আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
১৭ ই জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কবে হবে বিচারের রায় দিবস?
বিচারের প্রত্যাশায় মানুষ যাচ্ছে মরে,,,,,!
মানবাধিকার কমিশনের বিচার চেয়ে? জল পড়ছে চোখ বেয়ে
বিচারপতিকে বিচার কখেই অপমান করে,,,,!
বিচার মনপুত না হলে মুখোশ যায় খুলে
কবিগুরুর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে!!
Case no- 1867/25/22/25SHRC, West Bengal কোথা গেল?
ডুবল কি ডুবুরির ফাঁদে?
নির্মম দিশাহারা জীবনে? গেলে কি পাবো শ্মশানে?
মৃত হয়ে থাকবে কি ফাইলের ফাঁদে?-
পরিপাক ও বিপাকের পার্থক্য
পরিপাক জটিল যৌগ ভেঙে সরল যৌগ গঠিত হয় ।
বিপাক সরল যৌগ থেকে দেহজ জটিল যৌগ গঠিত হয়।
প্রোটিন--অ্যামাইনো অ্যাসিড
অ্যামাইনো অ্যাসিড,,, দেহজ প্রোটিন।
পরিপাক শক্তি, নির্গত প্রক্রিয়া নয়।
বিপাক শক্তি নির্গত প্রক্রিয়া হয়।-
Balanced diet
Food and energy metabolism
Carbohydrate metabolism.
Protein metabolism fat metabolism
Protoplajom.-
উৎসেচক ও অনুঘটকের পার্থক্য
উৎসেচক একরকম জৈব অনুঘটক।
অনুঘটক একরকম অজৈব অনুঘটক
উৎসেচক বিক্রিয়া অনুসারে বিভিন্নভাবে বিভক্ত।
প্রধান তিন প্রকার,,, জারক, বিজারক, পাচক উৎসেচক ভক্ত।
উৎসেচক সজীব কোষে বিভিন্ন জৈব রাসায়নিক নিয়ন্ত্রণ করে।
অনুঘটক রসায়নাগারে বিভিন্ন অজৈব রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে।-
ব্রিজ
ব্রিজ সভ্যতাকে করছে ফিনিশ!
ভেঙে গেলেই এ ওর ঘাড়ে চাপিয়ে দোষ
প্রযুক্তিবিদ্যার আরোপে হয় মানুষ মিশ!!-
নুন খেয়ে গুণ,,,,!
নুন খেয়ে গুন শেষ হলো সেদিন
আইসি এম আর এর ন্যাশনাল ইন্সটিটিউট অফ এ পি ডেমির বিজ্ঞানীরা
হু এর নির্ধারিত মানের তুলনায় প্রতিদিন অনেক বেশি নুন খায়
গড়পড়তা ভারতীয়রা!
নিস্তব্ধ মহামারী বলে অভিহিত নুনে রোগ অতিরিক্ত
বিকল্প পরামর্শের চিন্তা,,,,!
হুঁ প্রতিদিন পাঁচ গ্রামের কম নুন খাওয়ার পরামর্শ ভাবার
করতে বলেছেন অগত্যা।
রিপোর্ট অনুযায়ী শহরে ৯.২ গ্রাম নুন খান গ্রামে ৫.৬ গ্রাম ীণ খান
কম সোডিয়ামযুক্ত নুন খেতে,,,,!
রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকবে হৃৎ যন্ত্রের অবস্থা ভালো থাকবে
ভারতীয়দের বলেছেন নিজেকে চিনতে।
অতিরিক্ত নুন নীরবে মানুষকে করে খুন
বাজারজাত অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যে,,,,
মেশানো থাকে নুন তাই ঘরে ব্যবহারের দরুন
চিন্তাভাবনা করে পুরবেন মুখে!
আইসি এম আর এম আর এই বিষয়ে সাধারণ মানুষের বারবার
সচেতন করছেন সমীক্ষা দেখে দেখে।-
বৃষ্টি যেমন
বৃষ্টি যেমন সৃষ্টি ও তেমন
আকাশের চোখে লঙ্কা গুঁড়ো,,!
তমসা ঘনঘোরা বিধবার চোখে সধবার ঘোড়া
১৬ ই জুলাই তারিখে বিদ্যাসাগর খুড়ো,,,!
লড ক্যানিং কে দিয়ে আইনে কেউ কেউ বলে ২৬ শে জুলাই দিনে
গৃহ বন্ধন থেকে উডডিন মুক্ত গগনে।!!
কত পরকীয়া দুহাত তালি দিয়া
একাকীত্ব কাটিয়ে আনন্দ মগনে,,,!
শিক্ষা চেতনা বিজ্ঞানে ডাক্তার কবিরাজ রাজনীতির গগনে
আই সি এস, আইপিএস চিন্তা সরণিতে,,,
অত্যাচারের রূপ পাল্টে বৃষ্টির ঝাঁট উল্টে
প্লাবনের ক্ষিপ্রতাতে,,,,!
ওষ্ঠাগত, সদিচ্ছার আদালতে বন্দী দশাতে
সামিল মুক্তির মিছিলতে,,,,,!!-
সালোকসংশ্লেষ ও অঙ্গার আত্তীকরণের পার্থক্য।
সালোকসংশ্লেষ আলোকের নির্ভর প্রক্রিয়া।
অঙ্গার আত্তীকরণ আলোক নিরপেক্ষ প্রক্রিয়া।
সালোকসংশ্লেষ কেবল ক্লোরোফিল যুক্ত কোষে ঘটে।
অঙ্গার আত্তীকরণ যেকোনো সজীব কোষে ঘটতে পারে বটে।
সালোকসংশ্লেষে শক্তি উৎপন্ন হয়
অঙ্গার আত্তীকরণে শক্তি উৎপন্ন না হয়।
সালোকসংশ্লেষে সৌরশক্তি ব্যবহৃত হয়ে গ্লুকোজ সৃষ্টি হয়।
অঙ্গার আত্তীকরণে জৈব যৌগে সৌরশক্তি ব্যবহৃত না হয়।-
অবস্থার পরিবর্তন
Change of state
পদার্থ তিন রকম অবস্থায় থাকতে পারে--কঠিন তরল গ্যাসীয়।
পদার্থের উপর চাপ প্রয়োগ করলে অবস্থার পরিবর্তন হয়।
যেমন,, বরফ হল কঠিন পদার্থ,
উত্তপ্ত করলে বরফ তরলে পরিণত পদার্থ।
পদার্থের অন্য দুটি অতিরিক্ত অবস্থা,, প্লাজমা ও অতি তরল অবস্থা।
প্লাজমা অবস্থায় পদার্থ সম্পূর্ণ আয়নিত উচ্চ উষ্ণতায় পদার্থ অবস্থা।
-
পারমাণবিক শক্তির অন্য শক্তিতে রূপান্তর।
পরমাণুর কেন্দ্র ভাঙ্গলে প্রচুর তাপ উৎপন্ন হয়।
এইভাবে পারমানবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
পারমাণবিক শক্তি ও শব্দ শক্তি
যান্ত্রিক শক্তি ও শব্দ শক্তি
সূর্য একটি বিশাল জলন্ত গ্যাসীয় গোলাকার পিণ্ড
পৃথিবীর প্রয়োজনীয় শক্তির জন্য সূর্য গুরুত্বপূর্ণ দণ্ড।
-