Paromita Roy Das   (Paromita)
73 Followers · 26 Following

read more
Joined 22 July 2020


read more
Joined 22 July 2020
2 MAY AT 23:03


বাড়িয়ে দুখানি হাত।
হিসেব না মেলা মনে,
হতে পারো ধারাপাত।
হতাশ দুটি চোখে,
আশা হতে তুমি পারো।
ঈশ্বর না-ই হলে,
ধ্রুবতারা হও কারো।

-


1 MAY AT 13:14

মনের কোণে
জমাই সারা দিন।
সেসব নিয়েই দিন কাটে বেশ,
হয় না তো মলিন।
তিক্ত স্মৃতি মুছেই ফেলি
মনের খাতা থেকে।
কি দরকার মনকে নিছক
বিষাদ ঘন রেখে?

-


1 MAY AT 11:24

তখন আমি বছর ষোলো,
তুমি সপ্তদশ।
পথের চলার সেই তো শুরু,
একে অপরের বশ।
সময় সাথে পার করেছে,
গঙ্গা অনেক জল।
কখনও সফল, কখনও ব্যর্থ,
খুঁজতে মনের তল।
মন্দ-ভালো,ঘাত প্রতিঘাত,
মানছি না তো হার।
গুটি গুটি পায়ে মোদের,
উনিশ বছর পার।

-


30 APR AT 22:27

অক্ষয় হোক সম্পর্কের
সকল অবয়ব।
অক্ষয় হোক বাঁধনহারা
বন্ধুত্বের ভিত।
অক্ষয় হোক অটল মনের
ধনুক ভাঙা জিত।
অক্ষয় হোক দূরে থাকা
কাছের মানুষজন।
অক্ষয় হোক মুখের হাসি,
সুখের গৃহকোণ।

-


29 APR AT 23:58


তোমার বিকিকিনির সুরে,
অন্ধকারের দানবগুলো
সব সরে যাক দূরে।
আলোর ফেরিওয়ালা,
তোমার রন্ধ্রে রন্ধ্রে আলো।
কঠোর হাতে দমন করো
নিবিড় নিকষ কালো।

-


23 APR AT 19:27

আজও তুমি থাকবে চুপ!
চলবে গা বাঁচিয়ে?
নিজের ঘরটা অটুট বলে,
থাকবে মুখ ঘুরিয়ে?
আজ যে গেছে,কাল সে তোমার
হতেই পারে আপন।
দুচোখে তে ঠুলি এঁটে,
কেমন এ দিন যাপন?
যার যেটুকু শক্তি আছে,
উগড়ে দাও আজ রাগ।
ধর্ম ভেদে মানবতার
দিও না হতে ভাগ।

-


22 APR AT 18:35


রয়ে যায় তা
অদেখা সে কোষাগারে।
সময়ের স্রোতে,
ফিরে আসে সে তো
তোমারই আপন দ্বারে।

-


18 APR AT 0:08


প্রাণ বাজি রেখে কাটিয়ে যে ওঠে একবার।
জেনে নিও তাকে
টলাতে চাইলে পরাভূত হবে বারবার।

-


15 APR AT 9:36


নতুন রবির ভোর।
নতুন আশায় প্রাণের মিশেল,
নতুন প্রীতির ডোর।
মৈত্রী আর একতার সুরে,
খুলে যাক সব দ্বার।
নতুন শুরুর ৩২,
শুভ হোক সবাকার।

-


12 APR AT 15:20


অন্ধের মতো করি ভরসা;
তারই এক আশ্বাস বাণী তে,
বুকে নামে বাঁধভাঙা বর্ষা।

-


Fetching Paromita Roy Das Quotes