ভালোবাসা কোনোদিন মরে না...
তবে বহুদিনের অবহেলায় তার উপর অভিমানের পলি জমে।
সময় মতো সেই জমা অভিমানগুলো না সরালে আস্তে আস্তে অনুভূতিগুলো ফসিল হয়ে যায়।
যার শুধু অস্তিত্ব থাকে, প্রাণ থাকে না....-
আমার অনুভূতিগুলো শব্দে প্রকাশ করার চেষ্টা করেছি
বঙ্গ তনয়া
গ্রন্থকীট📚♥
ভালোবাসি শব্দের... read more
বাড়ির একটা দখিন খোলা জানলা থাকা উচিত।
সারাদিনের শেষে জানলা খুলে বসলে ফুরফুরে দখিনা বাতাস সব মনখারাপ উড়িয়ে নিয়ে যাবে.. রেখে যাবে এক মুঠো ভালোলাগা।
আমাদের মনটাও তো একটা বাড়ি,
আর সেই দখিন খোলা জানলা হলো.... ভীষণ কাছের কেউ.....-
हर ज़ख्म भरता नही पर दर्द ज़रूर कम होता हैं
हर यादें भुला नही जाता पर वो धुंधला ज़रूर होता हैं
बस दिल के साथ कभी ज़बरदस्ती मत करना
वक़्त को सिर्फ थोड़ा और वक़्त देना-
ইয়ারফোনে তখন 'হাসনুহানা'..
ঘড়ির কাঁটায় রাত দুই কি তিন,
আঙুলের ডগায় নিকোটিনের দাগ -
আর চোখের কোনে ছেঁড়া স্মৃতিরা অমলিন-
Ek akhri khwaish hain dil ki...
Rishtey ko dafnanese pahle ek baar baho me tumhe varna chahti hu...
Akhri bar ke lea un yadoon ko qayed karna chahti hu...
Ek akhri dafa un lamhon ko jina chahti hu...
Tumhare sath firse ek pal khusi ke guzaar na chahti hu-
কিছু না বলা গল্পরা বেঁচে থাক মনের কোণে,
কলমের মুখে তাদের আসা বারণ..
গভীরে থাকুক তাদের নিবিড় বাস,
অসময়ে তারাই নামাক শ্রাবণ-
সম্পর্ক আসলে বিনি সুতোয় বাঁধা দুটো মন, সেখানে একে অপরকেই আগলে রাখতে হয়.. একবার সুতোয় গিঁট পরে গেলে ভারসাম্য টাই নষ্ট হয়ে যায়
আর বদলে যায় তার সঙ্গে জড়ানো বাকি মানুষগুলোর সমীকরণ....-
শহর জুড়ে মেঘ করেছে
আকাশের আজ ধূসর রং
বৃষ্টি বুঝি আনলো সাথে
মাটির বুকে জলতরঙ।
মনের কোনের গুমোট ভাবে
একটু লাগুক খোলা হাওয়া
জানালাগুলো দিলাম খুলে-
মুহূর্তের হোক আনাগোনা
অনেক কথার ভিড় জমেছে
বুকের ভিতর বাড়ছে চাপ,
মনের মধ্যে ঝড় বইছে
চোখগুলো যে নিরুত্তাপ।
কোথাও বুঝি জ্বলছে আগুন,
এক পশলা বৃষ্টি চাই
স্বপ্নেরা সব জেগে আছে
রামধনুরই অপেক্ষায়।-
আমরা সবাই মুখোশ পরে থাকি,
'ভালো থাকা'র মুখোশ।
কারণ "ভালো নেই" বললে ভালো না থাকার কারণ খোঁজার লোকের আজ বড় অভাব।-