চোখের জলটা সহজে মুছে ফেলা যায়,
কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সহজে..!💔😞-
Pritam Das
(✍️ প্রীতম)
27 Followers · 41 Following
Joined 24 December 2018
9 OCT AT 7:55
18 SEP AT 20:32
আলো ছাড়া নিজের ছায়াটাও যেখানে হারিয়ে যায়,
ওরা তো মানুষ স্বার্থ ফুরালে হারাবেই 😊🌸 ।।-
22 AUG AT 23:24
পুষ্প গাথা নয়, নয় সাফল্যমন্ডিত। আমাদের স্মৃতি যুদ্ধবিধ্বস্ত, হিরোশিমা নাগাসাকির মতো আজন্ম অভিশপ্ত।
-
11 AUG AT 21:04
"সে যে আমার হবে এই ব্যাপারটা অসম্ভব,
সে যে আমার না, এটা মানতে পারাও অসম্ভব "-
7 JUL AT 14:01
আমি দৌড়াচ্ছি,অসমাপ্ত চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।ভেবেছিলাম একদিন পূর্ন হবো,ভেবেছিলাম সব পাওয়া হবে।
কিন্তুু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি ফাঁকা,আমার ভেতরে শূন্যতার গর্জন। যা কিছু জড়ো করেছি, সবই মায়ার প্রতিচ্ছবি,ছুতে গেলেই বিলীন।আমি শুধু এক অস্তিত্বহীন উপমা,নামহীন,রূপহীন শূন্যতায় গড়া।-
7 JUL AT 13:54
অপেক্ষা সবসময় করবো,,
কিন্তু কখনো আওয়াজ করবো না,,
প্রতিটা লাইন তোমার জন্যই লিখবো!
কিন্তু তোমার নাম নিব না,😊
দূর থেকে অনুভব করবো,,
কোনোদিন তোমাকে বুঝতে দিব না❤️🥀-