Pankoj Biswas   (Pankoj Biswas)
162 Followers · 27 Following

Station Superintendent (ER)
Joined 17 May 2018


Station Superintendent (ER)
Joined 17 May 2018
19 FEB 2019 AT 20:16

কখনো ভুলের বশে
সংঘাত হবে পরস্পরে
হৃদয় মাঝে জ্বালিয়ে আগুন।

-


20 DEC 2020 AT 0:18

ডিসেম্বর

কনকনে শীত আর কুয়াশার চাদর নিয়ে
তুমি আসো ডিসেম্বর ইংরেজি বছর শেষে,
কুয়াশার চাদরে ঢাকো তুমি পথ,ঘাট,মাঠ
আপন খেয়ালে শিশিরে ভেজাও
গাছের পাতা,ঘাসের ডগা,ক্ষেত ভরা ফসল।

ডিসেম্বর,
তোমার আগমনে মানুষ মাতে পিকনিকে
স্কুল কলেজ অফিস আদালত
ছুটি থাকে শেষ সপ্তাহ ধরে,
পঁচিশে ডিসেম্বর মানুষ সাজে নতুন সাজে
সব ভেদাভেদ ভুলে।
শেষ রাত তোমার একত্রিশে ডিসেম্বর
চারিদিকে বাজি পটকা ফাটে,
তোমার বিদায় মাঝে নতুন বছরের আগমনে।
-Pankoj Biswas




-


19 DEC 2020 AT 17:57

আমার তিন তলার ঘরে মা বিড়ালটা
বসত করে মনের আনন্দে দুই মেয়ে নিয়ে,
ঘর ভাড়া নিয়ে মাথা ব্যথা নেই তার
নেই কোনো খাওয়ার থাকার চিন্তা,
ভয় শুধু আমার গিন্নিকে নিয়ে
কখন করে ডান্ডা পেটা।

মেয়ে দুটি খুব আদুরে
রোজ সকালে শীতের রোদে
চার পা মেলে শুয়ে থাকে ছাদে।
রাতের বেলায় দোতলাতে
সোফায় শুয়ে ঘুমিয়ে থাকে,
গিন্নী আমার রেগে গিয়ে
ডান্ডা নিয়ে তাড়া করে।
-Pankoj Biswas

-


19 DEC 2020 AT 0:36


বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এসে
মনের ঘরে দানা বাঁধে,
তাই নিয়ে সংসারে যত মারকাট চলে।

-


18 DEC 2020 AT 22:44

চলার পথে আসুক যতই আঘাত,
লড়বো মোরা একসাথে,
মনকে শান্ত রেখে ধৈর্যকে পুঁজি করে
সুদিনের অপেক্ষায় এগিয়ে যাবো
কর্মের সাথে সম্মুখ পানে।

সব দুঃখ দুর্দশা ঘুচে যাবে
মুছে যাবে যত কালিমা
নতুন সূর্য উদয় হবে
সুখের বার্তা সঙ্গে করে।

-


18 DEC 2020 AT 15:55

হঠাৎ দেখা,

হঠাৎ সেদিন তোমায় দেখেছিলাম
সবুজ রঙের শাড়িতে,

-


17 DEC 2020 AT 0:05

"হলুদ বাড়িটার ছাদ"

তোমার মনে আছে,ওই হলুদ বাড়িটার ছাদ?
তিন কামরার ছাদ,কি ঝকঝকে ছিল অই ছাদ,
তোমার মনে পড়ে,সেই রাতের কথা
এক বৌভাতের অনুষ্ঠানে ভয়ে ভয়ে,
আমি প্রেম প্রস্তাব দিয়েছিলাম তোমাকে
অই ছাদে সকলের অলক্ষ্যে গোলাপ দিয়ে ,
তুমি নির্বিকার ভঙ্গিতে মাথা নেড়ে
শুধু সম্মতি জানিয়েছিলে আরক্ত নয়নে।

তারপর অনেক বসন্ত কেটে গেছে
শ'য়ে শ'য়ে অনুষ্ঠানে সানাই বেজেছে,
অই হলুদ বাড়িটার ছাদ আজও তেমনি আছে;
শুধু তোমার আমার ঠিকানা আলাদা
ধর্মের রঙে, সামাজিক শাসনের বেড়াজালে।

-Pankoj Biswas




-


16 DEC 2020 AT 12:51

আমার অসুখের কথা শুনে অনেকে এসেছে
অনেকেই ফোনে খবর নিয়েছে
সকলে রোগ মুক্তির কামনা জানিয়েছে

-


15 DEC 2020 AT 18:53

হঠাৎ গঞ্জ থেকে দিয়েছিলাম বিদায়
ফিরে এলে না আর
তোমার শূন্যতা বুকে নিয়ে
আজও ঘুরি হঠাৎ গঞ্জে,
চোখের জলে বুক ভাসিয়ে।

মনের ব্যথা মনে নিয়ে
স্বপ্নের জাল বুনি তোমায় নিয়ে,
হয়তো আসবে ফিরে আমার মরার আগে

-


15 DEC 2020 AT 15:31

আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারি
জীবনের অনেকটা বছর পেরিয়ে এসেছি
কৈশর,যৌবন পেরিয়েছি অনেক দিন হল,
তবু আমি বুঝতে চাইনি,মানতে চাইনি কখনো
আমার বয়স যে ষাট ছুঁই ছুঁই।
মাথার চুল কালো করে দাঁড়ি কামিয়ে
নিজেকে রেখেছি ত্রিশের কোঠায়।
আজ বুঝেছি ঠিক,বুঝেছি করোনার ঠেলায়
চৌদ্দ দিনে আমার এ কি হলো হাল?

-Pankoj Biswas

-


Fetching Pankoj Biswas Quotes