প্রীতম দাস   (প্রীতম দাস)
50 Followers · 68 Following

রেলগাড়ীর শেষ স্টেশন ছুঁয়ে যাক এক পলক তার ছায়া
অজানা গন্তব্যের দেশ , 🖤❤️
Joined 2 December 2018


রেলগাড়ীর শেষ স্টেশন ছুঁয়ে যাক এক পলক তার ছায়া
অজানা গন্তব্যের দেশ , 🖤❤️
Joined 2 December 2018
31 JAN 2023 AT 22:59

আমরা কী সত্যি মানুষের প্রেমে পরি?
না!
আমরা তার অভ্যাস এর প্রেমে পরি
তার না বলা কথাদের প্রেমে পরি, তার ফিরে না তাকানোর প্রেমে পরি
আমরা মানুষটার অভিমান এর অপেক্ষা করি
বারবার তার দূরত্বের প্রেমে পরি
কিন্তু আমরা মানুষটার প্রেমে পরিনা
৷ তার দুঃখ গুলো কে আঁকড়ে ধরার জন্য আমরা তার সময় ছিনিয়ে নেই, তার স্পর্শের প্রেমে পরি
কিন্তু মানুষটার প্রেমে পরিনা
কারন শুধু মানুষ হিসেবে দেখলে ভালোবাসা যাবে না তুচ্ছ মনে হবে ছুড়ে ফেলে দিতে মন করবে
তাই বারবার আমরা শরীরের প্রেমে পরি বারবার তার নিশ্বাস এর শব্দ গুনি হারিয়ে ফেলি নিজেকে অজান্তেই ।

-


28 JAN 2023 AT 9:12

আমরা সত্যি একা হয়ে পরি বারবার
সব কিছু থাকা সত্যেও আমাদের একা লাগে
এই একাকিত্ব টা খুবই নিজস্ব
কারো সাথে ভাগ করে নেওয়ার মতন নয়
তারা হারিয়ে গিয়ে খুঁজে নেবে বেঁচে থাকার
বিশাল উপায়,
ওরা মরবে প্রতিবার একটু ভালোবাসার আশায়।

-


27 JAN 2023 AT 9:00

কা ল্প নি ক তা

তোর কি একটুও মন নেই
ইচ্ছে করেনা একটু জড়িয়ে ধরে চুপ হয়ে যায়
একবার চোখে চোখ রেখে দেখি কতটা অবাক লাগে আমাদের, তোর কি একবারও ইচ্ছে হয়না?
না বলা কথা গুলো চেচিয়ে বলে ফেলি,
একটা সময় তোর মনে জমে থাকা হাজার হাজার কথার ভীড়ে দম বন্ধ হয়ে আসবে পারবি না আর থাকতে
তখনও কি বলবি না? এমনই রয়ে যেতে চাস, নিজের জেদ এর কাছে ছটো হবিনা বলে।
ভালোবাসতে জানিনা বলে একবার ঘুরেও তাকাবিনা?

-


19 JUN 2022 AT 23:01

একদিন
সময় ঠিক অতীত কে আঁকড়ে ধরবার চেষ্টা করবে
তুমিও হারিয়ে যাবে অতিত ফিরে পেলে
মৃত্যুর থেকে ভয়ংকর হবে মৃতের মত বেঁচে থাকা ।

-


21 MAY 2022 AT 17:18


একদিন সবকিছুই বদলেযাবে হঠাৎ করে
তাই,
কিছু কিছু জিনিস না পাওয়াই থাক ,
অসম্পূর্ণ হলেই তো সম্পূর্ন হওয়া যাবে
জীবন তো একটাই, নিজের মতো করে বাঁচা উচিত, সময়ের দাম দেওয়া উচিত, বৃষ্টির স্বাদ নেওয়া উচিত, অবশেষে মৃত্যু তোমায় মুক্তি দেবে পলাশ ফুলের বাগানে ।

-


16 MAY 2022 AT 22:19

আমাদের আর একসাথে থাকা হবেনা, আমি জানি তুই বড্ড বেশি মিশুকে, হয়তো তোর মতো কাউকে পেলে সুখী হবি,
হাতে হাত রেখে পথ চলা হবেনা, একসাথে গল্পের পাতা ওল্টানো হবেনা, কাপের উষ্ণতা জুড়ে তোর মিষ্টি হাসি ! দেখা হবেনা কিছুই ।
অযথা তর্কে, তোকে জেতানোর খুশি অনুভব করে নিজেকে ভালো রাখা হবেনা আর।
আমি জানি তুই হারিয়ে যাবি, চলে যাবি একদিন
অবশিষ্ট তেই বাঁচতে রাজি আমি।

-


15 JAN 2022 AT 19:57

আগলে নিতে শিখতে হয়!
আমি তো অগোছালো মানুষ আগলে রাখার বিষয়ে আমি কাঁচা, ছাপোষা পোশাক পরি, সেরকম চমক নেই মুখে, স্টাইলবদ্ধ হয়নি বলে হয়তো কারও দৃষ্টি আকর্ষণ করতে পারিনি কখনো তাই আর কারো সাথে মনের আনাগোনা হয়ে ওঠেনি, তবে তা বলে কারো প্রেমে পরিনি এটাও অস্বীকার করা যায় না, তবে সেই প্রেমে পরাটা হোচোট খেয়ে পরার মতনই, ব্যাথা টা ঠিক সেরে ওঠেনি এখনো । সেদিন বৃষ্টির সময় চা এর ভাঁড় হাতে দোকানে দাড়িয়ে একা, সিগারেট টা প্রায় শেষ এর মুখে, দেখলাম একটা শবগাড়ি কুয়াশায় ছেয়ে গেছে তবে মৃত দেহ উষ্ণতা অনুভব করছে বোধ হয়, বাড়ি এলাম সোয়া দশটা প্রায়, বছরের শেষ দিন আমি আর আমার স্মৃতিদের ভীড় আর জং ধরা সিলিং ফ্যান অনেকটা চেষ্টা করেছি আরও একবার নতুন করে বেঁচে ওঠার 🖤❤️

-


14 JAN 2022 AT 19:58

আমরা প্রেমে পরি বারবার,
তবে প্রেম প্রকাশ না করে একান্তে ভালোবেসে যাওয়ার মজাই আলাদা, জানি সে আমার হবেনা কোনদিনও
ভালোবেসে আঁকড়ে ধরবার চেষ্টাটাও কাল্পনিক,
নিঝুম রাত অন্ধকার ঘর খোলা জানালার পাশে হেডফোন মেখেছে রবীন্দ্রসংগীত, আর মুঠোফোন জুড়ে
তার মায়াবী কাজল কালো চোখ
আমার সবটা ঘিরে তার প্রতি Emotions এর ভীড় ।
কোথাও যেনো আবার অল্প মনখারাপ!
তবে তার ওই দুটি কাজল টানা চোখে আমার মৃত্যু নিশ্চিত
শুনেছি ভালোবাসলে মানুষের অকালমৃত্যু হয়, তা না হয় রয়লো তোলা আমার জন্য 🖤

-


13 SEP 2021 AT 22:43


এই অক্ষম সমাজ তোমার অধিকার
ছিনিয়ে নিয়ে মৃত্যুর উপহার দিয়ে যাবে একদিন
অসামান্য একাকিত্বের চেয়েও
কঠিন একরাশ মিথ্যে ভালোবাসার দল
তোমায় আঁকড়ে ধরে মৃত্যু হয়ে ঢলে পড়বে ! 🌹

সব শেষ হয়ে যাবে একদিন।

-


8 MAY 2021 AT 19:37

মহামারী শেষ হলে
তোমায় গোলাপ কিনে দেবো
মুক্ত বাতাসে ছায়াপথ ভেঙে
দেখা হবে আমাদের শেষ প্রান্ত জুড়ে ।

-


Fetching প্রীতম দাস Quotes