PRG-Quotes. Dada(পরিখা)⭐   (AuthorPranesh Rn.Goswami)
1.5k Followers · 1.4k Following

read more
Joined 4 June 2019


read more
Joined 4 June 2019


আজ অপরিসীম আনন্দে ভরেছে মন
জানিনা একোন খুশীর জোয়ার এলো অনুক্ষণ
হয়তো বা দুঃখের সমাপ্তির দুঃসংবাদে
নয়তো বা চির অন্তের অগ্রিম সংবাদে

ভরে এলো খানিকটা জল চোখের কুনে
জানিনা তার পর্যালোচনা তবুও রেখেছি মনে
হয়তো বা স্বল্প দিনের সম্পর্কের সংক্ষিপ্ত ইতিহাস
ফুরিয়ে এসেছে তাই ক্ষুদ্র মন দিচ্ছে তারই পুর্বাভাস।

ভালোবাসার মিষ্টি বন্ধন অবশেষে তিক্ততায় সমাপন
সৃষ্টির সেরা মানুষ যায় ছেড়ে নাই তার অবলোকন
পিপাসার টানে শূন্য গড়া ভেঙে ছারখার
আশার প্রদীপ যায় নিভে কে জ্বালায় বারংবার।
#পরিখা

-



दिल भर आया फुलों कि मोहब्बत में
सुबह हूए आखे खुली नयना तरसे
हर आँगन मे फुलों कि बहार
मोहब्बत में पक्षी गगन में उड़े

-



হৃদয় গোলাপ সমর্পণে,
জল ভরে আসে ঐ সন্ধিক্ষণে।
মুখর প্রতিভার অগ্রাধিকার অর্পণে,
করুন আখিঁ বিদায় জানায় সংগোপনে।

সম্প্রতি ভালোবাসার মিলবে না ঠিকানা,
অযাচিত প্রেম গড়ে না আশিয়ানা।
বিধির বিধান বুক ফাটে মুখ খুলেনা,
সে যে নব্য জীবনের অতীত পরিকল্পনা।

আধুনিক মানুষের পুরানো ভাবনা
আধাঁর কালো অজীব ভব্য চেতনা।
সুচনার সমীপে দাড়িয়ে আজ তুমি
বলো না নীরবে কে জাগৃত ভূমি।


-



হৃদয় গোলাপ বরণে
চাই আপন করে নিতে নয়নে।
ভঙ্গুর হৃদয়ের আছে যত ক্ষত
পরশে তোমার সেরে উঠবে তত।

উদাসীন সন্ধিক্ষণে ভরপুর মিলন
হৃদয় গোলাপ আতর বিলায় অণুক্ষণ।
সান্ধ্য তারা হাত বাড়িয়ে কথাকয়
অবসরে মুক্ত আকাশ নীরবে রয়।

স্বর্নিম বেলা অবহেলায় বাধন ছাড়া হয়
প্রেমে মাতোয়ারা প্রাণেশ চুপটি করে বয়।
বসন্তের ঝরা পাতার জীর্ণ কুঠিরে
হৃদয় গোলাপ বরণে আজব শান্তি ফিরে।

-



ভুলিতে পারি না আমি ধ্যানে বসে,
অতীতের অশনি দহন হৃদয় কে গ্রাসে।
ব্যতিত মনের উজাড় চিত্র স্মৃতিতে আসে,
জানোনা তুমি প্রিয় ক্ষণিকে ব্যথা প্রকাশে।
আশা সুন্দর ভুবনে মাথা উঁচু করে বাঁচতে,
শতঝঞ্ঝায় লাঞ্ছিত বিরহে কান্ত চিত্তে বেচেঁ আছি সাময়িক খড়কুটোর আশ্রয়ে,
ব্যথির বেদন বুঝে না কেহ শুধু চলে মুখ লোকায়ে।
প্রতিবেদনে হারায়ে বাক স্বাধীনতা স্বর্গ সুখে,
অন্যায়ের প্রতিবাদে পাশ ফিরে দাঁড়ায় পথ রুখে।
যাচেয়েছিলাম জীবন ভর কিছুই পাইনি ফিরে,
তবুও চলেছি বার্ধক্যের ঘানি টেনে অবসরে।
ভুলিতে পারি না আমি বিরহের জ্বালা মরি কিসে,
লোকালয়ে আলস্য জাগে চিলেকোঠায় পরিবর্তন আসে।
তুমি জানোনা সখি অতীতের স্মৃতি ঘুম ঘরে আসি,
বাজায় নিদারুণ মিলনের বাশী
উপমাতে দেয় হট্ট হাসি।
আজও ভুলিতে পারি না আমি দুকুলের সনে আকুল অভিনয়,
বাকা নয়ন অশ্রু ঝরায়ে করেছিল অনুকূল বিনয়।
ভালোবাসার বদলে আঁচলে কলংকের দাগ কেমনে আসিল,
আশার ঘরে যবনিকা পতন অচিরে আলোর প্রদীপ নিভিলো।
আজও সযতনে রেখেছিনু তুলে
শুকনো গোলাপ ডালিতে ভরে,
হৃদয়ের কপাট হয়নি বন্ধ দ্বন্দ শুধু নিজেকে ঘিরে মনের ঘরে
ভালোবাসার রং হয়নি ফিকে
চির উজ্জ্বল হয়ে আছে শালুকের বুকে,
ভুলিতে পারি না  অধরা প্রেমের গাথা তাই মরিতেছি অসুখে।

-



এই জন্মের পর আবার হবে কি ভোর
পুনরায় ফিরবো কি তোর ঘরে জননী মোর।
আজব জীবন ক্ষণিকে ভঙ্গুর তবুও অবুঝ
চাওয়া পাওয়ার মাঝে খেলনা ঘর অভিমানে সবুজ।
জীবন্ত দেহ নেয় না খবর ইহ জন্মের রোজ
এই জন্ম পরে পর জন্ম আছে কে নিবে তার খোঁজ।


-



সাপ্তাহিক চতুষ্টয় কবিতা প্রতিযোগিতা
পর্ব- ১৩৯
বিভাগ- চতুষ্টয় কাব্য
বিষয়- উন্মুক্ত
শিরোনাম- নদীর পাড়ে
কলমে- প্রাণেশ রঞ্জন গোস্বামী
তারিখ- ২৪/০৬/২০২৫

জীবন নদীর পাড়ে বসে,
কান্নাকাটি করো কেন মন।
নির্জনে একাকী দর্পণে শেষে,
ভেসে ওঠে স্মৃতির আলোড়ন।

-



আন্তর্জাতিক চতুষ্টয় কাব্য চর্চা পর্ষদ ত্রিপুরা
সাপ্তাহিক চতুষ্টয় কবিতা প্রতিযোগিতা কবিতা
পর্ব- ১৩৮
বিভাগ- চতুষ্টয় কাব্য
বিষয়- উন্মুক্ত
শিরোনাম -প্রস্ফুটিত ঘ্রাণে
কলমে -প্রাণেশ রঞ্জন গোস্বামী
তারিখ -১৬/০৬/২০২৫

কদম ফুলের প্রস্ফুটিত ঘ্রাণে,
প্রেমের আগুন বাড়ায় দিগুণ।
বাসর সাজায় কাহার মনে প্রাণে ,
মিলনের তাড়া অন্তরে জ্বলে আগুন ।

-



শিরোনাম- অনেক স্বপ্ন
তারিখ- ১৬/০৬ /২০২৫
অনেক স্বপ্ন দেখেছি তোমায় আমায় নিয়ে ।
আলো আঁধারে গড়বো জীবন শুধু বিনিময়ে
নিভে যাওয়া প্রদীপ কে সঙ্গী করে ওর ত্রিসীমানায়
স্বপ্ন ভঙ্গে মন আশা ভেঙ্গে গড়ে ভবিষ্যতের অধ্যায়
ভাঙ্গা স্বপ্ন লাগে না জোড়া যামিনীতে দেখা স্বপ্ন রইলো অধরা
কোলাহলে মন মাতাল সম্মুখে হেরি সুন্দরী অস্পরা।
আলো যদি নিভে যায় প্রদীপের কি আসে যায়।
আশার ঘরে নিরাশার বাতি অসময়ে জ্বলে হায়
প্রেরণার স্রোতে মলিনতার অবসান বৈধব্যের পিছুটান
শৃঙ্গারে আলোর সন্ধান এ কেমন আক্ষেপ বিলায় প্রাণ ।
সংক্ষিপ্ত মনোনিবেশ উদাসীনতার পানে অপেক্ষা রয়েছে স্মরণে
কোজাগরী চাঁদের ম্লান আলেয়ায় নিদারুণ স্বপ্নের বাহার কেমনে ।
অযাচিত প্রেম অস্বীকার করে বাহারি পাতায় সংগোপনে ।
দাম্পত্যের কলহের মুক্তি কিঞ্চিৎ আত্ম প্রত্যয় আলিঙ্গনে
ঝরা পাপড়ি নহে তুমি করুণার দয়াময়ী প্রতিকৃতি
তোমাকে জড়িয়ে ভালোবাসা নিজ মনের এই আকুতি।
ভালোবাসার পরশ পেয়ে ধুসর মরু জেগে ওঠে।
দুঃখ দিলে শুধুই তোমার মনের অভিলাষে পথে ঘাটে।  
বসন্তের ঝরা পাতার শিহরণে উদ্ভাসিত প্রেম অনুরাগে ।
কথার চলে বিদ্ধ মনোপ্রাণ নিত্য অভিসারে প্রশ্ন বাণে ভাগে ।

-



আন্তর্জাতিক চতুষ্টয় কাব্য চর্চা পর্ষদ ত্রিপুরা
সাপ্তাহিক চতুষ্টয় কবিতা প্রতিযোগিতা
পর্ব-১৩৭
বিষয় -উন্মুক্ত
শিরোনাম- মন গঙ্গা
কলমে- প্রাণেশ রঞ্জন গোস্বামী
তারিখ-০৯/০৬/২০২৫

কল্লোলে প্লাবিত মন গঙ্গা,
অঞ্চলে আঁচল পেতে বসে।
মানুষের দেহ জরাজীর্ণ মন চাঙ্গা,
পরিস্থিতির মোকাবিলা করার আসে ।

-


Fetching PRG-Quotes. Dada(পরিখা)⭐ Quotes