শ্রাবণ আদরে সিক্ত কেশ প্রেমিকার রিক্ত পিঠে যে জলকণার চিত্র গড়ে তারই মাঝে মুক্তা মোতির খোঁজ জানান দেয় তুমি প্রেমিক বটে...
-
ঠিকানাহীন চিঠিতে অভিযোগের নকশাল মানায় না,
তাতে ভীরুতার প্রকাশ হয়।
সেদিন বৃষ্টি এসেছিল,
কথা দিয়েছে মেঘেদের ঠিকানা এনে দেবে।-
You know
if I bring that fruit again
he can make the same sin
again and again and again...
– Sohag ❤-
অঝোর ধারার বৃষ্টি মাঝে
তোর জন্য একটা রামধনু সাজাবো,
কখনও যদি গল্পরা ফুরিয়ে যায়
মুঠো মুঠো রূপকথা রেখে যাবো,
নামলে নামুক না অন্ধকার
আমি চাঁদমামাকে ডেকে দেবো,
দিনের শেষে তুই তো আমার সুখ প্রদীপ
আমার আদরের স্বর্ণাভ।
-
যারে যায় না আটকে রাখা
বাঁধিস না আর তারে,
ঠিক একদিন বাঁধন ভেঙে
ছুটব তেপান্তরে।
-
তুই যে চরিত্রকে নিয়ে বিতর্কে নামিস
আমি সে চরিত্রের প্রেমে পড়ি।-
সাহস থাকলে তবেই ভালোবেসো,
বেশ বুঝে নেব যদি সাহস করে গল্প লেখো,
ভয় নেই, আমি বানান ভুল ভালোবাসি।-
শ্রাবণ নামেনি পাহাড় বুকে,
শহর জুড়ে বিজ্ঞাপন,নিখোঁজ দুটো ডাকনাম।
শুনেছি মন ভোলাতে আসেনি রোদ্দুর
তাই মেঘের নাকি অভিমান।-