বসন্ত আজি পাগল মনে,
প্রেম দিয়েছে উঁকি.....
তোমার চোখে চোখ মেলে আজ ,
মন হয়ে যায় সুখী |
হৃদয় ভরে তোমায় চাওয়া,
তোমায় ঘিরে থাকি.....
পারিকি তোমায় থাকতে ছেড়ে,
নয়ন মাঝে রাখি.....-
তা জেনে লাভ নেই।
আর তাই নিজেকে ভালোবাসুন,
অপর কে শ্রদ্ধা করুন... read more
যত টুকু চেয়েছি তোমায়
জুঁই কাঞ্চন ক্যামেলিয়ায়
সুগন্ধ ঢেলে করেছ বিভোর
ইউক্যালিপটাসের শিখর চূড়ায়
মেতেছে মন নবসজ্জায়
তুমি এসেছ মন মহুয়ায়
বারংবার রাঙিয়েছ যাকে
লেগেছে রং, বসন্তের শীতল সন্ধ্যায়
-
নিঃস্ব আমি ভাবছি জেনেও
সুখ ভরেছে আঁখি জল ।
বক্ষ জুড়ে হৃৎপিণ্ড কাঁপে
তাইতো জীবন কোলাহল ।
শিরায় শিরায় ভীড় জমেছে
যত ভীতু কণার দল ।
সমাজ শুধুই বিষ ঢেলেছে
মস্তিষ্ক করেছে দুর্বল !
বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে দেখি
তুমি আমার মনের বল ।
-
'ক' লিখতে ভাঙছে কলম
গলায় ঝোলে সোনার চেইন ।
সিগারেট টা বেশ লম্বা
টানছে বাবু হচ্ছে কি ?
গাড়ি টা যেনো চকচকে সেই
বস্ত্র যেনো সাদায় মোরা
মনে শুধুই কালোর আবেশ
যায় আসে তাই খেয়ে শেষ ।
দরিদ্র আরও নামছে নীচে
অলীক শ্রী তে ভাসছে বেশ ।
রাজ্যে শুধুই দুর্নীতি ঠাসা
তবুও জোয়ার উন্নতিতেই শেষ ।-
এই জীবন যেথায় জমেছে রেনু
মন মিলনের আঙিনায় ।
করুণ দশায় বাজছে বেনু
মস্তিষ্কে প্লাবিত ঋণের দায় ।
ঝড় বয়ে যায় বৈশাখী বিকেল
পাতা উড়ছে দল বেঁধে তাই
বেজায় খুশি একত্র হয়ে
ঝরেও তারা হেসে ভেসে যায় ।-
চারিদিকে রমময় রুপ মাধুরীর সৌন্দর্যে
আছে নিপুণ বিনিময় সুন্দরে বাঁধিছে সে ।
চন্দ্রলোকের ছন্দে যেনো নৃত্যে আলোকসজ্জা
নবীনতর সন্ধিতে, নেই সাধ্যি কোনো বিচ্ছেদ ।
আকুল দৃষ্টি ভাষার মায়া হয় প্লাবিত অনুভবে ।
তুমি রাগ না তুমি অভিমান, গায়ছে গান এই বসন্তে ।-
মন ঝলমল ভাসছে কমল
শীত কাতুরে বাতাস টলমল
দূর সীমানায় গোধূলি বেলায়
চন্দ্রমল্লিকা মিশেছে আভায়
শিশির ভেজা তৃণ ভূমি
গায়ছে গান শান্ত মনে
রোদেলা আকাশ জন অরণ্যে
উঠছে তেতে গুনে গুনে
লাল মুনিয়া ফিরেছে আবার
হয়েছে সন্ধ্যা ঘরে ফেরার-
ঝরছে কত বারি
পুড়ছে শত শরীর
মাটির বুকে মিশছে যত
নিদ্রা ভরা লাশ ।
অগ্নি সন্ধি যোগাসনে
জ্বলছে হাসি মুখে ।
সব কর্মের শেষ কৃত্য
কি জানি কি জোটে ।
অভূতপূর্ব সাফল্য ভরা
নেই যে কোনো মূল্য ।
জীবন সে তো বন্দী খাঁচায়
শুন্যতার নেই কোনো উদাহরণ ।-
নেই সে সকাল শীতল ভোরে
নেই যে সে বই খাতা ।
হয়না পড়া ঘুম ভেঙে যায়
আবেগ স্মৃতিই মোরা ।
নেই বন্ধু , নেই কোলাহল
নেই সে মুখের ধোঁয়া ।
ফার্স্ট বেঞ্চে বসার রেসে
গেট টপকে যাওয়া ।
নেই যে সেসব চেনা সকাল
নেই সে শীতল হাওয়া ।
হয়না শীতের বনভোজন
কলাপাতা চাল ডিম মিশে যাওয়া ।
-