আমি দৌড়াচ্ছি,অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।ভেবেছিলাম একদিন পূর্ন হবো,ভেবেছিলাম সব পাওয়া হবে।
কিন্তুু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি ফাঁকা,আমার ভেতরে শূন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি,ছুতে গেলেই বিলীন।আমি শুধু এক অস্তিত্বহীন উপমা,নামহীন,রূপহীন শূন্যতায় গড়া।-
Pritam Das
(✍️ প্রীতম)
26 Followers · 41 Following
Joined 24 December 2018
7 JUL AT 14:01
7 JUL AT 13:54
অপেক্ষা সবসময় করবো,,
কিন্তু কখনো আওয়াজ করবো না,,
প্রতিটা লাইন তোমার জন্যই লিখবো!
কিন্তু তোমার নাম নিব না,😊
দূর থেকে অনুভব করবো,,
কোনোদিন তোমাকে বুঝতে দিব না❤️🥀-
14 JUN AT 17:13
ছুঁয়ে দেখার সাধ্য নেই অনুভবে রাখি তাকে..!!
যতই দূরত্ব হোক আমি ভীষণ ভালবাসি তাঁকে....!!-
13 JUN AT 12:09
অভাবের এক অদ্ভুত সৌন্দর্য্য আছে।
সে মানুষকে সেই সব কিছু ছাড়া বাঁচতে শেখায়,
যা সে ভীষণ ভাবে চায় অথচ পায় না।-
13 JUN AT 11:56
হাঁপিয়ে উঠা জীবনটা যেন,
এক সঙ্গীহীন পাখির মতো।
যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্যও,
মনে হয় বড্ড সংকীর্ণ।।-
7 JUN AT 15:35
তোমাকে সুখী দেখতে পারা,
আমার চোখের জন্য যতটা শান্তির,,
ততটাই দুর্বিষহ তোমার চোখে,
অন্য কারো জন্য ভালোবাসা দেখা। 😊😊-