Pintu Majumder   (Pintu Majumder)
1 Followers · 1 Following

Joined 30 January 2021


Joined 30 January 2021
23 OCT 2024 AT 21:36

আমি বিমুখ বলতে পারিনি আজও তোমায়,
কতটুকু ভালোবাসি বুঝলেনা আমায়।
আমি হারিয়েছি সময়ের ঘোরে ,
স্বপ্নো ভেঙেছে খুব ভোরে ।
তুমি হতাশ লেখা হয়নি কাব্য তোমায় নিয়ে।
কতনা উপন্যাস লেখা এই মনের গভিরে।।
তুমি জানতে পারোনি , তুমি বুঝতে পারোনি।

-


20 OCT 2024 AT 8:36

রোজ করছো হৃদয় চুরি,
হৃদয় ভাঙছো ভুরি ভুরি ।
ভোগছে দেখো কতো আশিক বিষণ্নতায় ।
নেই তো তবুও তোমার দোষ,
তুমিও তো শিকার ক্লেপটোম্যানিয়ায়।।

-


19 OCT 2024 AT 22:14

-:জীবন:-

শৈশবে করে রব,
বয়ঃসন্ধিতে চিৎকার।
প্রাপ্ততে অতৃপ্ততা-
বৃদ্ধকালে সৎকার।
ঘুর ঘুর ভব ঘুরে,
কি চায় আর কি পায়!
জীবনটা ক্রমাগত
নিজ গতিতে কেটে যায়।

-


Seems Pintu Majumder has not written any more Quotes.

Explore More Writers