Prerana Paul   (মনোভাব---প্রেরণা)
3 Followers · 4 Following

read more
Joined 6 October 2020


read more
Joined 6 October 2020
6 JUN 2021 AT 20:58

বৃষ্টি মেয়ে হঠাৎ ভিজে
ধেয়ে আসে স্বপ্নের সিঁড়ি,
মিষ্টি মুখে স্নিগ্ধ চোখে
যেথায় ভাসে জীবন তরী।

-


9 MAY 2021 AT 17:36

ভাবমূর্তি

বসন্তের টানে ফাগুন হাওয়া মনে
ফুলের সুবাস ভরা সকাল ডাকে বনে,
যেথায় দূর দিগন্তে মিশে গেছে মেঠো পথ
জীবন চাকায় ঘুরে অজানা ভাগ্যের রথ।
নিস্তব্ধ দ্বিপ্রহর মাঝে পাখিদের গান
শিশির ভেজা গল্পে লুক্কায়িত প্রাণ;
ছুটে যেতে চাই আলোর আহরনে---
তবুও কেঁদে ওঠে মন দুঃস্বপ্নের শিহরণে।।

-


26 MAR 2021 AT 19:25

মাটি

মা মা বলে শুধাই যারে
সে মোদেরই মৃত্তিকা,
পরখের ছল সহে একাধারে
আছে তারই শীতলতা।

সোনার ফসল ফলে সেথায়
ঠেকাই মোরা তারে মাথায়।
অট্টালিকা শহর গড়ছে বেলায়
একাকী থাকে সে অবহেলায়।।

-


23 MAR 2021 AT 22:28

অগোছালো গল্পেরা আজ পূর্ণ
কাব্যের প্রতীক্ষায় কাগজ জীর্ণ।
কবিতা চক্ষুর ন্যায় প্রতিবাদে মত্ত
ফলস্বরূপ ভয়শূন্য আজ চিত্ত ;
ছন্দই যে কবিতার মূল বস্ত্র ---
কলম যুদ্ধের চেয়ে ধারালো অস্ত্র ।।

-


16 MAR 2021 AT 22:00

জোয়ার-ভাটায় সাক্ষী জীবন তরী।
শত ব্যথার মাঝে বাঁধবো গাঁটে কড়ি ;
নিয়তির খেলায় জীবনযুদ্ধে নামলো আঁধার রাত্রি।।

-


8 MAR 2021 AT 11:00

নানা রূপে নানা সাজে
নারী তুমি অনন্যা;
তুমিই শক্তির নিদান
অধর্মের বিনাশিনী তুমি,
জননীরূপে সন্তান পালক,
ভগ্নি সাজে রক্ষিতা ---
পত্নীবেশে শপথ তোমার
অঙ্গীকার পাশে থাকার।
আজ এই শুভদিনে
লহ মোর শতকোটি প্রণাম।।

-


3 MAR 2021 AT 17:04

ভুলে যাওয়া সময়ের রূপকথা
হঠাৎ উঁকি দেয় মনের স্মৃতিকোঠায়;
অন্তরালে থাকা অভিমানী চুপকথা
রয়ে যায় পুরনো সব গল্পগাঁথায়।

-


14 FEB 2021 AT 12:29

মেঘের ন্যয় হেসে
কোমলতা যায় ভেসে।
সময় যত বাড়ছে
নির্যাতিতা কাঁদছে।


গড়তে চাই এমন সমাজ
থাকবে না ভেদাভেদ
নারী-পুরুষে আর,
একমত হলে হাত বাড়ান সবাই।

-


17 JAN 2021 AT 9:02

শান্তির প্রতীক জুড়ে নামুক আশা
ভেদাভেদে ধরাশায়ী এই সমাজ ---
ভালোবাসায় মিলিত হোক পূর্ণ স্বরাজ।

-


11 JAN 2021 AT 17:36

আকাশপথে সময় ছুঁয়ে ফিরব আমি আবার,
স্রোতের মাঝে হাল ধরে হব ভব পারাবার।
মূল্যবান সুসময় যে আসে না ফিরে পুনর্বার,
তাই হারাবার আশা ছেড়ে আঁকড়ে ধরি বারংবার।

-


Fetching Prerana Paul Quotes