৃষকটার!

-


6 JUL 2019 AT 10:02

চিমনির মাথা বিষ ছাড়ে,
অমৃত পাবে ছেলে!
শ্রেয়-প্রেয়র গন্ডিতে
লক্ষণরেখা বিলীন!
সবুজের মাঝে পাতার কোলে
কিছুদিনের রঙীন সন্তান,
বাঁচেনা তবু চায় বারবার
চরৈবতির প্রাচীরে কিছুটা শ্বাস!
বায়ু সেজেছে শিব আজ
নীল গলায় গরল!
নানা রঙের ফুল
দেবীর চরণে ফোটে
জীবন ধুসরতায় নানা রঙ
প্রাণ দেয় বাগানটাকে!
জাতি বর্ণের অবাধ বিচরণ
ভারতের প্রাণ ভারতের মান!
বিমূখী হলেই শিল্পীর তুলির টান
সঙ্কীর্ণতার জরাজীর্ণতা মোছে!

-


11 JUN 2019 AT 19:21

তুমি শব্দ হাজার
সুর হয়ে বুকে এসে রয়েছো আমার!
শুনতে পারছো তুমি পাখিদের গান
ভোর বেলা বেজে ওঠা মধুর আজান!
শুনতে পারছো তুমি গীর্জার ধ্বনি
আমার হৃদয়ে তোমার আগমনী!
মন্দিরে বেজে ওঠা শঙ্খের নাদ
কাটিয়ে দিয়েছে হাজার বিষাদ!
শুনতে পারছো তুমি হৃদয়ের সুর
একাকী একতারার কেটেছে বেসুর!

-


9 JUN 2019 AT 10:51

আমার লেখায় তোমার নামই দিয়ো!
ইচ্ছে হলে দুঃখের গানে বাঁচার সুরগুলো সব দিয়ো!
ইচ্ছে হলে রক্তমাংসের মৃতদেহে প্রাণের চাবি দিয়ো!
ইচ্ছে হলে মুখতুলে ওঠা ছোট্ট চারায় বৃষ্টিটুকু দিয়ো!
ইচ্ছে হলে ধর্মের প্রাচীরে জানালাটুকু রেখো!
ইচ্ছে হলে তোমার স্থানে আমায় একটু রেখো!

-


6 JUN 2019 AT 18:54

আমার আয়ূরেখায় তোমার বাড়ি
আসে যায় বারবার খুব তাড়াতাড়ি,
তোমার বাড়ির পাশে আমার তাবু
তোমার গভীর চোখে আমি হাবুডুবু!
হাজার বছর ধরে সাদা বরফ জমে
তবু শীতল চূড়া শুধু তোমার নামে!

-


1 JUN 2019 AT 13:08

কত লাল রক্ত দেওয়ালে রঙ সাজে
মন জানালায় সাদা শান্তির পর্দা লাগাতে!

-


15 MAY 2019 AT 23:44

বিদ্যাসাগর করে গেছে জয়
তাঁর কাজের হবে না ক্ষয়!
বর্ণের সাথে নেই পরিচয়
সংস্কৃতির অবাধ অবক্ষয়।
রাজনীতি আজ কোথায় দাঁড়াল?
ঈশ্বরচন্দের মূর্তি ফাটাল!
"রাজনীতি করে দেশ বাঁচাল"
ইতিহাস পড়ে শিশু চেঁচাল!
এরম আবার হয় নাকি?
বাস্তব তো দিচ্ছে ফাঁকি।
কে ভাঙলো বড় কথা নয়
সংস্কৃতি ভাঙছে এটাই ভয়॥
চোরের কাছেও ধন আসছে
লক্ষী তারও সঙ্গে আছে!
কিন্তু সরস্বতী সাধনায় হয়
নিজের থেকে নিজের জয়!
এ ভীষণ কঠিন ব্যাপার
হও না তুমি ডিগ্রি টপার!
এটা আবার কিসের পলিটিক্স
যেখানে নেই একটুও এথিক্স?

-


Fetching Priyankar Roy Quotes