ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, হয়তো আমি খুব নগণ্য-
ধরের উপর মাথাটি তবু আমারই আছে, নয় বিকোনো।
স্বপ্ন দেখি, স্বপ্ন বাঁচি - একটা খোলা আকাশ আছে,
পরিচিত সব চরিত্রেরাও হৃদয়ের খুব কাছেই বাঁচে।
সত্যি-মিথ্যে, মন্দ-ভাল সেসব আমি বুঝি না ভাই,
মুখের থেকেও মুখোশ ভারী, তবু বইছি আমারা সবাই।।
- Pijush Debnath
21 NOV 2018 AT 20:02