সময়ের প্রতিঘাতে, প্রাণবায়ুর শেষ রাতে
কিঞ্চিত তুমি ছিলে তাই।
যদিও সব বিথা রবে,
আশ্রিত ওই সনে, কৃতজ্ঞ।
হয়তো বা কভু রয়ে গেছে ভুলত্রুটি
মার্জনা, জানি তুমি বেশ পরিপাটি।-
Pallabi Dey
55 Followers · 8 Following
কলমে অল্প সল্প কিছু শব্দ। কিন্তু ভাবনায় বিশেষত্বের সমাহার। কবি চেতনা না থাকলেও লিখতে ভালোব... read more
Joined 28 January 2019
23 MAR 2024 AT 0:20
13 MAR 2024 AT 23:53
Thodi der taher jaya karo
Guzarte lamhon se humhara kya vasta!
Tum kal bhi chal rahe the, aj bhi chal rahe ho
Apni kadmon se bojh hatha kar
kabhi uss kinare Sam ka anand liya karo-
29 APR 2023 AT 21:34
কোনো এক অদ্ভুত পরিহাসে!
বিকেলের আধভেজা ঘামে,
ঘরের এক কোণে জমা শূন্যতায় আবদ্ধ - হ্যাঁ, এটাও আমি।।-
9 MAY 2022 AT 22:57
স্রোতের দেশে ভাসছি কেমন আপোষ করা ভুলে,
আনন্দ জলরঙ মাখে অতীত গেছে তলে
-
13 FEB 2021 AT 20:17
বাড়িতে বাবা আসলে যতটা খুশি অনুভব হয়,
ততটা কোনো ফেস্টিভ্যালে হয় না।-
17 JAN 2021 AT 22:57
When my dream lives in wallpaper..
Just looking, it feels I am there 😌-
7 OCT 2020 AT 23:45
Night is that moment when all the nonsenses are coming out of the mind 😏
-
19 SEP 2020 AT 14:49
স্মৃতিতে রয়ে যাবে শ্যাওলা পড়ার দিন
স্তূপ সরিয়ে দেখ তুমি আবারও স্বচ্ছ স্বাধীন-