...মিথ্যের ঘুন কুরে কুরে খায় ,
রঙ্গের ভিড়ে মুখোশ সাজায়
কালি কলমের বিদ্রোহ দামামা বাজায়
মুখরা দের বিবেক;
তীরের মত বিঁধছে চেতনাময়।।
-
✔️ ভালোবাসা বলতে গেলে এই লেখালেখি,আঁকা আর গান গাওয়া ... read more
- যে মেয়েটা বাড়িতে নিজে থেকে কোনোদিন এক গ্লাস জল নিয়ে খেত না , সেও একদিন ডাক্তার হয়ে ২৪ ঘণ্টা অন ডিউটি পালন করে ।
- যে ছেলেটা ক্লাসে অত্যন্ত শান্ত থাকত , সেও একদিন ভিড় মেট্রো তে ক্লান্ত, ঘর্মাক্ত হয়েও অফিস করে।
--- আসলে আড়ম্বর করে মানুষ কে কিছু শেখাতে লাগে না, লাইফ সবকিছু শিখিয়ে দেয় একটা সময়।।
---- যে এগিয়ে যায় সে successful আর যে পারে না সে looser সমাজের নিয়মে ..
-
ছাতার তলায় কেমন করে পাহাড় দেখায়....
ওরা ভাজায় ,ওরা ডোবায়
আমার আকাশ মেঘে তো ঢাকেনি
ভালোবাসা ভাসা ভাসা
শব্দরা নিঃশব্দে কথা বলে
আয়নায় দেখা যায় -
স্বপ্ন ভাঙা পোকা
অসময়ের করুন পতন , যাতে না কেউ খুবলে খায়।
আয়নায় ছবিটা ঝাপসা হলেও
বোঝা যায়.....-
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন" এর সুরে
ক্লান্ত কৃষক ভরসা বাঁধে " ওরা কাজ করে" কলরবে
"হিয়ার মাঝে"লুকিয়ে রাখা ভালোবাসার ডোরে
"মেঘের কোলে " রোদের হাসি রবির গানের ভোরে;
এই রবি তো উদয় হয়, অস্ত নাহি জানে....
রবির মাঝে কবির ছবি রহিবে বাঙালি প্রাণে।।-
নৈশব্দের শব্দ....
সুর , তাল , সরগমের লুকোচুরি;
চিনতে আর চেনাতে গেলেই হুমড়ি
প্রতিটি রোমকূপে, বারুদ।
অজুহাত অনন্ত...
নদী যদি গতিপথ বরাবর যায়;
খাদ নয়,
জ্বলন্ত , অব্যক্ত ....-
২৫ এ বৈশাখ কি ২২ এ শ্রাবণে,
তুমি বাঙালির মনে প্রাণে
হিয়ার মাঝে প্রস্ফুটিত মুকুলের সুবাস
আলোয় আলোয় মুক্তির এক সুবিশাল আকাশ;
"ওরা কাজ করে" তোমার "হারব না " সুরের বাণীতে
দ্বন্দ্ব ভুলে বাঙালি মননে" তুমি রবে নিরবে" - র ধ্বনিতে।।
~ শ্রী-
নিবিড় প্রেম,
বিনি সুতোর টান, আঁকরে ধরতে চায়
হিয়ার মাঝে লাবডুব শোনা যায়
নির্বিশেষে একাত্ম উজানের টানে....
আমি শুধু তুমি, তুমি শুধু আমি।।
মিশতে মিশতে মিশে যাই
ঘুরতে ঘুরতে পেঁচিয়ে যাই
আঁতকে উঠি, নিম্নচাপ অযৌক্তিক
হৃদয়ে হৃদয়ে কোলাকুলি,
সময় রা আঁতকা তোলে...
বিরবির , ভুল বকে।।
গোঙানি আছড়ে পরে,
রজনীগন্ধার গন্ধের আয়ু বাড়ে,
ক্লান্ত, চোখ বোজে।
শরীরটা তখন হাড় কাঠ;
হৃদয় শুধু হৃদয়ের উঠোনে কোলাকুলি করে।।-
কলমের শাসন বোধ হয় সেগুলো প্রকাশ করায়,
আবেগের বেড়াজাল টপকে রোজ একটু একটু করে খুনিদের হাতছানি।।
যা কিছু বলার থাকে, বলা হয়ে ওঠে না।
কিছু কথা অপ্রকাশিত থাকাই ভালো,
ভুল বোঝা, টানা পোড়েন, শেষে নিজের খুন।
যা বলার ছিল , অনুভূতি ছিল...
সেগুলো বালিশের কান্না হয়ে ঝরে পড়ে
মাঝরাতে.....।।-
রাত থেকে ভোর, আলাপচারিতায় ব্যস্ত দুটো মন,
ক্লান্তি দের তুড়ি মেরে হারিয়ে দিত ঘুম।
বদল, সময়ের আক্রোশ, স্মৃতির বিসর্জন।
হারিয়ে গেছে কলমি শাকের আকর্ষ, স্তব্ধতা।
কত কিছু বদলায়, হারিয়ে যায়, হারিয়ে যেতে হয়।
ডার্ক সার্কেল দের চোখ রাঙানি ,
রাতের একাকীত্ব চুমুকে চুমুকে উপভোগ করে।।-