পুরনো দিন থাক রঙ্গিন স্মৃতিরা সম্বৃদ্ধ হোক,
নতুন নতুন স্বপ্ন গুলো সময় নিলেও সত্যি হোক
আক্ষেপ নয় অপেক্ষারাই জিতুক শুধু দিনশেষে
জীবন কেটেই যাক নাহয় এভাবেই ভালোবাসবে।
-
তোর ব্যস্ত সময় ভিসোন কঠিন
আমার অন্তরালে থাকা
মুখ ঢাকে তোর অজস্র ভিড়
আমি পড়েথাকি একা-
আমার আমাকে আলাদা করে চিনতে
কাজে লাগে অনুভূতি ।
আমার হৃদয়ে অন্ততে বাস অনুভূতি
আমি যে নারী সেই অনুভূতি ।
আমার সমস্ত ভালো লাগার অনুভূতি।
সেই ছোটবেলায় বাবার হাত ছেরে
হারিয়ে গেছিলাম পৃজার ভিরে
সেই দিন বুঝেছিলাম ভয় কি!
তার পর একে একে চিনেছি
আনন্দ কষ্ট তৃপ্তি সমস্তটাই ।
-
আমার অসমাপ্ত ইতিকথার তুমি হয়ও শেষ
আক্ষেপ নয় শুধু রেখে অনুভূতিরও রেশ।
আজানা অপেক্ষা আমার নেই তার অন্ত,
তবুওতো বেঁচে থাকা মেলে যদি শেষ প্রান্ত।
নিঃশেষ হতে থাকে বিশ্বাস রোজ রোজ
খোঁজ।
-
তুমি জানো না হয়ত আমি আর নেই।
হারিয়ে যবো এভাবেই সবার অজান্তেই।।
হয়ত তুমি অনুভব করবে বন্ধ চোখে।
খোলা আকাশের নিচে খুঁজবে আমাকে।।
অবহেলা নয় জীবনের নতুন কে আপন কর
ভালোবাসা জরুরি অবস্থা জারি করা
Paromita basak Swarnakar
-
অনেক দূর এগিয়ে যা
ফিরিস না পিছনে ।
যে খবর মৃত কী হবে
ঘেটে তার কফিনে।-
ব্যর্থ আমি ব্যর্থ জীবন
ব্যর্থ কোলাহল।
ব্যর্থ আমার চেষ্টা সবই
ব্যর্থতাই সফল।
অনেক সুখের স্বপ্ন ব্যর্থ ,
ব্যর্থ যুদ্ধ জয়।
ব্যর্থ হয়েছে এগিয় যাওয়া
ব্যর্থ সব সঞ্চয়।
ব্যর্থ হয়েছি ভুলেতে আমি
হেরে যাওয়ার ভয়।
তাই হারতে হারতে হারিয়ে
গেছে নিজের পরিচয়।
ব্যর্থ হয়েছে মেঘলা আকাশে
বৃষ্টি ভেজার ইচ্ছা।
বিজয়ী বাতাস মেঘ সরিয়ে
আকাশ করেছে ফর্সা।
ব্যর্থ হয়েছে আঁধার রাতের
তারা গোনার ছল।
ব্যর্থতার করতে হিসেব আবার
আমি ব্যর্থ অসফল।
-
তোর ব্যস্ত সমেয় ভিশন কঠিন
আমার অন্তরালে থাকা
মুখে ঢাকে তোর অজস্র ভীর
আমি পড়ে থাকি একা।
-