Priti Khatun   (প্রীতি)
124 Followers · 66 Following

read more
Joined 14 March 2019


read more
Joined 14 March 2019
1 JUN 2020 AT 12:33

বেঁচে থাকার লড়াই বড় কঠিন,
খুব খারাপ সময়ে তুমি বন্ধুহীন।
মা-বাবা হীন সন্তানের আপন কেউ নাই,
মৃত্যুর থেকে বড় আর কোনো সত্য নাই।

-


12 MAY 2020 AT 10:18

সেরে উঠছে রোগী।
করতে শহর সুস্থ, দিনরাত এক করেছেন নিয়ে জীবনের ঝুঁকি।
প্রতিজ্ঞা করেছেন লড়াবো আমরা এই মহামারীর বিরুদ্ধে,
যদি হয়ে যায় সবাই এক, জয়ী হবো এ যুদ্ধে।

যারা আমাদের বাঁচাতে রয়েছেন প্রিয়জনের থেকে দূরে,
তাঁদের বাঁচাতে যেন আমরা সকলে থাকি ঘরে।।

-


11 MAY 2020 AT 22:39

যদি কখনো ভেঙে পরো,
উঠে দাঁড়ানোর সাহস না পাও।
তবে তুমি খুঁটি ধরো,
নিজেকে সাহস দাও।

যদি কেউ না দেয় হাত বাড়িয়ে,
যদি না দেয় তোমার ভয় সরিয়ে।
তুমি নিজেকে সাহস দাও,
মনের মাঝে জেদের মশাল জ্বালাও।।

-


8 MAY 2020 AT 10:18

নেই রবীন্দ্রজয়ন্তীর উল্লাস।
থমকে আছে শহর, স্তব্ধতা করেছে গ্রাস।
শান্তিনিকেতনের ফাঁকা মাঠ দেখে যেন রবি রয়েছেন অপেক্ষায়,
মন খারাপ সঙ্গে নিয়ে জন্মদিনটা একাই কাটাতে যায়।

তবুও আজ রবি রয়েছেন বাঙালিদের প্রাণে,
এ রবির অস্ত নাই গোটা বিশ্ব জানে।।

-


2 MAY 2020 AT 20:44

মস্তিষ্ক বলে যাস না কাছে, হেথায় শুধু বিষাদ আছে।
মন বলে যা ছুটে যা তার কাছে, শত দুঃখের ঔষধ সেথায় আছে।।

-


25 APR 2020 AT 20:20



ভালোবাসায় ভরা,
মনের মানুষের বসবাস সেখানে,
হোক না তা ছন্দ ছাড়া।

-প্রীতি




-


17 APR 2020 AT 23:08

How to deal with toxic people

-


15 APR 2020 AT 12:08

অর্থ, ক্ষমতা, রুপ,অহংকার সব আছে,
শুধু সুখ নাই।

মানুষ বড় নিরুপায়,
জমানো স্বপ্ন ভেঙে খাচ্ছে তাঁরা,
এ যে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

মানুষ বড় নিরুপায়,
ভাইরাস নয়, ক্ষুধা তাদের শেষ করে দেয়।

- প্রীতি

-


7 APR 2020 AT 10:50

মন তাঁকে আরও কাছে ডাকে,
ইচ্ছে হয় অভিমান শেষে যায় ছুটে তাঁর কাছে।
কিন্তু দূরত্ব এখন বড্ড বেশি, শহরে বেড়েছে নির্জনতা।
তবুও রয়েছে এক বিশ্বাস,
শহর হবে সুস্থ ঠিক প্রিয় , দেখবো আবার একসাথে সবুজ মাঠের স্নিগ্ধতা।

-


1 APR 2020 AT 18:25

বাড়িয়ে দিও হাত বন্ধুত্বের,
আমি শক্ত করে ধরে থাকবো।
বিশ্বাস দিয়ে গড়ে তোলো সম্পর্ক,
আমি টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবো।।

-


Fetching Priti Khatun Quotes