Peu Ghosh   (ᴹɪˢˢ√ᴘeu࿐)
6 Followers · 3 Following

এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই ♥️
Joined 1 August 2019


এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই ♥️
Joined 1 August 2019
20 MAR AT 12:46

Facebook Reels ইনকাম কমিয়ে দিয়েছে , বলছি কি গো বৌদিরা তোমাদের ব্রা প্যান্টি পরা ১৫ সেকেন্ড এর ভিডিও গুলো কি আর তোমারদের Facebook এর দেওরগুলো কি দেখতে পাবেনা 😒 এটা কিন্ত ঠিক করলো না Meta upset হয়ে যাবে গোটা Facebook এর দেওর গুলো এবার তোমাদের ইনকাম বা কোথা থেকে আসবে তাহলে এই বার রাস্তায় নেমে দাঁড়িয়ে যাবে নাকি 😁 ছিঃ ছিঃ ফেসবুক ঠিক করলো না 🤣

-


18 MAR AT 13:01

আপনার এমন কোনো দায় পরেনি, যারা সারাজীবন আপনাকে শুধু ভুলই বুঝলো, তাদের কাছে গিয়ে বার বার অপমানিত হয়ে নিজেকে সত্যি প্রমানিত করার। এরা আপনি মারা গেলেও, মরা ভুল ছিলেন প্রমান করে ছাড়বে😐

-


16 MAR AT 16:49

জীবনে এরকম মানুষ অনেক আসে যাদের জীবনে তুমি একটা অদ্ভুত প্রানীর মতো থাকো...যারা তোমাকে গুরুত্বও দেবে না...আবার সে তোমাকে ইগনোরও করবে না। "কথা বলতে চাই না".. সেটাও সে বলবে না,আবার "কথা বলতে ইচ্ছে করছে".. সেটা কখনোই বলবে না।তুমি কথা বললে সে কথা বলবে, ইচ্ছে হলে কথা বলবে, নয়তো বলবে না।এরকম দিনের পর দিন চলতে থাকলে একটা সময়ে তোমাকে বুঝে নিতে হবে তার জীবনে তোমার গুরুত্বই নেই,একেবারেই "শূন্য",....তুমি তার কাছে জাস্ট Taken for granted.বা তোমার চেয়েও বেটার অপশন তার জীবনে আছে।এইসব মানুষদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো, হয়তো তুমি চেষ্টা করেও পারছো না,তবে বেরিয়ে আসা ভালো, এইসব মানুষ শুধু কষ্ট দিতে পারে আর কিছু না।😔

-


14 MAR AT 13:46

হোলি খেলা সেটা আবার কি জিনিষ আমি তো রোজ রোজ মানুষের রং বদলাতে দেখছি তাও আবার ভয়ঙ্করভাবে 😇

-


14 MAR AT 13:42

অনেকেই বলে জীবনে একজন সঠিক মানুষ থাকলে নাকি জীবনে প্রত্যেকটা আনন্দ দ্বিগুণ হয়ে যায়, আর আমি বলি জীবনে যদি একটা বিষাক্ত মানুষ থাকে তাহলে ঠিক ততটাই দ্বিগুণ বিষাক্ত হয়ে যায় জীবনটা,তখন বাঁচার জন্য নয় মরার জন্য মানুষ দ্বিগুণ চেষ্টা করে 🥹

-


14 MAR AT 13:25

বর হোক বা বয়ফ্রেন্ড যেই তোমাকে বারবার অপমান করবে তোমার মা বাবাকে অসন্মান করবে সমাজ বা পরিবারের সামনে ঠিক সেই সমাজ বা পরিবারের সামনে কষিয়ে একটা থাপ্পর মারতে শেখ তাহলেই বুঝে যাবে মেয়েরা তার বা তার বাবার প্রপার্টি নয় যে যখন তখন অপমান করবে,আর এমন মানুষকে সন্মান তো দূরের কথা পাশে থাকার যোগ্যতা পর্যন্ত রাখে না তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের থেকে দূরে সরে থাকো👍

-


2 MAR AT 21:20

খুব কাছের মানুষের ব্যবহারে খুব খারাপ লেগে গেলে, অভিযোগ করা যায় না। অভিমান করা যায় না। রাগ করা যায় না। লম্বা লম্বা মেসেজ লেখা যায় না।ঝগড়া করা যায় না, কে ঠিক কে ভুল তর্ক করা যায় না, চিৎকার করা যায় না, ভাঙচুর করা যায় না, মেনে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না। শুধু চুপ করে যাওয়া যায়। একদম চুপ। 🖤

-


1 MAR AT 22:36

তুমি থাকলে হয়তো জীবনটা আমার অন্য রকম হতো,পেয়ে হারানের যন্ত্রণা যে বড়ই ভয়ংকর,জানো তোমার মতো করে সারাজীবনেও কেউ আমাকে ভালোবাসতে পারবে না তোমার মতো করে কেউ আমার আবদার গুলো রাখে না তোমার মতো করে কেউ আমাকে বোঝে না তোমার সাথে সাথে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে চাইলেও আর আগের মতো হাসতে পারি না সত্যি বলতে তোমার মতো করে কেউ আমাকে হাসায় না আমার মন খারাপ কেউ বোঝে না ঠিক তোমার মত করে,ভাগ্যে হয়তো ছিলেনা কিন্তু সারাজীবন মনে থেকে গেলে আর মৃত্যুর আগে পর্যন্ত থাকবে ,তুমি চাইলে হয়তো সব হতো শুধু তুমিই চাইলে না এতো গুলো বছর ধরে শুধু এটাই ভেবে গেলাম কি চেয়েছিলাম কি পেয়েছি আমার জীবন তো সেই ২০১০ এই শেষ হয়ে গেছে এখন শুধু বেঁচে আছি জীবন্ত লাশ হয়ে। শুধু একটু ভালোবাসার আশায় সারাজীবন কেঁদেছি, আজ জীবনের কোন জায়গায় আছি আমি নিজেও জানি না, তোমাকে হারানোর পর আর নিজেকে খুঁজে পায়নি।জানো আমি নিজেকে এখন খুব মিস করি ওই হাসিখুশি মেয়েটা আজ মন খুলে হাসতে ভুলে গেছে কিন্তু তোমাকে আজও ভুলিনি হয়তো মহাদেবের এটাই ইচ্ছা সারাজীবন মনে রেখে কষ্ট দেবে আমাকে। আমার কোন স্বপ্ন পূরণ হয়নি আমি যা যা করতে চেয়েছিলাম শুধু পুরো জীবনটাকে নষ্ট করে ফেলেছি। I hate my self 😔

-


1 MAR AT 17:15

বিয়ের পর প্রতিটি মেয়েকেই শুনতে হয়, বাপ কি দিয়েছে , কিন্ত মেয়েটাই যে বাবার সবচেয়ে বড় সম্পদ ছিলো, সেটা কেউ বোঝে না যদিও পরের মেয়েকে বলতে অপমান করতে ভালোই লাগে। আসলে তাদের মেয়ে নেই বলেই পরের মেয়ের কষ্ট বোঝেনা , পরের মেয়েকে শুধু মুখেই মেয়ে বললে হয় না সেটা মানতে বুঝতে মানসিকতা থাকতে হয়😐

-


1 MAR AT 16:11

আমি কোনদিন আমার বাবা মায়ের যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি তাই যত বালছাল লোকজন আমার বাবা মাকে অপমান করার সুযোগ পাই যদি যোগ্য সন্তান হতাম তাহলে কোন আবাল লোক অপমান করা তো দূরের কথা চোখ তুলে তাকানোর সাহস টুকু পেতো না।যে যেমন তাকে যোগ্য জবাব আমিও দিতে পারি কিন্তু ওই যে আমার বাবা মায়ের দেওয়া শিক্ষাটা আছে না তাই কিছু বলতে পারিনা তবে এটাও সত্যি সবসময় যে মুখ বুজে মেনে নেবো এটাও না ঠিক সময় মতো আবার বুঝিয়ে দেবো অপমান এর বদলা সবসময় অপমান করে নিতে হবে তার কোনো মানে নেই 🥲 হাসি মুখেও জবাব দেওয়া যায় 🤬 অপমান কোনদিন ভুলতে নেই আর কে করেছে তাকেও কোনদিন ভুলতে নেই 😐

-


Fetching Peu Ghosh Quotes