নেশাতুর ঐ চোখে তোর মায়াবী সম্মোহন,
মনের চোরাগলি বেয়ে শরীরে শিহরণ।
আকাশে জুড়ে গ্রহণ খেলা আলোকবর্ষ শেষে;
খুঁজে ফিরি তোমায় আমি ধ্রুবতারার বেশে।
-
রাত পোহানো নিয়ন আলোয়
মধুচন্দ্রিমার ডালি,
ঢেউ ভেঙেছে শরীর তটে
মনের চোরাবালি।-
তৃষ্ণার্ত হৃদয় জুড়ে মন কেমনের মাঝে,
এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দিও লাজে;
ভালোবাসায় সিক্ত হয়ে আলগা মনের ঘর,
তোমার ছোঁয়ায় পারদ চড়ুক তোমার নামে জ্বর।-
ছুঁয়ে দিলি মন, এঁকে দিলি প্রেম,
আবির মাখা গালে;
বসন্ত আজ ডাক দিয়েছে
পলাশ রাঙা লালে।-
ভালোবেসে দূরে তবু ভাসছি স্মৃতির উজান টানে,
অভিমানের উড়ো চিঠি মুখ ঢেকেছে প্রেমের খামে।
অপেক্ষায় আকাশ লেখা শেষ প্রহরের মনের টানে;
তোমার চোখে ভোরের আলো, তোমার নামে সন্ধ্যা নামে।-
তোমায় বুকে জড়িয়ে রাখি, ইচ্ছে প্রতিক্ষণে,
ভালোবাসায় মনের কথা চোখের আলাপনে;
মিলন স্রোতে মনের মাঝে হারিয়ে যাবে তুমি,
অনুভবের স্পর্শে রাঙা প্রেমের বেলাভূমি।-
এক আকাশ ভালোবাসা তোর নামে,
মিলন অপেক্ষায় প্রণয়াকাঙ্ক্ষী সিন্ধু;
সময়ের নিয়মে মেঘ হয়েছে উড়ো চিঠি,
অব্যক্ত অনুযোগে ঝরে পড়ে অশ্রুবিন্দু।-
শিশির ভেজা স্নিগ্ধ সকাল,
আলোর গন্ধে তোমার সুবাস;
কবিতায় শেষ রাত পোহালো,
শিরোনামহীন প্রেমের উপন্যাস।-
তোমার ছোঁয়ায় অন্য বসন্ত,
নেশা লাগে রাতঘুমে;
অঝোর ধারায় ভিজছে শহর,
পাতাঝরার মরশুমে।-
সোহাগ চাদর জড়িয়ে রেখে
স্বপ্নে এসো কাছে;
আমার অতীত তোমায় নিয়ে
বর্তমানে বাঁচে।-