কিছু মানুষ এমনভাবে লাস্ট চান্স চেয়েছিল মনে হয়েছিল লাস্ট চান্সটা একবার পেয়ে গেলেই একদম সোনার চাদরে , রুপোর কাঁথায় মুড়িয়ে রেখে দেবে, এতটুকু আঁচ লাগতে দেবে না মনে বা শরীরে..!!
বড়ো কথা দোষ তাদের নয় , দোষ আমাদের যে আমরা তাদের ফাঁপা কথা গুলোকে বারবার বিশ্বাস করেছি.. তাদের "কোনোদিন মুখের হাসি নষ্টের কারণ হবোনা"-র মত ঠুনকো কথা গুলোকে সত্যি ভেবেছি..!!
হ্যাঁ " ম্যানিপুলেশন " ... ওটাকে ম্যানিপুলেশনই বলে.. !! "An apology without an unchanged behavior is just a manipulation"
একটা প্রাণী দিনের পর দিন "লাস্ট চান্স", " লাস্ট চান্স " , "লাস্ট চান্স" করে মাথা চিবিয়ে খেয়ে, লাস্ট চান্স পেয়ে কীভাবে সেটার অপব্যবহার করতে পারে সেটা না দেখলে বিশ্বাসই হতোনা..!!
"She thought the past will repeat again, but I have all the desires to give her the happiness She deserves" বলা মানুষ গুলোকে বলতে চাই যে সে নিজেই নিজেকে হ্যাপি রাখতে পারে, নিজেকে ভালো রাখতে পারে, তাই অন্যদের এসব ফেক প্রমিস করে তাকে মিথ্যা আশা দেওয়ার কোনো দরকার ছিলোনা..!!-
💛🌻महाभारत💛🌻
❤Self-Love, Self-Care & Self-Esteem
❤Learning to Grow,Glo... read more
তারপর ?
তারপর বুকে পাথর রাখা সহজ ছিলোনা, আদরে-যত্নে আগলে রাখতে চাওয়া মানুষ গুলোকে যেতে দেওয়াও সহজ ছিলো না, একটা হাত শক্ত করে ধরতে চেয়েও ছেড়ে দেওয়া সহজ ছিলো না, নির্ঘুম রাতগুলো একলাই কাটানো সহজ ছিলো না, বলতে না পারা কথাগুলো ব্যাকস্পেসে জমিয়ে রাখাও সহজ ছিলো না,
আর সহজ ছিলো না নিজের সাথে নিজের প্রতিনিয়ত চলা যুদ্ধগুলোর মুখোমুখি হয়ে সেগুলোকে কাটিয়ে ওঠার মিছিলগুলো..!!-
প্রিয় অখিলেশ, মৃগাঙ্কী বলছি...
যদি সহস্র মানুষের এই মেকী ভিড়ে , জীবনের আবার কোনো এক মোড়ে, আবার কোনো এক অপ্রত্যাশিতার কাজল চোখে তোমার জন্য নিখাদ ভালোবাসার সন্ধান পাও, তবে তাকে জিজ্ঞেস কোরো একজন নারী তার জীবনের প্রথম পুরুষকে কতটা ভালোবাসলে তার মুখ থেকে নিজের সম্পর্কে সবকটা বদনাম শুনে নেওয়ার পরেও তার খারাপ চাওয়ার পরিবর্তে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দেয়...
তাকে জিজ্ঞেস কোরো কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের সমস্ত শারীরিক ও মানসিক ক্ষতির কথা ভুলে গিয়ে, সমস্ত মান-অভিমান,সম্মান-অসম্মান, দুঃখ-কষ্ট-রাগ আর ইগোকে দূরে সরিয়ে বহু বছর পর আবারও সুযোগ দিয়ে ফেলে তার ভালোবাসার মানুষটাকে...
জিগ্যেস কোরো কতটা ভালোবাসলে কেউ নিজেকে মেরে হলেও তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য ছটফট করে..
জিগ্যেস কোরো একজন নারীর ভালোবাসা কতটা সত্যি হলে সে তার কাঙ্ক্ষিত পুরষকে তার শৈল্পিক কলমে স্থান দেয়...
জিগ্যেস কোরো কতটা ভালোবাসলে এক নারীর বুকে ওঠা প্রতিটা ঝড়েই কেবল তার ভালোবাসার পুরুষের নামই প্রতিধ্বনিত হতে শোনা যায়...
জিগ্যেস কোরো কতটা ভালোবাসলে একজন নারী তার প্রিয় পুরুষের থেকে পাওয়া প্রতিটা আঘাত শেষে কেবল তাকে জড়িয়ে ধরেই কাঁদতে চায়..!!
জিগ্যেস কোরো..!!
—ইতি তোমার মৃগাঙ্কী-
—Leave him nah, he does not even deserve you..!!
—Wo toh mujhe bhi pata tha..
—Kab se?
—Jab se hum baatein karne lage tab se..
—Toh janne ke baad bhi itna time invest kiun kiya uske upar?
—See I knew I deserve far more better than him, But I loved him so much Ki mai ne better dhoondhna hi chor diya rather I wanted ki wo hi mere liye "better" ban jaye ya uska standard high kar le..!!
—Ban gaye wo?
—kya?
—Tere liye better?
—Nahi..!!
—kar liya usne?
—Kyaaaaaa?
—Tere liye standard high?
—Ummhuunnn..!!
—Aab to tujhko jawab mil gya nah..!! Aab to chor usse, aab to jane deh..!!
—Chor diya..!! Aur jane diya bhi..!!
Kiun ki Itne dino me itna to samajh me aaa hi gya ki He doesn't want to be with me anymore cz if he wanted , he would definitely become the better version of himself before my leaving...!!
Kiun ki log pyar me kya kya nhi karte? Mai to sirf usse uska better version mangi thi..!! Aur kuch nhi..!!-
And at the end of the day I want a calm, sensitive, kind, caring, generous, emotionally intelligent, masculine MAN...!!
A man who will sooth my soul, who will give relief to my nervous system, who will be my peace after a hectic day, Who will listen to me patiently and will try to understand each and every word uttered by my inner world...
A man who will never raise his voice even when he is MAD at me, who will respect me the way I deserve to be respected, who will treat me as the "Best Choice" Of his life even when everything gets wrong...!!-
তুমি আমার সবকিছু, কিন্তু একমাত্র তুমিই আমার সবকিছু নও, আমার জীবনের সমস্ত মানুষকে নিয়েই আমার জীবন
তুমি আমার সমস্ত ভালো মন্দের সাথী, আমার ভালোবাসার মানুষ, তাই বলে তুমি ভালোবাসার দোহাই দিয়ে আমার মাথায় বন্দুক রেখে বলতে পারো না যে আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না,
আমি তোমার পার্টনার, তোমার সবথেকে ভালো বন্ধু তবে তোমার দাস নই..!!
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা দূরে রাখলাম, তুমি তোমার বিয়ে করা বরকে বা বউকেও কোনো রেস্ট্রিকশন দিতে পারো না যতক্ষণনা সে কোনো ভুল পথে যাচ্ছে বা ভুল ডিসিশন নিচ্ছে..!!
তুমি রেস্ট্রিকশন দেওয়ার হওটাই বা কে?-
—কিন্তু সব তো ঠিকই ছিল!
—কিছুই কোনোদিনই ঠিক ছিলনা, প্রথম থেকেই সব ভুল ছিল, আর সবথেকে বড়ো ভুল ছিলাম আমি নিজে!
—তাহলে সব শেষ করে দিলি?
—শুরু আর ছিলোই কবে? শুধু একটা মরা গাছকে প্রথমদিন থেকে বাঁচানোর চেষ্টা।।
আচ্ছা তুই বল কেউ নিজের ধারণাকেই সর্বশ্রেষ্ঠ মনে করে সেটাকে আঁকড়ে বসে থাকতে চাইলে আমার কী দায় সেটা পাল্টানোর,যেখানে সে নিজেই চায়না..!!
তাছাড়া আমি অনেক বুঝিয়েছি, আর ভালো লাগে না রে, এখন মনে হয় আমাকেও কেউ বুঝুক, আমিও তো মানুষ..!!-
যখন Day One থেকে একটা মানুষের মধ্যে পজিটিভ চেঞ্জ আনা ছাড়া তোমার আর কোনো উদ্দেশ্যই ছিলনা,
যখন তুমি মন প্রাণ দিয়ে প্রথম দিন থেকে শুধু এটাই চেয়েছিলে যে তার মধ্যেও ভালো কিছু পরিবর্তন আসুক যাতে সবাই তাকে ভালো বলে, কারণ তোমার চারপাশের সবাই তাকে "জঘন্য","লম্পট" কিংবা "ছোটোলোক" বললে তোমার খুব খারাপ লাগত শুনতে...
যখন একটা মানুষকে মন, প্রাণ, শরীর সব উজাড় করে ভালোবাসার পরেও, তার সাথে একটা আস্ত সংসারের বীজ নিজের ভিতরে বপন করার পরেও
তুমি তাকে একটাবারও পেতে চাওনি, শুধু কল্পনাই করে গেছো....
আর এতকিছুর পরেও যখন সব শেষে তোমাকে শুনতে হয়েছে
যে তুমি তো শুধু চেয়েছিলে যে সে অন্যদের কাছে খারাপ প্রমাণিত হোক!!
You know what?
That's the most Hurtful thing as well as the best closure for you!!-
—ও আমাকে খুব ভালোবাসে তো তাই ওর বলায়
আমি অমুক করা ছেড়ে দিয়েছি, তমুক পরা ছেড়ে দিয়েছি,অমুকের সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, তমুকের সাথে মেশা ছেড়ে দিয়েছি, আসলে আমি ওকে খুব ভালোবাসি আর ওউ আমাকে খুব ভালোবাসে।
—For your kind information, খাঁচায় ভরে আটকে রাখার নাম ভালোবাসা নয়, কোনোদিন ছিলোও না, And my dear baby girl you should know the difference between "আটকে রাখা" and "আগলে রাখা",
And you should also know how to differentiate love and control.. 'Love' can never be 'control' and 'control' can never be 'love'...
আমি এতকিছুতেও যাচ্ছি না, আমি শুধু এটুকু জানি একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে ভালোবাসার দোহাই দিয়ে তার নিজসত্ত্বা বিসর্জন দিতে বলবে না, সে যেটা নয় তাকে সেটা হতে ফোর্স করবে না, করলে ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে কন্ট্রোল করা বলে।
কী মানতে পারলেন না তো? তাহলে শুনুন আপনার মানা না মানাতে গোটা পৃথিবীর কিছু যায় আসে না, যা সত্যি তা আপনি মানলেও সত্যি আর না মানলেও।।-
আপনাকে ভালোবাসা যার জীবনের সবথেকে বড়ো ভুল...তার অবশ্যই অন্য কাউকেই ভালোবাসা উচিত, আপনাকে নয়!
-