আজ মেঘে মেঘে রঙ লাগে
বাস্তবে তুমি আমার হবে
স্বপ্নে দেখি শুধু তোমার ছবির
ভালোবাসা পাই খুঁজে-
তারায় ঢাকা আকাশ
তারায় ঢাকা আকাশে
অন্ধকার যায় মুছে।
জ্যোৎস্না আলোর শিথিলতায়
আকাশ স্যান হয়ে যায়।
লেখা হয়ে যায় কত কবিতা
আকাশের গায়ে
তারায় ঢাকা হয়ে যায়
ব ই -যের মলাট।
কত হাজার কবিতা
লিখেছে কোন কবি
মেঘে ঢেকে গেছে
কবির সেই নাম খানি।
জীবনের স্বপ্ন....
রাতের সাথে কথা বলে।
কেটে যায় রাত আজ
তারা গুনে-গুনে।
-
Bhawban ko me key batawn
Bhawban ki pass dill ki har
Bat pahechti hey....
Ish liye bhawban ko
Kuch nehi magna chahi hey
Shrib karm karna chahi hey....
-
ভালোবাসার কত যে নাম
ভালোবাসার কত যে নাম
কখনো সে পূর্ণ, কখনো
সে অপূর্ণ নাম লেখে।
জীবনের ভালোবাসার
হয় কখনো মিলন,
আবার হয়না কখন মিলন
জীবনে ভালোবাসা পায় পূর্ণতা
আবার পায়না কখনো পূর্ণতা।
জীবন তো ভালোবাসার এক নাম
কত ভালোবাসার রং
এই পৃথিবীতে ছড়িয়ে আছে
সবার জীবনে আসে বারেবার।।
-
Hamari Kay....
Ye dunia to jalim hey
Gishko gitna pary karta hu
O hi hamse dur ho jati he.
Hamari Kay....
Jindegi se khushi mangte mangte
Gam se hi gale lagi me
Tumhari pary dhute dhute
Tumse bebapha ho geyi me....-
Rohume samhail ho meri
Tum jindegi ki karib ao meri
Sasho bash jao meri
Jindegi se jur geyi meri
Tum ab har khelo me besti
Tumhari sath meri pary hogeyi.
-
Khapha ho geyi ye jindegi
Juda ho geyi tum mujse hi
Har geyi har khashi....
Ab to jindegi adhuri lagti.-
জীবনের প্রথম শিক্ষক মা।
জীবনের দ্বিতীয় শিক্ষক প্রকৃতি।
এই প্রকৃতি আমাদের কতকিছু শিখায়
জীবনের তৃতীয় শিক্ষক বিদ্যালয়
আমরা ছাত্র জীবনে কতকিছু শিখি।
জীবনের চতুর্থ শিক্ষক হল শিক্ষক ও শিক্ষিকা।
জীবনের পঞ্চম শিক্ষক হল বাবা।
সত্যি এই পৃথিবী এক শিক্ষক
এই পৃথিবীতে যা কিছু দেখি.....
আমরা কিছু না কিছু শিখি।
জীবন এক শিক্ষক যা কিছু না কিছু
আমাদের অনবরত শিখিয়ে চলে।
-
ডাকে স্বপ্নগুলো
ডাকে স্বপ্নগুলো দুহাত জুড়ে
জীবনের ইচ্ছেগুলো জাগে
খোলা আকাশের মতো সেজে
অন্ধকারে মুছে যায় জীবনের কষ্ট
আলোর পথিক আমি স্বপ্নকে ডাকি
ভালোবাসার স্বপ্নে বিভোর হয়ে আমি।।
জেগে আছে আজি এই দুচোখ
হারিয়ে গেছে আজি হৃদয় ভোর
আলোর স্রোতে ভেসে গিয়ে আমি
শুধু স্বপ্নে আমি তোমায় খুঁজি
এই জীবনে শুধু সপ্ন দেখি
ডাকে স্বপ্নগুলো ঘুম ভাঙ্গায়ে আমায়।।
-