দূরত্ব শুধু বিচ্ছেদের নয়, ভালোবাসারও হয়।
-
- আচ্ছা, তোমার গোলাপ ভালোলাগে নাকি রজনীগন্ধা?
- শিউলি ফুল!
- ভারি অদ্ভুত পছন্দ! কিন্তু কেন?
- শিউলি যে আমার অনুষঙ্গ, যার আঁধারেই শুরু আর আঁধারেই শেষ!
-
চেনা ছকে দেখিনি বলেই তোর প্রতি একটা অদ্ভুত টান ছিল, তা ভালোবাসার নাকি বন্ধুত্বের সেটা নিয়ে কখনো ভাবিনি। কিন্তু তুই যেদিন তোর বয় ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশনে যাওয়ার জন্য জোর করেছিলি সেদিন খুব অসহায় বোধ করেছিলাম। অনেকটা সময় পার্কে বসে তোর প্রিয় মানুষটির অপেক্ষায় তুই উতলা হলেও আমি স্থিরভাবে বসেছিলাম তাকে দেখবো বলে।নাহ! সে আসেনি ...তাই হয়তো বিরক্তি নিয়ে জানতে চেয়েছিলি আমার জন্মদিন কবে! উত্তরের অপেক্ষায় না থেকেই নিজের হাতে বানানো কেকটা কাটতে বলেছিলি। আমার হাজার বারণ সত্তেও পরিস্থিতির কারণে তোর কথা রেখেছিলাম। তাই হয়তো গ্লানিতে মাথা নিচু করে বসেছিলাম। হঠাৎ কে যেন পেছন থেকে গলা জড়িয়ে কানের কাছে বলে উঠেছিল -
"স্টুপিড...আ প্লিস্যান্ট সারপ্রাইজ ফর ইউ!
হ্যাপি বার্থডে মাই লাভ।"
ভুলেই গিয়েছিলাম দিনটা ছিল ১৬ই অক্টোবর।-
সুখ দুঃখের স্মৃতি বহনকারী জীবনের ডায়েরিটা এখনো অসম্পূর্ণ। দিনগুলো যদিও অতীত তবু কিছু সাদা পাতা আজও কালির অপেক্ষায়। তবে এই ফেলে রাখা কি নিছক মনের ভুল নাকি দিনগুলো ছিল ঘটনাবিহীন - ভাবতে ভাবতেই স্মৃতির সরণি ধরে পৌছেছিলাম অতীতে।
"সেই অতীত - যেখানে পথ হারিয়ে শেষ হয়েছিল আমাদের গল্প ; থমকে গিয়েছিল সময়!"
তাই হয়তো কালি নয়, সেদিন বর্ণনাতীত অনুভূতিরা চোখের জলে ভিজিয়েছিল পাতা; বেছে নিয়েছিল অন্তরাল।-
অভিনয় সাঙ্গ হতেই,
মিটে যাবে দেওয়া-নেওয়া;
সুখের স্মৃতি বুকে নিয়ে,
বাইব আমি "শেষের খেয়া"।-
আমার 'ফেরারি' মন,
খুঁজে বেড়ায় ভালোবাসার নীড়;
পথ যত যাই তত 'অচেনার ভিড়'।-
কোন কোন সম্পর্কের শেষ হয়না....!
শুধু ভালোবাসা সম্পর্ক ছেড়ে চলে যায়।-