তাসের দেশের মনের শহর বদল আনে রোজ
চেনা গন্ধ গল্প সাজায় নতুন ছোঁয়ার খোঁজ,
তুলির আঁচড় বেলাশেষে ক্যানভাসে রঙ মাখে
এক টুকরো সুখ তেমনি এক পৃথিবী বাঁচে।
-
✨মুহূর্ত গুলো ধরে রাখি✨
🖤🖤🖤
... read more
যে শব্দের বুকে ক্ষত ঘিরে কবিতা র জন্ম
সেই কবিতা মনের ঠোঁটে কবির আদরে আজীবন প্রাণবন্ত।
-
ধূসর সময়ের পাশে
বসন্ত হারিয়ে যায় শেষে
ফাগুনের হাত ধরে,
ঝরাপাতা উড়ে চলে ধুলো মেখে কত দূরে।
বৈশাখী ঝড়ে,
পাল ভাঙা নায়ে,
ঢেউ ছুঁয়ে বালি চরে
রোদে পোড়া বাতাসের গায়ে
গন্ধ থেকে যায় তোমার অস্তাচলেরও পরে।
-
মুখোমুখি শুধু মুখোশের ভিড়
স্বার্থে হবে চলা,
তুমি দেবে হয়তো সবই!
তাই খুব করে খুঁজে তোমাকেই চাওয়া,
সুযোগ পেলে আরও খুঁজে দেখবো,
দু-এক জন আরও হলে রত্ন করে রাখবো।
তারপর আসে যদি স্যাক্রিফাইস'র বন্যা
তুমি চোখ বুজে অন্ধ হবে,
আর আমি সেই আঁধারে ডুবে যাবো।
সময় এলে নতুন পথে এক দৌড়ে ছুট
তখন আমি আমার মতো
তোমার নামে আর নেই সেই সুখ।-
সব শূন্যতা আসলে শূন্যতা নয়,
সেই শূন্যতার ফাঁকে জমে থাকে অলীক পূর্ণতার অনুভূতিতে মোড়া ধোঁয়াশার দীর্ঘশ্বাস,
আর এক মুঠো হঠাৎ পাওয়া সুখ,
আবার হঠাৎ হারানো ঝরাপাতার বিদায়ী বেলা'র আবেগ।
-
আমরা প্রকাশের জয়গা ছোটো হলে,
উদ্বেগগুলো পুড়িয়ে ফেলি যন্ত্রণার চাপা আগুনের মেঘ দিয়ে।
জমা হওয়া অনুভূতির পাহাড় চূড়ায় ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির প্রবল অগ্ন্যুৎপাতের চঞ্চল লাভা, একদিন নিভে যায় কঠিনে জমে গিয়ে।-
কঠিন বরফ ছিলাম যখন
তোমার কোমল আবেগের উত্তাপে আমি তখন স্নিগ্ধ কুয়াশার জলকণা,
এখন সময়ের চাপে দেখো,
আবার পরিবর্তন আমি, এখন কেবল পাথর খন্ড হয়ে টিকে রয়েছি অবিরত।
-
আবেগের স্পর্শ হটিয়ে যদি মরীচিকার গল্প ভেদ করি,
শুধুই দেখবো একরাশ বিরক্তির নীচে জমা মিথ্যে অনুভূতি;
স্বচ্ছ ভাঙা স্বপ্নের কাঁচে অসংখ্য চির ধরা রাত,
শরীরের শিরা উপশিরায় হতাশার তীক্ষ্ণ ক্ষতে ভালবাসার ছেদ।-
সকাল হলেই এরিয়ে চলি বুকে ব্যথার জ্বর
মধ্য রাতেই দারুন ঝড়ে ভাঙে নদীর পাড়।
তবে
এমন শীতেও রাত ভেসে যায় ক্লান্তি ভরা ঠোঁটে
নিঝুম শহর স্বপ্ন খোঁজে একলা চাঁদের কাছে।-