Pranoy Chowdhury   (Pranoy Chowdhury)
41 Followers · 27 Following

Joined 21 January 2019


Joined 21 January 2019
24 APR 2021 AT 16:00

কান্নার অবসরে সুখের বার্তালাপ শুনতে পাওয়ায় বিষন্ন মন যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে "যাক , বাবা বাঁচা গেল , করোনা গেলো , মাস্ক মুখ থেকে খুলে ফেলা যাবে " তখন করোনা অট্ট হাসিতে বিভোর হয়ে বলে " ভাবলে হবে? খরচা আছে , প্রান চায় , চোখ দিয়ে দেখা চায় সর্বনাশের তান্ডবলীলা" কবিতার সুরে বলে উঠে "থেকে যাবো পৃথিবীর মুখে , কালো দাগের মতো , যাবনা আমি , কাছের মানুষদের খেয়ে নেবো ঘুনপোকার মতো" নতুন সকালের ডাক বেড়ুলে , রাত কালো 🌃 যেন রাহুর মতো গ্ৰাস করলো। লকডাউন হওয়ার পূর্বাভাস ধ্বনিতে মুখরিত হচ্ছে মানুষের পরাজয়।
----- লকডাউন ননসেন্স

-


21 JUN 2020 AT 13:37

I want to walk every step with you my hero
My every milestone starts with you , your words are like orders
Yours silence is pal of quietness , that doesn't suite you
You are my joker , if I cry , you are my teacher if I shy

-


3 JUN 2020 AT 8:08

বুঝলাম এই পরিবর্তনশীল দুনিয়ার বুকে সরল হৃদয় সম্পন্ন মানুষটির বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না তার। এই মহাসাগর জ্ঞাত অতলপুরীতে করোনার অভিশাপ গ্ৰাস করছে।
সেদিন রশিকদার বাড়ির দেওড়ির কড়াতে আওয়াজ করলাম , "ও দাদা , আছো্ নাকি ? একটু বাইরে আসবে." নিস্তব্ধতার অস্থিরতা যেনো সকল ধৈয্যের বাঁধ ভেঙে গেল। অস্থিরতায় Pressure বেড়ে গেল । আবার দরজায় ঘা দিলাম। রশিকদার মা দরজা খুলে দিল। কান্মার সুরে বলল, " কে এলি ? প্রনয় ? তোর রশিকদা আর নেই." খানিকক্ষণের জন্য নিস্তব্ধতার শিকার হলাম। রোগের এই আগ্ৰাসন যেনো সকল আপনজনদের অন্ধকার গহ্বরে তলিয়ে নিয়ে গেল।
মলিন মুখে বাড়ির উদ্দেশ্যে যাত্রা দিলাম। গ্ৰামের ক্লাবঘর এখন রসিকহীনতায় নিমজ্জিত। বাড়ি ফিরে এলাম। কিন্তু মনটা পড়ে রইলো গ্ৰাম বাংলার সেই ক্লাবঘরে

-


28 MAY 2020 AT 17:25

ঘরটা যেন রিমান্ডে পরিণত হয়েছে। সেদিন স্বপ্নে দেখা , কে যেন হেসে বলছে "ঝড় থেমে যাবে" ‌। বিশ্বাস হয়না , তবুও আশায় বসে দিনটার পানে চেয়ে চেয়ে অশ্রু ঝরে। কোচিং এর কথা খুব মনে পড়ছে । সত্যি , স্যারের কাছে মার ও বকা খাওয়ার মজা Live Online Class এ আসে না । বন্ধুদের বিরক্ত করার মজা আর কি বলবো? এই মজা কোনো Live Online Class এ বোধগম্য নয়।
বদ্ধ সেই পড়ার ঘরটা প্রাণবন্ত হয়ে উঠবে , এই বিশ্বাস আছে । কে যেন আজ মলিন কন্ঠে ধোঁয়াশা থেকে আশ্বাস দিলো "আসবো বন্ধু , পূর্ব রূপ ধরে। শুধু অপেক্ষায় থেকো"

-


18 MAY 2020 AT 19:40

`আমি সেই: জাতির হিংসা`

আমি সেই , যে ভয়ের আলোড়ন ঘটায় ,
আমি অভিশাপ , যে সুন্দর জীবন জ্বালিয়ে দিতে পারি।
কোনো কোনো সময় আমি ফ্লু , কোনো কোনো সময় আমি জ্বর ,
সবার উদ্ধে আমি করোনার আতঙ্ক ।।

আমি সেই , উর্ধ্ব শিখর নত করতে পারি,
আমি হিংসার জলন্ত পরিহাস।।
আমি জাতির জাতিতে কলহ , লোভের শিকার,
শান্তির মাঝে আমি অপ্রত্যাশিত ফাটল।।

আমার কোনো রূপ নেয়, আমি শুধু অনূভুতি
বুঝলেও বুঝবে না তুমি , আমার উদ্দেশ্য
আমি মিত্র বিনা শত্রু মনোনয়ি
আমি ধোঁয়াশা , তোমার কাল

~~ আমি ভয় ও হিংসা: অপরিবর্তনীয় সত্য ~~



-


21 APR 2020 AT 14:46

A Smile is like Rainfall
It will make you feel you can become alive
But Can't symbolises how to become active

-


17 APR 2020 AT 13:44

With real FAMILY



Family is the sole which makes you living
It is the resonance of peace with little silent
They don't make you walk, but give rebuke
It is the world of revolution to get love

They wait until your dinner
They are pearls of your happiness and sadness
You don't know how much Arden you are to pay highest tribute to them
Trust me , ask yourself are you fulfil without them??

-


15 APR 2020 AT 12:46

নতুন বছর এলো রে ভাই সব প্রতিক্ষার শেষে
আশা করি বছর শুভ , থাকব মিলেমিশে
ঝড়ে যাওয়া পাতারা বোধহয় নতুন হয়ে আসবে
গাছে গাছে পাখিরা সব নতুন সাজে আসবে

শুকনো ডাল ভরে যাবে হরেক রঙের ফুলে
বছরটা বোধহয় কাটবে ভালো, আনন্দ ফুর্তিতে
নতুন বছর এসো তুমি আগলে তোমায় রাখবো
স্বপ্নরা ঠিক হবে পূরন , কর্মে নিপুণ হবো।

-


29 MAR 2020 AT 18:50

~ डर पापा की~
डरती हू उस इन्सान से जो ,
मेरे सपने में आए।
डरती हूं उस इंसान से जो,
मुझे हंसना सिखाएं।
डरती हू उस इंसान से जो,
जो मेरे दिल में प्यार लाए।
डरती हू उस इंसान से जो,
मेरे दर्द समझें।
डरती हूं उस इंसान से जो,
मेरे जरूरत समझें ।
डरती हो उस इंसान से जो,
मेरे सपने पूरे करने के लिए अपने सपने को अधूरा रह जाने दे।
डरती हू उस इंसान से जो ,
मेरे आंसू पोंछे।
डरती हू उस इंसान से जो ,
‌ मेरे लिए जान दे दे।
डर है इस बात की,
वह इंसान मेरे सपने में आना बना कर दे।।।

~ SRABANTY CHOWDHURY

-


26 DEC 2019 AT 12:32

Never be a man thrown into despair
With the black shadow of himself
But I had fallen suddenly in past
Which I liked so much

I had overlapped that past with much care
But the past didn't ever like me
I saw them as my brother and sister
But what can I tell now? They had killed all my feelings

Now I really mean this , Don't fall in love
Because you will be hurt
Only parents can love you without any wants
The road is as black as my bleak past
Which had neither touch of feelings nor a single car

-


Fetching Pranoy Chowdhury Quotes