কেউ বলেছিল, 'দেওয়াল হবে আমার?
যতক্ষন আমি ঘুমোবো, তুমি কি পাহারা দেবে জেগে?'
সে দেওয়াল হয়েছিলো!
ঝড় এসেছিল ওর জীবনে,
একের পর এক আঘাত আছড়ে পড়েছিল তীব্র থেকে তীব্রতর বেগে;
সে ক্রমশ ক্ষয়েছিলো, তবু ওকে ভাঙতে দেয় নি কখনো!
ঝড় শেষ।
তাই দেওয়াল ভেবেছিল ভালোবেসে তার গায়ে গ্রাফিতি এঁকে দেবে ও!
কিন্তু একতাল কাদা লেপে দিয়ে ও বলেছিল, 'এত প্রত্যাশা কেন বন্ধু?
তোমায় তো কেউ জোর করে নি দেওয়াল হতে?
তুমি নিজেই দেওয়াল হয়েছিলে, কাদা টুকুই প্রাপ্য তোমার, ভেবে দেখো!
তুলির টান প্রত্যাশায় রেখো না, কষ্ট পাবে!'
দেওয়াল হেসেছিল; সে বুঝেছিল,
তার গাঁথনীতেই বোধহয় ত্রুটি আছে!-
তোমার মতন আমিও Bio-বীয়!
না হয় হলাম জ্ঞানপাপী; তাতে কার কি ক্ষতি?
জ্ঞান বিলোতে আমরা তো একলাফেই রাজি!
অন্যের খুঁত ধরার বেলায় বিচারপতি,
নিজের খুঁত সামনে এলেই উকিল সাজি!-
ভালোই লাগে সাজতে যাযাবর!
ইচ্ছে বাঁধা সাইকেলে হই সওয়ার...
নতুন দেশে বাঁধব নতুন ঘর,
বলব গল্প নিরুদ্দেশ হওয়ার!-
লক্ষী তো সারাবছরই
আমাদের ঘর আলো করে
আসার অপেক্ষায় থাকে!
আমরাই হতভাগা; তাই-
Abortion করে
বারবার ফিরিয়ে দিই তাকে!-
তোমার পাতায় লিখতে দিলে যাকে,
তুমি বরং গল্প হোয়ো তারই!
থাকবে তবু আমার বইয়ের তাকে,
পাঠক হব; নয় কি তা দরকারী?-
অনুভূতি তোর বুঝল না কেউ?
Press করে দিস Share এ!
HD প্রেম Support করে কি
Mp3 Player এ??-
যাদের জন্যে এতকাল লড়ে গেলে,
আজীবন পাশে থাকার গল্প যারা শোনায়,
তারাই দাঁড়িয়ে উঠে স্মৃতি ঝেড়ে ফেলে
তোমায় বন্দি করে ঘরের এক কোনায়!-
গুনবে মাশুল, ফোটালে সে ফুল,
জীবন তো মরুভূমি!
যে নয় তোমার, কোনদিনও তার
আপন ছিলে না তুমি!
চলে যেতে চায়, যে নির্দ্বিধায়,
চলে যেতে দিও তাকে!
ফুরোলে স্বার্থ, যে তৃষ্ণার্ত,
কে তারে বন্দি রাখে?-
অভিমান দামী কতখানি?
বলি তবে, শোনো কানে কানে-
তার উপরই হয়ো অভিমানী,
যে তার মূল্য দিতে জানে!-