priti Naskar   (একলা অন্তহীন প্রীতি)
1.2k Followers · 123 Following

read more
Joined 15 October 2018


read more
Joined 15 October 2018
21 MAR 2021 AT 22:51


যে শব্দের বুকে ক্ষত ঘিরে কবিতা র জন্ম

সেই কবিতা মনের ঠোঁটে কবির আদরে আজীবন প্রাণবন্ত।

-


21 MAR 2021 AT 0:42

ধূসর সময়ের পাশে
বসন্ত হারিয়ে যায় শেষে
ফাগুনের হাত ধরে,
ঝরাপাতা উড়ে চলে ধুলো মেখে কত দূরে।

বৈশাখী ঝড়ে,
পাল ভাঙা নায়ে,
ঢেউ ছুঁয়ে বালি চরে
রোদে পোড়া বাতাসের গায়ে
গন্ধ থেকে যায় তোমার অস্তাচলেরও পরে।

-


20 MAR 2021 AT 0:37

মুখোমুখি শুধু মুখোশের ভিড়
স্বার্থে হবে চলা,
তুমি দেবে হয়তো সবই!
তাই খুব করে খুঁজে তোমাকেই চাওয়া,
সুযোগ পেলে আরও খুঁজে দেখবো,
দু-এক জন‌ আরও হলে রত্ন করে রাখবো।
তারপর আসে যদি স্যাক্রিফাইস'র বন্যা
তুমি চোখ বুজে অন্ধ হবে,
আর আমি সেই আঁধারে ডুবে যাবো।
সময় এলে নতুন পথে এক দৌড়ে ছুট
তখন আমি আমার মতো
তোমার নামে আর নেই সেই সুখ।

-


15 MAR 2021 AT 1:15


সব শূন্যতা আসলে শূন্যতা নয়,
সেই শূন্যতার ফাঁকে জমে থাকে অলীক পূর্ণতার অনুভূতিতে মোড়া ধোঁয়াশার দীর্ঘশ্বাস,
আর এক মুঠো হঠাৎ পাওয়া সুখ,
আবার হঠাৎ হারানো ঝরাপাতার বিদায়ী বেলা'র আবেগ।

-


23 FEB 2021 AT 13:25

আমরা প্রকাশের জয়গা ছোটো হলে,
উদ্বেগগুলো পুড়িয়ে ফেলি যন্ত্রণার চাপা আগুনের মেঘ দিয়ে।

জমা হওয়া অনুভূতির পাহাড় চূড়ায় ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির প্রবল অগ্ন্যুৎপাতের চঞ্চল লাভা, একদিন নিভে যায় কঠিনে জমে গিয়ে।

-


21 FEB 2021 AT 23:35

তাসের দেশের মনের শহর বদল আনে রোজ
চেনা গন্ধ গল্প সাজায় নতুন ছোঁয়ার খোঁজ,

তুলির আঁচড় বেলাশেষে ক্যানভাসে রঙ মাখে
এক টুকরো সুখ তেমনি এক পৃথিবী বাঁচে।

-


31 JAN 2021 AT 9:18

কঠিন বরফ ছিলাম যখন

তোমার কোমল আবেগের উত্তাপে আমি তখন স্নিগ্ধ কুয়াশার জলকণা,


এখন সময়ের চাপে দেখো,

আবার পরিবর্তন আমি, এখন কেবল পাথর খন্ড হয়ে টিকে রয়েছি অবিরত।

-


20 JAN 2021 AT 23:15

আবেগের স্পর্শ হটিয়ে যদি মরীচিকার গল্প ভেদ করি,
শুধুই দেখবো একরাশ বিরক্তির নীচে জমা মিথ্যে অনুভূতি;

স্বচ্ছ ভাঙা স্বপ্নের কাঁচে অসংখ্য চির ধরা রাত,
শরীরের শিরা উপশিরায় হতাশার তীক্ষ্ণ ক্ষতে ভালবাসার ছেদ।

-


19 JAN 2021 AT 22:35

সকাল হলেই এরিয়ে চলি বুকে ব্যথার জ্বর
মধ্য রাতেই দারুন ঝড়ে ভাঙে নদীর পাড়।

তবে

এমন শীতেও রাত ভেসে যায় ক্লান্তি ভরা ঠোঁটে
নিঝুম শহর স্বপ্ন খোঁজে একলা চাঁদের কাছে।

-


18 DEC 2020 AT 0:09

সম্পর্কের ভীত গুলো ভীষণ রকম আঘাতের মোচড় খেয়ে শান্ত হয়ে যায়। হারিয়ে যায় সব, যা হারানোর ভীতি তাকে দিন-রাত ভাবিয়ে অর্ধেক শেষ করে দেয়।

চাইলেও সেগুলোকে আগের অবস্থায় আর ফিরে পাওয়া যায় না, ওই সম্পর্কের ঠুনকো সুতো গুলো আলগা হয়ে যায়,কেড়ে নেয় বিশ্বাসের গিঁটে জমানো ভালো থাকার সুযোগ।

কেউ হারানোর ভয়ে কাঁদে, আবার কেউ চোখের জলে ভিজে একাকিত্বের অসুখে তলিয়ে যায় চিরদিনের মতো সুখের স্মৃতির পাতায় এক টুকরো সময়ের সুখ খুঁজে নিতে।

-


Fetching priti Naskar Quotes