Priyanka Bhuiya   (Priyanka Bhuiya)
177 Followers · 205 Following

I am the most favourite person of myself....
Joined 14 February 2018


I am the most favourite person of myself....
Joined 14 February 2018
1 MAY AT 20:25

Travelling, soft music with nature,
The silence, calmness, soothing sights,
Invaluable time that values me;
My diary and pen - the scribblings,
The capacity to create, to overcome,
To transform, to love, to cherish,
To be more vibrant than loneliness,
To be greater than all the sufferings.

-


4 SEP 2023 AT 17:31

Far from the hustle and bustle of the crowd,
Where sky kissing the hill covered by cloud;
Fresh green mornings & feet touching dew,
Less mobile engagement, notifications few;
Winding roads & untamed drizzling rains,
Blue mountains, never ending green plains;
Feeling refreshed looking at the broad sky,
Hill stations are heaven, never question why.

-


14 MAY 2021 AT 13:30

ঈদের চাঁদ নিভিয়ে দিক দুঃসময়ের বাতি,
মুহূর্ত হোক অক্ষয়, আবার আনন্দে মাতি;
উৎসব ফিরুক ঘরে ঘরে সেই চেনা ছন্দে,
মানবতার জয়গান, ছেদ পড়ুক সব দ্বন্দ্বে।

-


6 OCT 2021 AT 23:35

আমার প্রাণে মহিষাসুরমর্দিনী তখন,
তুমি করতে যেতে তর্পণ;
বছর ঘুরে সেই মহালয়া, বাঁ হাতে তিল,
তোমাকেই অঞ্জলি অর্পণ।

-


8 AUG 2021 AT 19:47

অকূল ধারায় ঝরছে শ্রাবণ,
রবি ছিল ভীষণ প্রিয়;
মনের ঘরে জমলে প্লাবন,
ঠাকুর, তুমি সামলে নিও।

-


11 JUN 2021 AT 9:37

||জোছনা মাখা জন্মদিন||

অভ্রে ভরা জোনাক নেশা বন্ধুত্বের নীলচে খামে,
রূপকথার করিডোরেই গল্প লিখিস 'বন্ধু' নামে;
স্কুল পেরিয়ে কলেজ - ওই এগিয়ে চলার সিঁড়ি,
ভাব-আড়ি ফেলে শুধু একাত্ম অনুভবের নীড়ই;
ঠোঁটের ফাঁকে থাকুক হাসি জ্যোৎস্না দীপ্ত মুখে,
সহস্র দহন তুচ্ছ করেই অন্তর থাক অনন্ত সুখে;
রাঙা জোয়ারে ইচ্ছেঘুড়ি উড়ুক তোর আকাশে,
সব স্বপ্ন হোক পূরণ দৃঢ় চেতনার সুন্দর সুবাসে;
তোর জীবনের প্রতি দিন উঠুক হয়ে খুব রঙিন,
দিনান্তে আসুক জয় চলার পথটা হলেও কঠিন;
হৃদয় দিয়ে আগলে রাখিস এ বন্ধুত্বকে অন্তহীন,
শুভেচ্ছা মাখা দিগন্তে শুভ হোক তোর জন্মদিন।

-


4 JUN 2021 AT 0:45

ফুল থাকলে কাঁটাও থাকবে, এটাই তো প্রতিপাদ্য,
ছুরির মালিক সার্জেন না খুনী - লিখে দেবে ভবিতব্য।

-


25 MAY 2021 AT 9:18

সন্ধ্যাবাতি হয়ে থেকো তুমি
(কবিতা ক্যাপশনে)

-


24 MAY 2021 AT 9:27

।।বর্ণ।।

একলা চলা পথিক যে সে, সরিয়ে রাখে ঐ দুঃখ বিরাগ,
অধরা মেঘের ধারে সাজায় মেঘবালিকার স্বপ্ন সোহাগ;
পাহাড়ি ঝরণার মতো তিরতিরে, কর্তব্যে স্থির অবিচল,
সুগভীর অক্ষিপটে লেখা যে প্রেমের উপন্যাস অবিকল!
কাজলকালো চোখের দৃষ্টি অরূপ, তবু দৃঢ় তার চাউনি,
নিবিড় শীতলতা মাখা আকাশের মতোই উদার ছাউনি;
অদ্ভুত ব্যক্তিত্বময়ী, আস্ত তটিনী আগলে রাখে নিমেষে,
দহন ধরিয়েও ঠান্ডা করে দিতে জানে কোমল আবেশে;
স্বতন্ত্র আলোছায়ায় আবৃত সত্তা, স্পর্ধিত দীপ্তির দর্পণ,
জীবনের প্রতি তার অনন্ত নিমগ্নতাই রচে নিজস্ব দর্শন;
খুব মৌন, অথচ অন্যায় দেখলে প্রতিবাদী তার দস্তানা,
অপার স্নিগ্ধতার শিশির ছড়িয়েই শান্ত নীড়ের আস্তানা;
নির্ভীক সৌন্দর্যের বার্তা, জাফরানী জ্যোৎস্না ওই মাখা,
আজন্মকাল বয়ে চলা সঞ্চিত স্তব্ধতা তার মধ্যেই রাখা;
রক্তপলাশের মতো প্রেমিকা সে, লালচে আভায় মোড়া,
বই ভাঁজে বুকমার্কে অনুভূতির বাস আগা থেকে গোড়া;
তবে কি তার নেই বিষাদ? চোখের মেঘে নামে না বর্ষণ?
তার হৃদয়েও বিরহরা নীরব ছায়ানটে করে চলে কর্ষণ;
অবাধ মেরুর ঊষর যজ্ঞ, বালির প্রহর সেও তো গোনে,
তবু ঠোঁটের কোণে হাসির আঁচড় যে দুঃখবিলাস বোনে!
ওই জলছাপ-আঁখির প্রলাপ, মিলিয়ে যায় শুধু পলকে,
ভাঙতে চেয়েও সবটুকু গড়ে সে নিভৃত ভাবনার ফলকে;
প্রেমিকা থাকুক না এমনই, পথ চলায় ভালো থাকে যদি,
মননে জানি, সেই বর্ণও কোনো গল্পে বাঁধ ভাঙা এক নদী।

-


2 MAY 2021 AT 17:13

ghgh

-


Fetching Priyanka Bhuiya Quotes