Priya Kundu   (প্রিয়া 💕)
15 Followers · 3 Following

read more
Joined 24 October 2018


read more
Joined 24 October 2018
1 MAY 2020 AT 16:23

যার তোমায় প্রয়োজন,তাকে এত টাও
আঘাত করো না যে,
তোমায় ছাড়া বেঁচে থাকতে শিখে যায়।।

-


24 APR 2020 AT 0:29

সম্পর্ক ভাঙবার জন্য,
তৃতীয় ব্যক্তি কে দায়ি করো না
দায় টা তার যে প্রশয় দিয়েছে।।

-


28 AUG 2021 AT 23:37

কিছু চোখের জল দেখা যায় না,
কিছু কষ্ট বোঝা যায় না,
কিছু ভালোবাসা নিজের হয় না,
তবু ও তাদের ভোলা যায় না।।

-


14 AUG 2021 AT 8:23

নদীর কাছে ভাঙন আঁকে
শেষ রাতের আঁধার বাঁকে,
যাবার বেলায় ফিরে দেখো
স্বপ্নে শুধু আমায় রেখো।।

-


13 AUG 2021 AT 8:57

একলা পথে আকাশ রেখে দিও
দুর গগনের বাতাস চিনে নিও
একলা একাকি রইবে না যে আর
দুর থেকে আমার গন্ধ চিনে নিও।।

-


12 AUG 2021 AT 17:37

ইচ্ছে শক্তি
সবচেয়ে বড় শক্তি
ঘুরে দাঁড়ানোর জন্য দরকার।

-


12 AUG 2021 AT 9:47

চুপি সারে ডেকে গেছে তারা।
সরে গেছে মেঘ, ভুলে গেছে তোমায়
আসবে না সে ফিরে।

-


11 AUG 2021 AT 22:38


আমি তো ভেবেছিলাম সূচনা
তুমি তো উপসংহার করে দিয়েছো।🤗

-


11 AUG 2021 AT 18:22

প্রিয়জন বলে কিছু নেই
সবাই প্রয়োজন এ কাছে আসে।🌸

-


11 AUG 2021 AT 18:17

অবহেলায় মানুষ হারিয়ে যায়,
যত্ন নিয়ে আগলে রাখলেএক সাথে
শেষ সূর্যাস্ত দেখা যায় ।🍁

-


Fetching Priya Kundu Quotes