Pratik Saha   (©প্রতীক সাহা)
1.7k Followers · 1.5k Following

EX-NEWS COPYWRITER | EX-HINDI CONTENT LEAD | BRANDED CONTENT CREATOR
Joined 16 January 2020


EX-NEWS COPYWRITER | EX-HINDI CONTENT LEAD | BRANDED CONTENT CREATOR
Joined 16 January 2020
YESTERDAY AT 11:20

এখন সময় উপন্যাস লেখে
আমাদের নির্জন বিছানার গায়ে।
আষাঢ়ে বৃষ্টিস্নাত সন্ধ্যায়
অসংখ্য বৃষ্টিরেখা বয়ে চলে
অসমাপ্ত কবিতায়।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ১০ | লেখক: প্রতীক সাহা

-


YESTERDAY AT 11:10

প্রতিদিন

প্রতিদিন কিছু মূহুর্ত বেশ কাকতালীয়,
তবু সেগুলো যত্ন করেই সাজানো।
ট্রাফিকের লালবাতি, জেব্রা ক্রসিং-
'গোটা দিনের অপেক্ষা'-কে সাবধানতা বোঝায়,
বেনামি প্রিয় মানুষটি
ঘড়ির কাঁটা মেনেই রাস্তা পেরোয়,
প্রতিদিন কত প্রেমের এমনভাবেই প্রাণ জুড়োয়।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ৪৩ | লেখক: প্রতীক সাহা

-


30 APR AT 10:24

গল্পকথক

বইপাড়ার ফুটপাথে
প্রেমের উপন্যাস বিক্রি হয় সস্তায়।
কাগজকুড়ুনি ছেঁড়া চিঠিগুচ্ছ ভরে নেয় বস্তায়।
বইপাড়ায় ঘুরে ঘুরে বৃদ্ধ দম্পতি খুঁজে চলে
প্রিয় লেখকের প্রেমের কবিতাসমগ্র।
ব্যস্ততার ফাঁকে নিয়ম করে
ফোনে স্ত্রী-র খেয়াল রাখে ফুটপাথের বইওয়ালা।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ৩৫ | লেখক: প্রতীক সাহা

-


29 APR AT 20:12

নিত্যনতুন স্ট্যাটাস আপডেটে
সম্পর্ক তৈরি হচ্ছে রোজ।
চলছে কেবল-
ভালোর থেকেও ভালো মনের খোঁজ।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ৩৩ | লেখক: প্রতীক সাহা

-


25 APR AT 17:06

স্বরচিত কবিতার বইগুলো আমার কাছে ভিটেমাটির মতো। কবিতার বইগুলো তাই বড়ই আগলে রাখি। সর্বক্ষণ মনে হয় এ জীবনে আমার স্বরচিত কবিতার বইগুলোই একমাত্র সম্বল। বাড়ি ছাড়া হলে হাতেগোনা বই ক'টা নিয়ে পরম শান্তিতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারব। কেউ আমার বাড়িতে এলে অতিথিকে এক কাপ চায়ের সঙ্গে তার হাতে আমার একটি কবিতার বই ধরিয়ে দি। চায়ের কাপে ঠোঁট ছুঁইয়ে তারা যখন একমনে আমার বই পড়েন। তখন মন হয় এ জীবন সার্থক। সার্থক এ জন্ম।

-


25 APR AT 16:36

আবার এসে দাঁড়িয়েছি সমুদ্রের পারে।
ঢেউগুলো ঠিক আগের মতোই
ভিজিয়ে দিচ্ছে আমাকে।
ঢেউয়ের সাথে আসা রঙিন ঝিনুকগুলো
পায়ের কাছে এসে ভিড় করেছে
ঠিক আগের মতোই।

শুধু নেই-
ঝিনুকগুলোকে ঘরে নিয়ে যাওয়ার সেই মানুষটি।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২১ | লেখক: প্রতীক সাহা

-


24 APR AT 22:15

পাহাড়ি জঙ্গলে অচেনা পাখিদের কোলাহল
জটিল চিন্তাগুলো ভুলিয়ে দিয়ে মন ধরে রাখতে জানে।
তবু তাদের কাছে খুব সহজে ফিরে যাওয়া যায় না।।
এ শহরে এত মানুষ,
চাইলে মানুষের কাছে সহজেই ফিরে যাওয়া যায়।
কিন্তু মানুষের কোলাহল মন ধরে রাখতে জানে না।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২৯ | লেখক: প্রতীক সাহা

-


22 APR AT 10:01

চা বাগানে যে পাহাড়ি মেয়েটি কাজের মাঝে
আনমনা হয়ে হাসছে ভীষণ পাহাড়ি গানে।
সে মেয়েটি চায়ের কাপে
হাজার রকম গল্প তৈরি করতে জানে।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২৭ | লেখক: প্রতীক সাহা

-


21 APR AT 16:49

সন্ধের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঘনঘন,
মেঘ ডাকছে ভীষণ জোরে।
একটু পরে ব্যস্ত শহর খুঁজবে ছাউনি
জোনাকিরাও ছাউনি খুঁজবে অন্ধকারে।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ২৫ | লেখক: প্রতীক সাহা

-


20 APR AT 0:44

আমার বুকে রাখছ রোজ
তোমার গাঢ় সিঁদুরের দাগ,
নিঃশব্দে তুমি বুঝে নাও
নিজের ভালোবাসার ভাগ।

বই: আমার শূন্যতা মর্গের মতো ঠান্ডা
পৃষ্ঠা: ১৫ | লেখক: প্রতীক সাহা

-


Fetching Pratik Saha Quotes