বাইরে থেকে হাসছি অনেক
ভেতর ভেতর ভাঙছে বুক,
ছেড়ে যাওয়া সহজ প্রিয়
ছেড়ে থাকাই কঠিন খুব...!-
ভালো থাকার প্রলোভনে রোজ মিথ্যে হাসি কিনি,
জীবনের সেরা ভুলগুলোকে অভিজ্ঞতা নামেই চিনি...!-
ভিজেছে হৃদয় বাড়ি, চোখের জল বাঁধ মানেনি।
মুখে হাসি দেখে, তুমি ভেবেছো সে কাঁদেনি...!-
যারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসে
অথচ হঠাৎ মেঘ করলেই ভয়,
এমন একটা মানুষ তাদের থাকুক
যাকে ভীষণ আপন ভাবা যায়...-
সময়ের সাথে বদলে যায় মানুষ
থেকে যায় শুধু স্মৃতিদের রেশ,
সেখান থেকেই মানুষ চেনা শুরু
বিশ্বাসের দাম যেখানে শেষ...!-
ধূলো জমা এই শহরের ধূসর আয়না কাঁচে,
বহু মানুষ আজো কারো অপেক্ষাতেই বাঁচে..!-
নাহয় আবার সুখ কিনবো মেলানকোলির রাতে
মনের কোণে খুব যত্নে রেখে দেবো তোমায়,
যেমন করে অর্ধমৃত মানুষ বাঁচার অপেক্ষাতে
ধুঁকতে থাকে বেহুশ হয়ে, ভেন্টিলেটর কোমায়...
-
মুখ দেখে বুঝেছে কে আর কবে?
মনের মাঝে লুকিয়ে থাকা যন্ত্রণা
মনের খবর রাখতে যদি তুমি,
আমার ঘুমের ওষুধ লাগতো না...-
মুহূর্তরা বন্দী হোক ধূলো জমা ফ্রেমে
নাহয় সব পিছুটান যত্নে রেখে দেব,
তবু আমি তোমায় ছেড়ে একশো বছর পরে
নতুন ভাবে, নতুন নামে আবার জন্ম নেব...-
কিছু কথা ছাপ ফেলে যায় প্রবল
থেকে যায় মনের খাতায় জমা,
শূধরে নেওয়া যায়না যেসব ভুল
সেসব ভুলের হয়না কোনও ক্ষমা!-