স্মৃতি গুলো সব , খামে মোড়া আছে
ধুলোও পড়েছে অল্প ....
🖤
সময়ের সাথে সব ফিকে হয়ে গেছে
সব যেন আজ গল্পঃ ....
-
তুমিই আমার মন সাগরে
উথাল পাতাল ঢেউ
✨
আমি ছাড়া তোমায় এত
বাসবে কি ভালো কেউ ?-
তুমিই আমার মন সাগরে
উথাল পাতাল ঢেউ
✨
আমি ছাড়া তোমায় এত
বাসবে কি ভালো কেউ ?-
কষ্টগুলো পড়ছে ঝরে
হচ্ছে জমা বালিশে !
🖤
মনটা আমার বলছে আমায়
লাভ নেই আর , নালিশে
🌼-
মেটে না কেনো প্রিয় আমার
তোমায় দেখার তেষ্টা
আজও মনে পড়ে , তোমার সাথে
শুরু থেকে শেষটা......
✒️প্রীতম-
হটাৎ করেই , হারিয়ে গেলে
পাইনি কোথাও খুঁজে।
শেষে বুঝলাম, হারিয়ে যাও নি
গিয়েছিলে জেনেবুঝে!
-
অনুরোধ😓💔
বেশ তো তুমি ভুলেই ছিলে,
হটাৎ পড়লো আমায় মনে ?
আমিও তো বেশ ছিলাম প্রিয়
আমার আপন মনে ।
দিতে কি বাকি আছে তোমার ?
কষ্ট আমায় আরো !
এমন ভাবে না কাদিয়ে,
এক্কেবারে মারো ।।
ছিলাম যখন কাছে তোমার
সরিয়ে ছিলে দূরে,
এখন তবে কেনো তুমি,
আসতে চাইছো ফিরে ?
আমার কিছু পাওনা বুঝি আছে বাকি পড়ে ?
ভালো থেকো প্রিয় তুমি,
ভালোবাসা নিও❤️
আমার, প্রাপ্য কিছু থাকলে বাকি
মৃত্যু টুকু দিও।
@প্রীতম💔🚬
-
তুমি আমার আমি থেকে দূরে চলে গেলে,
আর আমি.....
তোমার তুমি থেকে আজও...
আলাদাই😓
হতে পারলাম না....-
প্রিয়া 🌼🌼
ভুলেই গেলে আমায় তুমি ,
পড়লো না আর মনে !
খাঁচার পাখি গেছে উড়ে,
হারিয়ে গেছে বনে ।
ফিরবে না সে জেনেও আমি
তারই আশায় থাকি ।
ভালোবাসি জেনেও আমায়
দিয়ে গেছে ফাঁকি।
-
তোকে ঘিরেই ছিল আমার
অনেকরকম আশা
কাঁদালি আমায় দিয়ে তোর
মিথ্যে ভালোবাসা-