প্রীতি   (প্রীতি সরকার)
213 Followers · 35 Following

read more
Joined 3 March 2020


read more
Joined 3 March 2020
25 OCT AT 2:07








-


14 OCT AT 3:28

প্রিয় বারিধি,
যদি এক অনন্ত নক্ষত্রবীথি তোমার সাথে, তোমার পাশে, তোমার হাতে হাত রেখে কাটাতে পারতাম...!!
জানো তো "ভালোবাসি" না বলেও ভালোবাসি বলা যায়।
তোমার চোখের জলে যতখানি যন্ত্রণা মিশে থাকে তাতে আমি আরও আশ্বস্ত হই।
জানিনা তোমার সাথে থাকলে সময় এত তীব্র গতিতে ধেয়ে চলে কেন..!!
জানো মনে হয় তোমার সাথে হারিয়ে যাই — সাভানা তৃণভূমির বিশালতার মাঝে কিংবা ধরো শীতল, পার্বত্য আলাস্কায় কিংবা খুব ছাপোষা একটা গ্রামে, যে গ্রাম জীবনানন্দ দাশের কবিতার মতো সুন্দর-শান্ত অথচ চমৎকার।
শোনো,
তোমার সাথে পাহাড় দেখা বাকি,
তোমার সাথে সমুদ্র দেখা বাকি,
তোমার সাথে দিগন্তের সূর্যাস্ত দেখা বাকি...
তোমার সাথে একটা গোটা জীবন হেসে খেলে কাটিয়ে দেওয়া বাকি...!!

-


8 OCT AT 21:10

প্রিয় শিঞ্জন,
জানো তো মাসের এই কটা দিন মেয়েদের জন্য খুব কষ্টের হয়... বহু হরমোনাল চেঞ্জস এবং জরায়ুর সংকোচন ইত্যাদির কারণে শরীরে তৈরি হয় খিঁচুনি, ব্যাথা, রাগ, বিরক্তি, দুঃখ এরম অনেক কিছুই।
আসে অনেক নেগেটিভ থটস্, হতে পারে সক্কাল সক্কাল পুরোনো কষ্টে মাথা নষ্টও।
কী বলো তো? আমরা মেয়েরা এটা মেনে নিয়েছি।
তবে আরও কষ্ট হয় কখন জানো?
বিপরীতে থাকা মানুষ গুলো সবকিছু জেনেও যখন কথার উপর কথা দিয়ে আঘাত করতে এক চুলও ছাড়েনা, বোঝার বদলে প্রতিটা কথার অন্য মিনিং করে অবুঝ হয়ে ওঠে প্রতিটা তর্কে, প্রতিটা বিতর্কে...
এক একটা কথার চাবুকে শরীরের সাথে ক্ষতবিক্ষত হয় মনও, তারপর?
তারপর শরীরের ব্যাথা ছাপিয়ে একটা কষ্ট দলা পাকিয়ে গলা দিয়ে বুকের মাঝ বরাবর নামতে শুরু করে আর চোখ দুটোয় নামে অকাল শ্রাবণ..!!
তখন মনের ব্যাথা পৌঁছায় শেষ সীমায়..
অভিযোগ নেই কোনো..!!
তবে জানো তো পরের বার থেকে নিজের মুড সুইংসের জন্য আর তোমায় ভোগাবো না।
তোমার লাইফের এত প্রেশার আমি মাঝে মাঝে ভুলেই যাই জানো..
তাই আর না..
জানো তো শিঞ্জন কাদা ছোঁড়াছুঁড়িতে কষ্ট গুলো কমার বদলে খালি দ্বিগুণ হয়।
কাজেই পরের বার থেকে অপেক্ষা করবো, একটু একটু করে নিজেকে শান্ত করবো আর তারপর আবার নিজের জগতে ডুব দেবো..তবু তোমায় suffer করাবো না..কথা দিলাম।
—শিঞ্জিনী

-


15 AUG AT 0:27

ডিয়ারসেল্ফ,
যাই হয়ে যাক না কেন, নিজের এই সত্তাটাকে কোনোকিছুর বিনিময়ে হারাতে দিও না...
তুমি কী জানো তুমি কতটা শক্তিশালী?
তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক অনেক বেশি..!!
যদি নিজেকে খারাপ লাগে কখনো?
আয়নার দিকে তাকিয়ে জাদু কী ঝাপ্পি দিয়ে দিও একটা..!!
তুমি কী জানো?
তুমি এমন এক অনন্যা যার কোনো বিকল্প হয়না..!!
তুমি কী জানো তুমি কত মানুষকে অন্ধকারে আলোর দিশা দেখিয়েছো, দেখাচ্ছো এবং ভবিষ্যতে আরও দেখাবে...
তুমিই তো সেই যে মানুষকে নিজেকে ভালো বাসতে শেখায়, নিজের প্রেমে পড়তে শেখায়...!!
এখন নিজে ভাঙলে চলবে?
আরও কত প্রাণকে যে গড়বে তার কী ঠুনকো বিষয়গুলো তে এত ভাঙলে চলে?
Be kind to yourself first..
আমি জানি তুমি পারবে, নিজের সাথে নিজের হওয়া সব লড়াইয়ে জয়ী হয়ে তুমি একদিন বিজিতা হবেই
দেখে নিও..!!
—ইতি
ইয়োর স্ট্রংগেস্ট সেল্ফ

-


13 AUG AT 21:47





-


13 AUG AT 1:20

—ঐ শোন্..!!
—কী বল্..
—আবার কাঁদছিস ভ্যাঁ ভ্যাঁ করে..
—তুই খারাপ ভাবলি যে...
—আমি খারাপ ভাবলে তোর কী ?
—ভালোবাসি যে...
—ঢং..!!
—রাগ করছিস? রাগ করিসনা প্লিজ..!!
আর করবো না কোনোদিন, ভুল হয়ে গেছে... তুই রাগ করে থাকলে একটুও ভালো লাগে না আমার.. প্লিজ রে.. এখনও রাগ করে থাকবি? ঐ ঐ ঐ বউ, কথা বলনা..!!
—কীভাবে রাগ করে থাকবো বলুন..!!
—মানে?
মানে আমি কীভাবে রাগ করে থাকবো আপনার মত একটা ক্যাবলাটে বরের উপর?
সামান্য কথা কাটাকাটিতে যে হুটহাট কেঁদে যায়, আমাকে এক মুহুর্ত হারানোর ভয়ে যে কুঁকড়ে যায়, তার ভয়ে শুকিয়ে যাওয়া কাঁদো কাঁদো মুখটা দেখলেই আমার গনগনে রাগ গুলো আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে আর আমি আমার আধপাগল, ক্যাবলা বরটাকে আরও একবার ভালোবেসে ফেলি..!!
—সত্যি?
—সত্যি সত্যি সত্যি তিন সত্যি।
—আমিও তোকে খুব ভালোবাসি রে মানা..!!
—আমিও গো..!! খুব..!! আজ টাটা
—হুম সুন্দরী টাটা..!!

-


6 AUG AT 20:29

কী বলুন তো একটা সময়ের পর আমাদের কনট্যাক্ট লিস্ট মৃত নাম্বারে ভরে ওঠে...!!
না তো সেই নাম্বারগুলো থেকে আর মেসেজ বা ফোন আসে আর না তো যায়..!!
মাঝে মধ্যে মনে হয় রেখেই কী লাভ? ডিলিট করে দি।
বিশ্বাস করুন সেটুকু এনার্জিও আর অনুভব করি না আজকাল.. আছে , থাক..!! ক্ষতি কী।
একটা ভীষণ বড়ো সত্যি কথা কী জানেন? যে যতই মহান সাজুক, মানুষের কাজ সবসময় কথা বলে..!!
তাই খোলস একদিন খসে পড়েই, আর জেনুয়িন-রা বহু বছর পরেও সেই প্রথম দিনের মতোই ধ্রুবক থেকে যায়..!!
আর মানুষ চেনার সবথেকে বড়ো উপায় কি জানেন?
শুধু কথা আর কাজ মিলছে কী না দেখে নেবেন..
কথা অনেকেই অনেকরকম বলে,
কথা বলতে তো আর পয়সা লাগে না, সাথে মুখটাও চামড়ার..!!
আমি আমার খুব কাছের একজনের কাছ থেকে শিখেছি যে "কথা হাওয়ায় ভাসে"
তবে যদি দেখেন কথা আর কাজ মিলছে না...
পথ বদলে নিতে দুবারও ভাববেন না, আমিও ভাবিনা..!!

-


30 JUL AT 22:37






-


21 JUN AT 0:40

প্রিয় দামিনী...,
আমি তোমাকে বাঁচাতেই চেয়েছিলাম..
জানো তো আজ অবধি নিজের মনের ভুলেও কারোর সাথে স্বার্থসিদ্ধির জন্য মিশেছি বলে মনে পড়েনা..
একটা সরল মানুষ নিজেই ঠোকর খেতে খেতে শক্ত আর পোড় খাওয়া হয়ে ওঠে ঠিকই কিন্তু নিজের সাথে হওয়া খারাপ গুলো অন্যের উপরে প্রয়োগ করার কথা সে কোনোদিন ভাবে না।
কী জানো তো আমিও তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসতাম...
তোমার সরলতা প্রথম দিন থেকেই মন কেড়েছিল কিন্তু, সেটার অপব্যবহার করে তার সুযোগ নেবো স্বপ্নেও ভাবিনি।
দুরত্ব-টা খুব বেশি করে আজকাল অনুভব করতে পারি জানো..
হয়তো দেখাই সব খুব স্বাভাবিক কিন্তু বিশ্বাস করো একটা কাছের মানুষের একটু করে পাল্টে যাওয়া গুলো খুব নিবিড়ভাবে উপলব্ধি করতে পারি আমি।
আমিও আমার সামর্থ্য মতো তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম।
খারাপ লাগে তুমি সবার সাথে আমাকে গুলিয়ে ফেলছো দেখে..
তবে আপসোস নেই আর হবেওনা কোনোদিন..!!
আমি আজ অবধি মানুষকে ভালোবেসে আপসোস রাখিনি, রাখিনা.. অত ঠুনকো নয় আমার ভালোবাসা জানো তো..!!
আর?
তোমাকেও ক্ষমা করলাম...
যখন, যেখানে, যেভাবে, যার সাথেই থাকো ,সুখে থেকো.. কারণ যাদেরকে একবার ভালোবেসেছি তাদের খারাপ কোনোদিন চাইতে পারিনি..!!
আর যদি কোথাও কোনোদিন নিজের ভুল বুঝতে পারো সেদিন বরং দু-ফোঁটা জল তোমার চোখ থেকেও ঝরুক আর এই মিষ্টি মুখটা আবার তোমার চোখের জলছবিতে ভেসে উঠুক..!!
ভালো থেকো..!!
—অর্ণবী

-


10 JUN AT 0:36

প্রিয় অম্বর...,
আমি জানি জীবন কোনো রুপকথা নয়,
নাই তো রুপকথা বাস্তবের কোনো প্রেমের গল্প..!!
এখানে অনেক ভুল বোঝাবুঝি, মন কষাকষি, মনের অমিল, অমত থাকবে... থাকবেই..!! আর তারপরেও দুটো মানুষ একসাথে থাকবে যদি তারা নিজেদের মধ্যে "চুপ-থাকা", " ইগো" আর "মিসআন্ডারস্ট্যান্ডিং" গুলোকে প্রাধান্য দেওয়ার আগে সম্পর্কটাকে প্রাধান্য দেয়..!!
আচ্ছা অম্বর তুমিই বলো তর্কে জিতে তোমার কী লাভ হবে? আর আমারই বা কি লাভ?
তার থেকে কথা বলে, আলোচনা করে মিটিয়ে নেওয়াটাই কী বেটার নয়? এটা তো তুমি ভার্সস আমি নয় বলো?
এটা হলো আমরা ভার্সস প্রবলেমগুলো..!!
তাহলে কেন চুপ থেকে, রাগ পুষে প্রবলেম গুলোকে জিততে দেবো?
আমি জানি আমরা ভীষণ আলাদা তবু কোথাও যেন ভীষণ এক..!!
আর কী বলো তো কোনো প্রবলেম এলে সেটাকে ফেস করতে হয়, সেটা থেকে পালিয়ে বাঁচা-টা কোনো সলিউশন হতে পারেনা..!!
এটুকু বুঝতে হবে...।।
আর রইলো বাকি ইমম্যাচিওরিটি?
মানুষ তো কমফোর্ট জোনেই তো সব থেকে পাগল, ইমম্যাচিওর, খোলসবিহীন একটা শিশু হয়ে উঠতে পারে আর বিশ্বাস করো সেখানে এক বিন্দু ভুল নেই কোনোদিন ছিলোও না...!! তাই শুধু সেটুকু বুঝতে চেও..।।
—ইওর কমফোর্ট জোন

-


Fetching প্রীতি Quotes