অভিমান
যাচ্ছ যাও , তবে আসার পথে আর কোনোদিন
নীল চাদরে মোড়া রাত্রি গুলো নিয়ে এসোনা,
অপদার্থতার দায়ে ঢেকেছে আমার সমগ্র দেহ
দয়া করে ক্ষয়িষ্ণু পাঁজরে তীরের ফলা রেখোনা।
পচা লাশ গুলোকে নিয়ে আর ফিরে না প্রিয়তমা
শত অভিমানের বিনিদ্র রাত আমাকে ফিরিয়ে দাও,
আজ নতুন কালিতে লিখে দাও তোমার মতামত
দলছুট হওয়া গুলো তোমার দিকে ঘুরিয়ে নাও।
তুমি চাইলে বদলে দিতে পারি ঝড়ের গতিপথ
উত্তাল সাগরে নৌকা ভাসাবো মাস্তুল ছাড়াই,
তোমার অস্ত্রগুলোতে সান দিয়ে রেখো প্রিয়তমা
খুব শিগগিরই শুরু হবে আমাদের লড়াই।
তুমি আমায় বরং প্রমিথিউস ভাবতে পারো
জিউস প্রেরিত ঈগলটা আমার কাছে ফেরাও,
কাটার খোঁচা গুলোকে আর ফিরিয়ে নিওনা
সম্ভব হলে তাদের গতিপথ আমার দিকে ঘোরাও।-
•প্রিয় কবি - অনেক আছে,,,,🤔🤔 তবে সে... read more
Infinity Pain
Go on, but never bring those night
Which wrapped in a blue bed sheet,
I can take all the blame on my body
But don't ask me to walk on rough street.
Give me back the sleepless night
I want to wake up and dream once more,
I will take all the blows that come on you
If you draw a kiss on my spot of sore.
I can change the course of the storm,
Float a boat in the rough sea without a sail,
Beloved, it's time to sharpen your weapons
The fight that will start soon will not fail.
Now I can fight with all the injuries
If you think of me as Prometheus,
The half-eaten heart is ready again
Return to me the eagle sent by Zeus.-
পচা লাশ গুলোকে নিয়ে আর ফিরো না প্রিয়তমা
শত অভিমানের বিনিদ্র রাত আমাকে ফিরিয়ে দাও
আজ নতুন কালিতে লিখে দাও তোমার মতামত
দলছুট অবাধ্য হওয়া আবার ফিরিয়ে নাও।
তুমি আমায় বরং প্রমিথিউস ভাবতে পারো
জিউস প্রেরিত ঈগলটা আমার কাছে পাঠিও,
কাটার খোঁচা গুলোকে আর ফিরিয়ে নিওনা
সম্ভব হলে আমার ইচ্ছা উষ্ণতা দিয়ে বাঁচিও।
-
তোর শরীরের প্রতি ভাঁজে হারায়
আমার হাজার জন্মান্তরের অসুখ,
শব্দহীন আঁধার কুহেলিকা ভাঙ্গে
আঁচলের আড়ালে লুকায় সর্বসুখ।
তুই রোজ যেখানে ক্লান্তি রাখতে যাস্
সেখানে নদী আসে তার নিরবতা ভাঙতে,
অভিমানের ঢেউ ভাঙ্গে বুকের পাঁজর
সেখানেই যাব আমাদের স্বপ্ন আঁকতে ।
শব্দ খোঁজে দদুল্যমান ভোরের স্বপ্ন
পাল্টাতে চাইছে চিরাচরিত দিনক্ষণ,
স্বপ্ন লেখে নতুন সকালের দিনলিপি
ধ্বংসের মাঝেই হোক মোদের মিলন।
-
-: ধানসিঁড়ি :-
আজ রাতে নতুন করে আবার ধানসিঁড়ি ভিজছে
অর্ধ সিক্ত নদী এখন ক্লান্ত , আমার পাশে শুয়ে,
হাজার অভিযোগে ভর্তি তোমার দিনলিপি
নীল ক্যানভাস সাদা তোমার অভিমানে ধুয়ে।
আশঙ্কার প্রহর গুনেই চলেছি শান্ত শীতল রাতে
এই বুঝি ধুয়ে যায় আরশিনগররের মাটির দেয়াল
অজ্ঞত কারণে বিশ্বস্ত পালও বিদ্রোহে সামিল
শান্ত নদীরাও ঠুকছে আজ নর্দমার তালে তাল।
তোমাকে কাল আমি একটা রোদ্দুর এঁকে দেবো
তাতে তুমি নিজের ইচ্ছামত রঙ ছড়িয়ে দিও
বাত পতাকা গায়ে লিখতে পারি আমাদের ঠিকানা
খুবলে নেওয়া মানচিত্রে শুধু তোমার নামটি লিখো।-
কাহিনীর সূত্রপাত আকাশগঙ্গা ধরে।
কলমের আঁচড় পড়েছে মুক্ত আকাশে।
আমাদের ধুমকেতু আরো জ্বলজ্বল করুক
মুক্ত আকাশের অসমাপ্ত উপন্যাসে।
কোরেন্টিনে পাঠাবো কিছু কথা।
নীরবতা একে অপরকে নেবে চিনে।
হাজার বছর পর আমাদের খুঁজে নিও
ধুলোবালি মাখা নিষিদ্ধ ম্যাগাজিনে।
-
আমার ব্যর্থতা শুধুই আমি।
তাই তাকে খুঁজতে যাবার বৃথা চেষ্টা না করাই ভালো।
কারণ আমি সাদা ক্যানভাসে রং ছড়ানোর আগে
কোনদিন বৃষ্টি এঁকে উঠতে পারিনি,
তারা ঝরে পড়েছে শহরের বুকে।
কিন্তু মুষলধারার বৃষ্টিতে এই শহরকে বারবার ভিজতে দেখেছি,
আর দেখেছি অলিতে-গলিতে তাদের হুটোপুটি,
তাদের ভালোবাসা ,আর অনেকখানি ছেলেমানুষি।
কিন্তু পরিণত বয়সের তাদের অন্তরঙ্গ চুম্বন
আমি এখনো দেখে উঠতে পারিনি।
-
আমার কিন্তু অনেকটা চাই -
অনেক ! মানে ঠিক কতটা?
এই যেমন ধর আমার পিঠে
তোর আঁচড় কাটার ক্ষমতা।-
वोही बात फिर से दोहरा गया,
तुम हवामे जो तीर छोरी थी
वो आके पूरा दिल मसल दिया।-