অনেক রাত হল, চুপ করে দাঁড়িয়ে আছিস যে,কিছু বলবি?
না,তো..এমনিই দাঁড়িয়ে আছি।
তোকে আমি চিনি টুবাই।যখনই নতুন গল্পের প্লট মাথায় আসে না তখনই তুই এই খোলা আকাশের নীচে এই ছাদে এসে দাঁড়াস।"
"হ্যাঁ রে দিদি,ঠিকই বলেছিস। একটা ভালো গল্পের প্লট বলে দে না রে।"
"তাকিয়ে দেখ, ওই দূরে নীল আকাশে জ্বলছে অজস্র তারা।ওই ভিনদেশী তারাদের মাঝেই,খুঁজে পাবি গল্পের রসদ।"
চোখটা খুলে ফেললো বিখ্যাত লেখক অনীক সরকার।যে আজও প্রতি রাতের মতো, অজস্র তারার ভিড়ে খুঁজে চলেছে তার প্রিয় দিদিকে।অসময়ে কেনই বা নিজেকে শেষ করে দিয়েছিলো দিদি! মা,বাবা,ভাই কারোর কথা কেন মনে পড়ে নি তার! অভিমানী মন আজও তারাদের দিকে তাকিয়ে খুঁজে চলে সেই প্রশ্নের সদুত্তর।
দিদিই যে গল্প খুঁজে নিতে বলেছিলো তারাদের মাঝে।তবে দিদিকে কেন খুঁজে ফিরিয়ে আনা যায় না তারাদের দেশ থেকে! এই জটিল রহস্যের জালে জড়িয়ে যেতো ছোট্ট অনীকের মন,অনায়াসেই লিখে ফেলতো একের পর এক রহস্যে মোড়া গল্প।
-
মনকেমনের গল্পগুলো
আলোর রোশনাই উঠছে সেজে
স্নিগ্ধতার আবেশ
জড়িয়ে রয়েছে বক্ষ মাঝে।
-
হাতের মুঠোয় নীলচে তারা এক আসমানী স্বপ্ন,
আবেগ জুড়ে বুনছে তারা গল্প অল্পস্বল্প।-
যখন অনেকমাস পর কোনো বিয়েবাড়ির নেমন্তন্ন পাই,কিন্তু দুইজন আত্মীয়র বিয়ে একইদিনে।
তখন কোথায় যাবো বুঝতে না পারা আমি,-
দেশপ্রেমে শহিদ যাঁরা, জানাই নমস্কার।
নিঃস্বার্থ আত্মত্যাগ থাকুক স্বরণীয় চিরকাল।-
-"কিরে আমার থেকে দূরে দূরে সরে আছিস যে রুহি?মনখারাপ, আয় আমার কাছে এসে বোস।"
-"নাহ,তুই চলে যা।আমি একা থাকতে চাই।"
ঋদ্ধি প্রায় জোর করেই কাছে নিয়ে বসালো রুহিকে,এখন যে ওর মেন্টাল সাপোর্ট বড্ড প্রয়োজন।
-"কাল রাতে ওরা আমাকে শেষ করে ফেলেছে। আমার শরীরটা..আর কিছু বলতে পারলো না রুহি।অস্ফুট স্বরে বললো,জানিস সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে, কেউ কাছে এসে কথাও বলছে না।তুইও চলে যা।"
-"আমি যে কক্ষণো যাবো না,এইযে তোকে শক্ত করে জড়িয়ে ধরে আছি।"
-"নাহ,ছেড়ে দে আমায়। আমি নোংরা হয়ে গেছি।তুই এখনই চলে যা,আমি যে তোর থেকে অবহেলা কোনদিন সহ্য করতে পারবো না।আর আমাদের সংসারটা নাহয় স্বপ্নের জালেই আবদ্ধ থাক।"
-"আমাদের ভালোবাসার সংসার হবে রুহি। তোর শরীরের সমস্ত খারাপ স্পর্শকে আমি আমার ভালোবাসার স্পর্শে ভরিয়ে দেবো।আর তোর এই খাঁটি মনকে তো কেউ দূষিত করতে পারবে না।তোকে আগের মতোই আমি ভালোবাসি,কোনোদিনও তার পরিবর্তন হবে না।"
-"সত্যিই স্বপ্ন পূরণ হবে ঋদ্ধি?"
-"হবে তো।"ঋদ্ধির ওষ্ঠদ্বয় স্পর্শ করলো রুহির কপাল।ততক্ষণে রাতের আকাশে ফুটে উঠেছে 'ধ্রুবতারা'।
-
সন্ধ্যা নেমেছে বেশ,
ঘরে ফেরার রেশ।
ব্যস্ততা ছুঁয়েছে তাদের,
পথ হারিয়েছে যাদের।
পাখিরা ফিরছে বাসায়,
ডানা ঝাপটানোর শব্দ তাই।
মিলিয়েছে আকাশের রঙ,
বৃথা এই সংগোপন।-
জোৎস্না আলোয় তোমার আকাশ, আজকে ভীষণ দামি
আমার আকাশ কলঙ্কের ভাগী,জানেন অর্ন্তযামী।
-
মিষ্টি রোদের ছোঁয়া
চুপিসারে গল্প বলে যায়।
আজই হাওয়ায়,বুনছে শব্দ
এলোমেলো মনটা থেমে যায়।-