কিছুু মানুষ বৃষ্টির মতো কাছে এসে,
রংধনুর মতো হঠাৎ ছেড়ে চলে যায়।-
লেখালেখি আমার পেশা নয়, বলতে পার নেশা।📝💕
সে সাথ... read more
জীবনের ক্লান্ত পথে,
হাজারও সুখের ভিরে,
হয়তো আজও কিছু মানুষ
স্বপ্ন খোঁজে ফিরে!-
দু'চোখের সামনে না থাকিলেও
অন্তরে ঠিক রাখিও।
ভালোবাসাটা বলতে না পারলেও
আমায় মায়ার ডোরে বাঁধিও।-
I'm dating myself.
I take myself out
to eat,
I buy myself Clothes.
&
I Love me.-
অবোধ মনকে বোকা বানানো খুব সহজ,
কিছু ফিরে পাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে..!-
আমি কোথাও নেই...!
মেঘভাঙ্গা শব্ধ,বাক্যহীন নিশ্চুপ হয়ে,
আমি আজ ডুবন্ত মানুষ...!
জানাসত্য এতটুকু বলতে পারি...
নতুন বসন্ত বৃক্ষের মত
অবলীলাক্রমে তোমার ছোঁয়ায় হয়তো
আবার কখনো পুলকিত হয়ে উঠব।।-
বসন্ত এসেছে হলুদ গাঁদা রঙে তোমায় রাঙাতে,
কৃষ্ণচূড়ার ভালবাসায় রাধার অভিমান ভাঙ্গাতে।
মধুর সমীপে নব পুষ্প-পল্লবের ভালবাসা ঘটাতে,
ফাগুনের শ্যামল হাওয়ায় কৃষ্ণের মিলন রটাতে।
-
আবার যখন আকাশ হব,
তোমার খোলা বাতাসে মিশে থাকব।
যখন জ্যোৎন্সা রাতের চাঁদ হব,
তোমায় নিয়ে গভীর ভাবনাগুলো ভাববো।
আবার যখন ঘুম থেকে চোখ খুলব,
ঠিক তোমার ঘুমের স্বপ্ন হয়ে চোখ বুজবো।
-