Pintu Chatterjee  
19 Followers · 10 Following

মনের খেয়ালে লিখি..।✏
Joined 7 May 2018


মনের খেয়ালে লিখি..।✏
Joined 7 May 2018
30 MAY 2018 AT 14:19

সকাল 9.45 , কলেজ মোড় বাস স্টপ :
সময় ও স্থানটা কখন যে তোর উপস্থিতির সমার্থক হয়ে উঠেছিল তা বোধহয় বুঝিনি। প্রথম প্রথম আড়চোখে তাকানো, পরে মৃদু হাসিতেই এগিয়েছিল আলাপ। বাসে উঠে দুজনেই সযত্নে আগলে রাখার চেষ্টা করতাম পাশের সিটটা। অতঃপর পাশে বসা সফরসঙ্গীকে আবিষ্কারের চেষ্টা। জেনেছিলাম ফাইন আর্টসের ছাত্রী, ভালো ছবি আঁকে।
তা আর দেখার সুযোগ হয়নি, বলা ভালো সময় সুযোগ করে দেয়নি। কোন এক অজানা কারণে একদিন হারিয়ে গেল, আর ফেরেনি।....নাহ! হয়তো ছবি হয়নি, তবে আমার মনের ক্যানভাসে ওর টুকরো স্মৃতির তুলির টান আজও স্পষ্ট। তবে কি ভালোলাগার বিন্দুটা ভালোবাসার পরিধি ছুঁতে চেয়েছিল.... উত্তর খুঁজি।

-


29 MAY 2018 AT 12:04

লাইব্রেরিতে ওকে প্রথম দেখি!
কালো জিন্স,নীল টি-শার্ট আর রিমলেস চশমায় এক আকর্ষণীয় ব্যক্তিত্ব।
তারপর যতবারই দেখেছি, একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেছে আমায়, নিতে চেয়েছি ওর মনের খবর!
ওর রেখে যাওয়া বইগুলোর প্রতিটা পাতায় আজ খুঁজে ফিরি ওকে, অনুভব করি স্পর্শ!

-


29 MAY 2018 AT 0:55

আজ তুই অনেক দূরে তাই মূহুর্তেরা বয়ে আনে ঢেউ;
চোখের সামনে না থেকেও মনের মাঝে রয়ে যায় কেউ।

-


29 MAY 2018 AT 0:17

জানি আমার নামে লেখা হবে না,
তোর জীবনের পাতা;
ভালোবেসে তবু রয়েই যাবো,
তোর "অপরিচিতা"।

-


28 MAY 2018 AT 16:21

জীবনটা ঘুড়ির মতো;
যেখানে খোলা আকাশের হাতছানি,তবু বাঁধা থাকে প্রাণ।
তাই মনে মনে ভাবি;
তুই কি আমার হারিয়ে যাওয়ার কারন নাকি সত্যিই পিছুটান!

-


25 MAY 2018 AT 14:08

"শহরের দেওয়াল জুড়ে শুধু প্রেমেরই বিজ্ঞাপন..!"

-


24 MAY 2018 AT 17:31

ভাবনারা আজ তোমার সন্ধানে,
শব্দ খোঁজাও দায়!
চোখের সামনে সাদা পাতা;
ভাবি, কি লিখি তোমায়?

-


24 MAY 2018 AT 16:13

"সারাদিন খেলছি শুধু সময় চুরির খেলা ..!"

-


24 MAY 2018 AT 15:12

চোখের জলে ভালোলাগার আবেশ;
সবকিছু শেষ হয়েও, হলো না শেষ।

-


24 MAY 2018 AT 14:33

স্মৃতিরা আজ রইল পড়ে,
আমার শূন্য নীড়ে।
আমার 'আমি' পথ হারালো,
না পাওয়া ইচ্ছের ভিড়ে।

-


Fetching Pintu Chatterjee Quotes