পাগল আর পাগলামির ঝলকে ভালোবাসা তার অস্তিত্ব হারায়।
-
I love to write what my mind say
So I write.....মৃদু আস্ফালন ... read more
দীপ্ত চোখের চাউনি আজ অতীত আকড়ে বাঁচতে চায়
সব যে শুধু কল্পনার লুকোচুরিতে লুটোপুটি খায় ।-
স্বপ্ন আজ মেলেছে ডানা, রূপকথার
ব্যঙ্গমা-ব্যঙ্গমীর ন্যায় ,,,
বাস্তব তাই দিচ্ছে হানা, কোঠোর অভিপ্রায় ।
ক্লান্ত পথিক রাস্তায় আজ অবসন্ন তার দৃষ্টি ,
একি তার অনাবিল সৃষ্টি ।।
এক মেরূতে ভালোবাসা ,অন্য মেরূতে আসা
যুগপৎ করার চেষ্টায় আজ সে নিরাসক্ত
নিদারুন বৈশাখী আজ ক্রূদ্ধ ,নিশ্চিন্ন মনুষ্যত্ব ,
স্বপ্নের ভালোবাসা আজ ছিন্ন দলিলে পরিনত ।।-
হায় রে ক্লান্ত পথিক !! বৃথা খুঁজো উদকুম্ভ মরিচিকার মাঝে ,,,একাকী উঠাও কদম অগ্নিসম তপ্ত জীবনমরুতে ।।
-
মোমের শহরে ,অবিশ্বাসের কালোছায়া ..
আজ প্রতারিত ,,,,
তাকে বদলে দিতে অনেক অনিশ্চয়তার দোলনায় দোলায়িত সম্পর্ক চিন্তিত ।।।-
ভালোবাসার প্রদীপ নিয়ে দুয়ারে দাঁড়িয়ে প্রতীক্ষারত,, ,
প্রদীপের জলন্ত শিখায় পুড়বে তোমারি স্বপ্ন নিয়ত।।-
অতীতটা তোমার বড়ই কঠিন ,
ঠিক পাইনি তোমায় খুঁজে ।
জানতে চাইলে তলিয়ে অতল গভীরে,
জানিনা কোন মায়ার সুতোয় গেছি জড়িয়ে।
কোন রূপে কোথায় কখন ,
বহুরূপী তুমি যখন যেমন।
চাহিলে তোমার নয়ন পানে,
বুঝি শুধু অধিক ভাষা লুক্বায়িত তব চিন্তনে।
গ্ৰহন কর সকলের ব্যথা বেদনা,
কোনো মানুষেরে দেখাওনি তব অন্তরের কান্না।
কভু করিতে পারি নাই কিছু ,
থাকি মুখটি বুঝে শুধু।।-
হারিয়েছো আর খুঁজে কী
পাবে কোনো নিভৃত বসন্তে?
গল্প পড়িবে একাকী,
আমারে বানিয়ে রাতজাগা জোনাকি।-
পৃথিবী ছেয়ে যন্ত্রসভ্যতার বিষবাষ্পের বৃষ্টি ,
হিংসা আর লোভেই হয়েছে সৃষ্টি ।
শুরু করেছে সে কাড়াকাড়ি ,
বুঝতে চায় না সে ক্ষতি করছে কার।
বাস্তব কল্পনা গেছে তার উড়ে ,
ভিতরে সে নিশ্চিত পুড়বে পরে।
নিকোটিন আর টাকা হয়েছে তার সাথী,
একদিন সে হবে দিশাহীন পথযাত্রী।-
বাহ্য কল্পিত রঙ
অন্তরের নিবিড় রঙে দেয় হানা।
পাল্টে যাচ্ছে মানবিকতা
ও
মনের ভাবনা ।-