12 JUN 2018 AT 2:11

ব্যর্থ আমি ব্যর্থ জীবন
ব্যর্থ কোলাহল।
ব্যর্থ আমার চেষ্টা সবই
ব্যর্থতাই সফল।
অনেক সুখের স্বপ্ন ব্যর্থ ,
ব্যর্থ যুদ্ধ জয়।
ব্যর্থ হয়েছে এগিয় যাওয়া
ব্যর্থ সব সঞ্চয়।
ব্যর্থ হয়েছি ভুলেতে আমি
হেরে যাওয়ার ভয়।
তাই হারতে হারতে হারিয়ে
গেছে নিজের পরিচয়।
ব্যর্থ হয়েছে মেঘলা আকাশে
বৃষ্টি ভেজার ইচ্ছা।
বিজয়ী বাতাস মেঘ সরিয়ে
আকাশ করেছে ফর্সা।
ব্যর্থ হয়েছে আঁধার রাতের
তারা গোনার ছল।
ব্যর্থতার করতে হিসেব আবার
আমি ব্যর্থ অসফল।

- Paromita basak