Pratik Parija   (PRATIK)
13 Followers · 5 Following

D.O.B- 29.05.2000
লিখতে ভালোবাসি, যখন যা ইচ্ছে হয় তাই লিখি।
B.com Graduate(CU)
Joined 24 July 2019


D.O.B- 29.05.2000
লিখতে ভালোবাসি, যখন যা ইচ্ছে হয় তাই লিখি।
B.com Graduate(CU)
Joined 24 July 2019
23 OCT 2023 AT 22:43

ছন্নছাড়া জীবনটাকে,
গুছিয়ে দিলে তুমি এসে।
চেয়েছিলাম নতুন করে শুরু করতে,
নতুন মানুষের হতে হাত রেখে।
হয়তো নয় এসব আমার জন্য,
ভালোবাসা যায় না আমায় একটুও।
তুমি সাথে থেকো বন্ধু হয়েই,
প্রেম ভালোবাসা থাক আমার মনেই।

-


22 OCT 2023 AT 22:09

মনের ভেতর দুঃখ যত,
ঠোঁটের কোণে হাসি তত।
হাসি কান্নার শান্ত যুদ্ধে,
উথাল পাথাল মনের মধ্যে।
কিছু চাহিদা অপূর্ণ রেখে,
জীবন চলছে কোনো মতে।
যত প্রেম ভালোবাসা মোহমায়া,
সবকিছুই ব্যর্থ আজ তোমায় ছাড়া।
অপেক্ষা শুধু একটা দিনের,
করবে তুমি আমায় নিজের।।.....😔

-


3 AUG 2023 AT 0:10

তোমার কাঁধে মাথা রেখে,
স্বপ্ন দেখি হাজারবার।
এভাবেই দিন যাচ্ছে কেটে,
তুমি কি কোনো দিনও হবে আমার।
ভালোলাগা ভালোবাসা সবই তোমায় ঘিরে,
চাই না তাকাতে আর পিছু ফিরে।
তোমার হাতে হাত রেখে,
পাড়ি দেবো এক অজানা পথে।

-


25 JUN 2023 AT 19:13

চারিদিকে নেবেছে আঁধার,
কালো মেঘ গর্জন দিচ্ছে বার বার।
ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে।
তোমার সাথে ভিজছি বেশ,
এ যেন এক নতুন আবেশ।।

-


23 JUN 2023 AT 9:57

জীবন কোনো রুপকথা নয়,
অনেক কিছুই মেনে নিতে হয়।
একদিন রাতের ঘুম কেড়েছিল যে,
আজ আমার হাত ছেড়েছে সে।
মুক্ত করেছি ভালোবাসা নামক পাখিটাকে,
বেছে নিয়েছে সে ভালোবাসে যাকে।
সম্পর্কের মায়াজালে আমরা আবদ্ধ।
কিছু স্বপ্ন দেখা আজ সম্পূর্ণ নিষিদ্ধ।

-


17 MAY 2023 AT 9:08

যখন তুমি সবার কাছে অপ্রিয়,
তখন চুপ করে যাওয়াই শ্রেয়।।

-


4 MAY 2023 AT 23:22

চোখটি খুলে সকাল বেলায়,
তোর কথাই আসে মাথায়।
সম্পর্কের নাম নাই বা দিলাম,
ভাগ্যের সাথে নিজেকে মানিয়ে নিলাম।
বন্ধুত্ব হোক বা ভালোবাসা,
উদ্দেশ্য তোর পাশে থাকা।
ভাবতে চাই না বেশি কিছুই,
এইভাবে দিন কাটছে ভালোই।

-


1 MAY 2023 AT 11:06

ভালোবাসা থাকুক মনে,
নাই বা করলাম প্রকাশ সবার সামনে।
সমাজের স্বার্থে বহু সম্পর্কের অবসান ঘটেছে,
ভাগ্যের দোহাই দিয়ে সবাই তা মেনেও নিয়েছে।

আমার মনের অন্দরমহল ই জানে,
তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার মানে।
তোমাকে এখনও নিজের করে পেতে ইচ্ছে করে,
তোমার প্রতি ভালোবাসা থেকে যাবে একই ভাবে।

-


12 APR 2023 AT 0:21

মেঘের কোলে মাথা রেখে,
শান্তি পেতাম চোখটা বুজে।
বাস্তবতাকে আড়াল করে,
স্বপ্নপুরীতে যেতাম চলে।
যেখানে রইবে না কিছু হারানোর ভয়,
নাই বা রইলাম কিছু পাওয়ার আশায়।
জীবন চলবে তার নিজের পথে,
নিজেকে সমর্পন করেছি ভাগ্যের হাতে।

-


9 APR 2023 AT 11:13

নতুন সম্পর্ক শুরুর দিকে,
সবকিছুই তো ভালো লাগে।
একটা নতুন মানুষ,
নতুন ভাবে পথ চলা,
একদিন আবার সব শেষ,
ভাঙবে বুক কোনও এক গোধূলি বেলা।
তার চেয়ে না হয় একাই থাকো,
নিজেই নিজেকে ভালোবাসো।
কাটবে জীবন একাকীত্বের মাঝে,
জং ধরা কিছু স্মৃতির সাথে।।

-


Fetching Pratik Parija Quotes