পৃথিবীতে সব জিনিসই ধ্রুবক।
তুমি আজ যা পাচ্ছো তা তুমি পাওয়ার আগে অন্য কারোর ছিল। হয়তো বা তার রূপ ছিল ভিন্ন। কিন্তু জেনে রেখো তোমার কাছেও সেটা চিরস্থায়ী নয়। তুমি তা হারাবে যখন সেটা অন্য কারোর পাওয়ার সময় হবে।-
Priya Mondal Rimë
(®রাধা)
611 Followers · 15 Following
চাইনা আমি বেশি কিছুই
প্রাপ্য টুকু দিও।
প্রাপ্য টুকু দিও।
Joined 11 August 2017
7 MAR 2022 AT 22:27
17 JAN 2022 AT 13:00
অভিমানে বয়ে যাওয়া চোখে জল ভালোবাসা মাখা স্নেহের রুমালে সহজে মুছা যায়..কিন্তু যে চোখের জল অপমান বোধে ঝরে তা মনের এক কোনে জমা হতে হতে হঠাৎই একদিন জ্বলে উঠে প্রতিশোধের অগ্নিশিখা হয়ে।
-
30 NOV 2021 AT 18:19
ইতিহাস সাক্ষী আছে,
যুদ্ধক্ষেত্রে , বলবান সশস্ত্র থেকে
বুদ্ধিমান নিরস্ত্র বেশি ভয়ঙ্কর-
29 AUG 2021 AT 12:14
তোমার সিঁথি রাঙা লাল সিন্দুর নিজেকে অযোগ্য বলে মনে হচ্ছে আমার।
-
18 AUG 2021 AT 15:11
আমরা এখনও সেই মানসিকতায় আটকে আছি যেখানে কারোর চরম ক্ষতির কারণ তার একসময়কার অতিপ্রিয় কিন্তু পরিস্থিতির কারণে এখন দৃষ্টিকটু মানুষটাকেই কোনো যুক্তি কোনো প্রমাণ ছাড়াই ধরে নেওয়া হয়।
-
9 JUL 2021 AT 13:27
ভালো হওয়ার পরিবর্তে সস্তা হয়ে যাওয়ার গল্প তো কম নেই পৃথিবীতে....
তুমিও না হয় তেমনই এক গল্প..-
22 JUN 2021 AT 15:07
ছেলে মেয়ে নয়
যেদিন সমাজে বেশি প্রাধান্য পাবে সন্তান কথাটা
সেদিন হয়তো সত্যি অনেক-টা পাল্টে যাবে সমাজ তথা সামাজিক জীবের তথাকথিত চিন্তা-ভাবনা।-