মোম বাতি তখনই গলে
যখন সলতে পুড়ে যায়,
তাই দেখে,শিখার বুক দুরু দুরু
ভয় পায়,ওদের উষ্ণতায় ।-
লেখে তিন জন ।
খেতে দাও, কিছু দাও,
মুহুর্মুহু টাকা দাও, টাকা দাও
সমাজ দিয়েছে হারিয়ে
পাগলের মত সখ আহ্লাদ
আজ আর নেই, সব গিয়েছে ফুটিয়ে ।
পেট ই সব, ঐটা টান আর ভার
বইতে বইতে, সইতে সইতে -
জীবনের বাকি দিন পার।
মুহুর্মুহু টাকা দাও, টাকা দাও ।
করেছি পন ।
প্রতিজ্ঞা সেকি?
ভুলেছি সেসব কবে ,
হারিয়েছে মান অভিমান
শুধু খেতে হবে, বাঁচতে হবে ।
আমাদের পাশে নেই কেউ আর
রাস্তায় সব আজ ধূলিসাৎ,
দিন রাত,জীবন !! সবই হাত পাতার -
খালি চাও, চেয়ে যাও
মুহুর্মুহু টাকা দাও,টাকা দাও ।
-
মানুষ নিজের সফলতায় যত না সুখ পায়
পরের অসফলতায় সুখী হয় অনেক বেশি ।-
টাকা দিলে তবু মনোবিদ তোমার কথা শোনে, নইলে এই ব্যস্ত জীবনে টাকা দিলেও তোমার মনের খোঁজ কেউ নেবে না, আর অতীতের ব্যথাও কেউ শুনবে না।
-
তেল মাখিয়ে চলতে গিয়েই
স্বার্থ দুনিয়ার সময় শেষ ,,
বিনিপয়সার তেল মাখালেই
সবার তোমাকে লাগবে বেশ ।
-
প্রবঞ্চনা করা টাকে কি ভুল করেছে বলে ক্ষমা করা যায়? ভুলের ক্ষমা হয়, অন্যায় এর শাস্তি হয়, পাপের প্রায়শ্চিত্ত হয়, সব নঙ্গর্থক কাজেরই ফাঁক থাকে, তবে প্রতারণা টা কেও ক্ষমার পাত্রে ফেলা যায়??
সেকি ভুল করে ফেলেছে বলে ছেড়ে দেবো?-
কর্ম ফল যে কিভাবে এই জনমে ভোগ করতে হবে, সেটা হয় তো স্বয়ং পরমাত্মা ও জানেন না !!
( নিজস্ব মতামত )
*ক্যাপশন এ চোখ রাখুন-
প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, বিজয়ের পথকে সুগম করে নাকি দুর্গম করে?
(নিজস্ব মতামত)
*ক্যাপশন পরিলক্ষ্যনীয়-
বন্ধু মহলে যে ছেলেটা
স্বার্থ ছাড়া নড়েনা,
পারিবারিক কর্তব্যতে
সেও হাল ছাড়ে না ।
-