পিপিলিকা  
269 Followers · 171 Following

Joined 6 June 2021


Joined 6 June 2021

১৩ই সেপ্টেম্বর ১৯১০ সালে কবি ও সুরকার রজনীকান্ত সেনের মৃত্যু।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ জীবনে বহু কষ্টের মৃত্যু!
তুমি নির্মল কর মঙ্গল করে,,,
গভীর শ্রদ্ধায় ভগবানে প্রাণ ভরে ,,,
সারা জীবন প্রার্থনা করে তনু মন প্রাণ সঁপে
বঙ্গজননীর সু সন্তান জীবন যুদ্ধে পরাজিত শূন্যে!

-



হারানোর ভয়
হারানোর ভয়?
দুরু দুরু করে হৃদয়,,,
মানুষ মমত্ববোধ হীন,,
ছড়িয়ে স্বপ্ন রঙিন,,,
প্রাণীদের নিধন যঞগ,,
নির্দ্বিধায় চালাচ্ছে দ্বিগুণ,,
প্রকৃতির চরম রোষানলে,,,
একদিন পাবে না খেতে ব্যাসনে বেগুন গুলে,,!!

-



১. একটি আরশোলার দুপাশে ভেসলিনের প্রলেপ দিয়ে ছেড়ে দিলে তার কোন জৈবিক ক্রিয়ার ব্যাঘাত ঘটবে এবং কেন?
উঃ,,, আরশোলাটি শ্বাসকার্য চালাতে পারবেনা। কারণ তার দেহের দুপাশে অবস্থিত শ্বাসযন্ত্র গুলি বন্ধ হয়ে যাবে।
২. একটি রুই মাছের মুখটিকে ফাঁক করে উভয় চোয়ালের মধ্যে একটি কাঠি লাগিয়ে মুখটিকে হাঁ করে রেখে জলে ছেড়ে দিলে মাছটির কি অসুবিধা হবে?
উঃ,, মাছটির শ্বাসকার্য এ অসুবিধা হবে, কারণ মাছ মুখ দিয়ে জল গ্রহণ করে কানকো দিয়ে জল বার করে। এই সময় ফুলকা গুলি জলে নিমজ্জিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল ও রক্তজালকের রক্তে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। মুখ বন্ধ করতে না পারলে মাছ জল গ্রহণ ও ত্যাগ করতে পারবে না।
ফলে শ্বাসকার্য বন্ধ হয়ে যাবে।

-



১. লেণটিসেল কাকে বলে?
উঃ,, বৃক্ষ ও গুল্ম জাতীয় উদ্ভিদের কান্ডের ত্বকের বিদীর্ণ রন্ধ্রে গুলিকে, লেণটিসেল বলে।
২.অ্যালভিওলাই কাকে বলে?
উঃ,, ফুসফুসের যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত জালিকা পরিবেশিত বায়ু প্রকোষ্ঠ এ গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে তাদের অ্যালভিওলাই বলে।
৩. প্রশ্বাসকিয়া ও নিঃশ্বাস ক্রিয়ার সঙ্গে যুক্ত পেশীগুলির নাম কী?
উঃ,, প্রশ্বাস ক্রিয়া,,,, মধ্যচছদাও বহিঃস্থ আনতর পঞজাসিথ পেশী।
নিশ্বাস ক্রিয়া,,মধ্যচছদাও ও অন্তঃস্থ আন্তর পঞ্জরাসথি পেশী।

-



উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য।
উদ্ভিদ কোষে প্রাচীর থাকে।
প্রাণী কোষে প্রাচীর না থাকে।
উদ্ভিদ কোষে সেনটোজোন সাধারণত না থাকে।
প্রাণী কোষে সেন্ট্রোজোন সাধারণত থাকে।
উদ্ভিদে পরিণত কোষে ভ্যাকুওল সংখ্যায় কম এবং আকারে বড়
প্রাণীতে পরিণত কোষে ব্যাকুল থাকেনা অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো নয় বড়।

-



ধ্রুবতারা বাঙালি অধ্যাপক
বাঙালি অধ্যাপক সেনহাশিষ ভট্টাচার্য
বিবেকানন্দের আদর্শ রূপায়ণকারী মহার্ঘ্য।
দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়
শ্রদ্ধেয় অধ্যাপকের বিরুদ্ধে 52 টি অভিযোগ এনেও
পড়ুয়াদের প্রতি ভালোবাসা গভীর একাত্মবোধেও
কলিযুগে দুর্লভ
সিংহ গর্জনের দর্প,,,
পড়ুয়ারা মাস গেলে পাঁচ হাজার টাকা পেত, পরে কমিয়ে কর্তৃপক্ষ
৩হাজার থুথু গিলে আন্দোলনে চার হাজার টাকা,, নিয়ে ছাত্র পক্ষ
ভগবান তুল্য চাকরি থেকে বরদাস্ত হলেও মনের গভীরে রেখাপাত
করে যায়-যুগ যুগ ধরে ধ্রুবতারা হয়ে ছাত্র গগনে রবে জলপ্রপাত!!

-


YESTERDAY AT 13:32

১.কোহল সন্ধান কি?
উঃ,, যে প্রক্রিয়ায় গ্লুকোজ দ্রবণ ইস্ট নিঃসৃত উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে অল্প পরিমাণ তাপ শক্তি এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে এবং দ্রবণটি গেজে যায় তাকে কোহল সন্ধান বলে।
২. পেশীর ক্লান্তি কি?
উঃ,,, যে প্রক্রিয়ায় অতিরিক্ত পরিশ্রমের সময় বেশি কোষে সন্ধান ক্রিয়ার ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় উৎপন্ন হয় ফলে পেশী অবসন্ন হয়ে পড়ে তাকে পেশীর ক্লান্তি বলে।

-


YESTERDAY AT 12:24

বিশ্ব মনসংযোগ দিবস
বিশ্ব মনসংযোগ দিবস? মন মন্দিরকে করতে বশ?
নিত্য প্রয়োজনীয় অত্যাধুনিক মানুষের,,,
কিন্তু মনছে কে? অফিসের চাপ, মোবাইলের তাপ?
সবুজ গাছের দিকে তাকিয়ে মন স্থির করার ,,,!
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে পূজা করা সেবা সদনে?
চোখ বুজিয়ে আধঘন্টা অস্থিরতার ধীর করার,,,
শ্রুতি মধুর গান? রোগ সারানোর নির্বাণ?
টেস, কোলস্টেরল রোগ নির্ণয়ের,,,,
ধারাপাত নিজের কাছে নিজে বেঁচে থাকতে হলে ধরাতে
ভেবে দেখার দরকার সবার!

-


YESTERDAY AT 11:51

১২ই সেপ্টেম্বর ১৮৯৪ সালে সাহিত্যিক বিভূতিভূষণ ব্যানার্জির জন্ম।
পথের পাঁচালী গল্পের রূপায়ণে সত্যজিৎ রায়ের বিশ্ব বিখ্যাত কর্ম।
অশরীরী, শিকড়ের টানে
অভিমানী, চাউল, ঝগড়া গল্পেতে,,,
বাঙালির চিরকালের অন্তঃকলহ মধুর সংলাপে
অপু দুর্গার কাশ ফুলের রেল লাইনের ধার ঘেঁসে চাপা রেল সেটে!!

-


YESTERDAY AT 11:31

১. স্ফুটন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উঃ,,১. তরল পদার্থের প্রকৃতি। ২ তরলের উপর চাপ।
৩. তরলের বিশুদধির উপর ।
কোন তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করার সময় থার্মোমিটারের
বাল্ব টিকে তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয় না-তরলের একটু উপরে তরলটির বাষ্পের সংস্পর্শে রাখতে হয়।
২. সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কেন?
উঃ,, এর কারণ হলো হারাদিন সূর্যের তাপ পেয়ে ভূপৃষ্ঠ গরম হয়ে ওঠে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ও গরম হয়ে ওঠে।
ভূপৃষ্ঠ ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লাগে।_সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ভূপৃষ্ঠ ঠান্ডা হয় না। ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা শিশিরাঙকের নিচে নামে না। তাই সন্ধ্যাবেলায় শিশির পড়ে না। কিন্তু রাত্রে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ক্রমশ ঠান্ডা হতে থাকে বলে ওর সংলগ্ন বায়ু ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং একসময় শিশিরাঙ্কের কম তাপমাত্রায় এসে যায় তখন শিশির পড়ে।

-


Fetching পিপিলিকা Quotes