সল্পায়ু বর্তমান শুন্যতার আঁচে
নিমগ্ন স্বপ্ন নিশ্চিন্তে কবরে বাঁচে ।-
স্রষ্টা হারিয়েছে ভীষণ অন্ধকারে
ভূমিকম্পের শিকার রুষ্ট বর্তমান
আজীবন নিষিদ্ধ নষ্টের মহড়ায়
একাধিক বার জমেছে ক্ষত
হারিয়ে ফেলেও পাওয়ার নেশা
ভারসাম্যহীন জীবনে পুরোটাই সর্বনাশা
-
নিরালা নিশুতি নিপীড়িত রাত
সিক্ত ঠোঁটের কোণে নিকোটিনের ছাপ
বিষবাষ্পের ধোঁয়ায় সমাচ্ছন্ন নিষ্পাপ স্বপ্ন
উপসংহারে অন্ত:শেষ নিক্ষেপিত ফিল্টারের টুকরো ।-
প্রেমের ম্যাট্রিকস আর হয়না সোলভ ,
পাওয়ার প্রবাবিলিটি টাও বড্ড জটিল ।
বৃত্তের পরিধিতে জীবন আটকে গেলে
বাস্তবতার মিন মিডিয়াম মোড বেজায় কঠিন ।
-
সন্ধ্যে নেমেছে ক্লান্ত শরীরে
রঙিন জীবন ধাঁধায় বাক্সবন্দী
নিকোটিন কষেছে লেনদেনের অঙ্ক
ঠোঁট চেয়েছে বিষবাষ্পের ফিল্টারের গন্ধ ।
-
লেখালেখির সঙ্গে সম্পর্ক ছিল না কিন্তু লকডাউনের দৌলতে লেখালেখি সঙ্গে সম্পর্কটা তৈরী হয়ে গেছে । লিখতেও পারতাম না আগে । ভাবতাম সবাই এত্তো ভালো লিখতো কি করে ,সবার লেখা যথাসাধ্য পড়ার চেষ্টা করতাম !! অনেক ভালবাসা পেয়েছি এই প্লাটফর্ম থেকে ।অনেক নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে ।এই পরিবার থেকে কিছু প্রিয় দাদাভাই ,দিদিভাই ,বন্ধু ,বোন পেয়েছি । কিছু প্রিয় মানুষের লেখা তো আমার অত্যন্ত প্রিয় তাদের লেখা না পরলে দিনটাই ফাঁকা ফাঁকা লাগে ।
এই প্লাটফর্ম থেকে একটা ভীষন প্রিয় কাছের মানুষকে পেয়েছি!! প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে আলাপ হয় বেশ ভালো লাগে ! সব কিছুর জন্য yq এর কাছে ঋণী।।🤗🤗🤗😊😊💛💛💛💛-
সময় বয়ে চলে নদীর স্রোতের মতো
সমস্ত বাঁধ ছিন্ন করে অবিরত ।
মানেনা কোনো বারণ ,
করে না কারোর প্রতীক্ষাক্ষণ।
পড়ে থাকে কিছু আবেগ ভালোবাসা
নদীর রুক্ষ শুষ্ক বালুচরে ।
সমস্ত কিছু বয়ে যায়
সেই অজানা স্রোতের টানে !!
পুরোনো কিছু স্মৃতি চাপা
পড়ে নতুনের অবহে ।
একদিন সব শক্তি হারিয়ে
মোহনার তটে মিশে যাবে !
-
ভালোবাসি তোকে অনেক বেশি
যার হয়না কোনো মাপক কাঠি!!
প্রেমের পারদ দিয়ে উষ্ণতা মাপি
উষ্ণতার পরশে চূর্ণ বিচূর্ণ আজ পারদখানি।
জানিনা তুই কোনদিন বুঝবি কি না ??
হাজারও কষ্টের মধ্যে তীব্র তোকে কাছে পাওয়ার উত্তেজনা
অজানা অনুভূতিরা অগ্নিভস্মের মতো উতলে উঠে !!
ব্যর্থতার সীমা ছাড়িয়ে দূর দিগন্তের ছড়িয়ে পড়ে ।।
তোর দিশা খুঁজে খুঁজে আজও তারা ক্লান্ত দিশেহারা।
-
আবছা হয়েছে বন্ধুত্ব ,ভালোবাসা হয়েছে ফিকে
ক্লান্ত দুপুরে সুপ্ত নিকোটিনের লালচে আভা উঠেছে জেগে !-
বদ্ধ জানলা দিয়ে পৌঁছায়নি সুখের আলো
বেরঙিন স্মৃতির মাঝে একাকীত্বের নিকোটিন বড্ড ভালো /-