খুব ভাগ্যবান হন সেই সব মানুষগুলি, যারা নিজের মনের ভাব মনের মত করে প্রকাশ করতে পারেন। কবিগুরু সম্ভবত তাঁদের মধ্যে অন্যতম।
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।"-
সাফল্যের চূড়ায় পৌঁছে নিজের কর্মকান্ডের প্রতি দায়িত্ববোধটা সম্ভবত অনেকটা বেড়ে যায়। একজন সাধারন মধ্যবিত্ত ছাপোষা নাগরিক হিসেবে আমার কাজের প্রভাব সমাজের ওপর যতটা না পড়বে, একজন আমলা-লেখিকা-বুদ্ধিজীবী হিসেবে আপনার সেই প্রভাব বহুগুন বেশি পড়বে তা বলাই বাহুল্য। আর তা অনুসরণ করবে বহু 'ভক্তবৃন্দ'। তাই সামান্য মিম তৈরি নিয়ে FIR করার সাথে সাথে, চাকরি খাওয়ার মত ভয় দেখিয়ে কর্মক্ষেত্রে হানা দেওয়ার মত মহৎ কর্ম করে ম্যাডাম আপনি যেই দৃষ্টান্ত স্থাপন করলেন, আশা করা যায় ভবিষ্যতে আপনাকে অনুসরণ করে যে বা যারা সাফল্যের চূড়ায় পৌঁছাবে কিংবা, ক্ষমতার অধিকারী হবে, তারাও আপনার থেকে ক্ষমতার অপব্যাবহার কি ভাবে করতে হয় তা ভালোভাবেই শিখবে। আর আপনার যদি মনে হয় এটা সম্পূর্ণ সঠিক, এর মধ্যে কোনো ভুল নেই, তাহলে আপনাকে স্বাগত। চালিয়ে যান আপনার এলোপাথাড়ি যুক্তি দিয়ে নিজেকে সঠিক, বাকিদের ভুল প্রমাণ করে চলার পালা।
আর তা যদি না হয়, যদি আপনি কোনোভাবে, কোনোদিন বুঝতে পারেন যে অত্যাধিক সাফল্য হজম করতে না পেরে গ্যাস উর্ধমুখী হয়ে মস্তিষ্কে অম্বল হয়ে গেছে তাহলে ট্রেন থেকে শীঘ্র, অতি শীঘ্র ভালো কোনো গ্যাস-অম্বল-বুক জ্বালার অসুধ সেবন শুরু করুন। আপনার সুস্থতা আন্তরিক ভাবে কামনা করি।
ইতি- পলাশ ধর-
জীবনের সমস্যাগুলো সমন্ধে ওয়াকিবহাল না হওয়া কোনোদিনই উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় না। সত্যি বলতে আমরা প্রায় সবাই বুঝি সমস্যাটা কি অথবা ঠিক কি কি পরিবর্তন প্রয়োজন। আর সেটা না বুঝলেও, বোঝানোর জন্য হাজারটা বাহ্যিক সাহায্য উপলব্ধ।
আসলে সমস্যাটাকে উপলব্ধি করে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভয়, অনিচ্ছা এবং অনিহাই আমাদের জীবনের উন্নতির পথে মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। আর সেটার জন্য প্রয়োজন কঠোর মনোভাব এবং প্রবল ইচ্ছাশক্তি।
~ পলাশ— % &-
ক্লাবগুলো যখন সরকারের দেওয়া লাখ টাকায় খুশি,
জনগন তখন লক্ষ্মীর ভান্ডারে পাওয়া ভিক্ষার ৫০০ টাকায় খুশি;
কেউ অষ্টমীর বিকেলে ভোগের খিচুড়ি খেয়ে খুশি,
কেউ আবার গ্রাজুয়েট চপওয়ালার হাতের চপ খেয়ে খুশি;
মা-দিদিরা যখন দশমীর আবির খেলে খুশি,
ভোটে জেতা লোকগুলো তখন বেকারদের ভবিষ্যৎ নিয়ে খেলে খুশি!
সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন।
- পলাশ-
পরীক্ষায় ভালো নম্বর পেয়ে কিংবা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো চাকরি পেয়েই প্রকৃত মানুষ হওয়া যায়না। সেটা সাময়িক খ্যাতি, প্রসিদ্ধি এবং পরিচিত দেয় ঠিকই, কিন্তু প্রকৃত মানুষ তৈরি হয় তার ব্যাবহার, মূল্যবোধ এবং মনুষ্যত্ব বোধের বিকাশের মধ্যে দিয়ে। আর সেটা তৈরি করার দায়িত্ব অনেকাংশে বর্তায় তার শিক্ষকের ওপর। তাই শুধু নম্বর পাইয়ে ছাত্রদের চাকরিমুখী করে তুলে যদি কেউ তার দায়িত্ব শেষ বলে মনে করে তবে তাকে Teacher না বলে Study Guide বলা ভালো। কারন একজন শিক্ষক হলেন তিনি যিনি আমাদের সবরকম শিক্ষা দেন- পুঁথিগত, জীবনমুখী, আদর্শগত, বস্তুবাদী। অর্থাৎ শিক্ষক হবেন তিনি যিনি আমাদের সার্বিক উন্নতিতে সচেষ্ট হবেন- শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে সাহায্য করবে।
আজকের এই বিশেষ দিনে প্রণাম জানাই আমার জীবনে পাওয়া সেইসব শিক্ষকদের, যাঁরা আমাদের ভালো ছাত্র শুধু নয়, ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করেছেন। ❤️🙏
🖋️পলাশ-
🔰 ব্যাঙ্কিং এর ওপর ডেডিকেটেড ক্লাস কেউ করতে ইচ্ছুক? ইচ্ছুক হলে 8910411106- এই নম্বরে whatsapp, টেলিগ্রাম বা ফোন করে যোগাযোগ করো।
🔰 অন্যান্য তথ্য:- ক্লাস হবে সপ্তাহে কোনো একদিন সন্ধ্যা ৭ টার পর ২.৫ থেকে ৩ ঘণ্টা। অনলাইনে Google Meet এ। টেলিগ্রাম পেইড গ্রুপে ক্লাসের রেকর্ডেড ভিডিও, PDF, প্র্যাকটিস সেট, মক টেস্ট দিয়ে দেওয়া হবে। ফিস হবে মাসিক ২৫০ টাকা। নিজের ডাউট যে কোনো সময় টেলিগ্রাম গ্রুপে অথবা সপ্তাহের ৫ দিন সন্ধ্যা ৭ টার পর ফোন করে জিজ্ঞাসা করতে পারবে।
🔰 কোন পরীক্ষার জন্য:-রিজিওনাল রুলার ব্যাঙ্ক (RRB), রাষ্ট্রীয় ব্যাঙ্ক (IBPS), SBI, State Co-operative bank, Insurance (LIC, National Insurance) ইত্যাদি সব পরীক্ষার প্রিলিমস এবং মেইনস এর জন্য উপকারী হবে।
🔰 কি কি করানো হবে:- এখানে মেইনলি শর্টকাট ক্যালকুলেশন, সিম্পলিফিকেশন, ডেটা ইন্টারপ্রিটেশন (DI), এরিথমেটিক, পারমুটেশন-কম্বিনেশন, প্রববিলিটি, মেনসুরেশন, ত্রিকনমিতির হাইট-ডিস্টেন্স, লিনিয়ার-কোয়ার্ডরেটিক ইকুয়েশন, সিরিজ ইত্যাদির ওপর ফোকাস করা হবে।
🔰 আমার পরিচয়:- আমি গত প্রায় ছয় বছর ধরে কমপক্ষে ৩০ টির বেশি অনলাইন এবং অফলাইন ইনস্টিটিউট এ পড়িয়েছি। তার আগে LIC AAO, IBPS PO, SBI PO, RRB CLERK, BIHAR CO-OPERATIVE BANK PO -এর সকল পরীক্ষার প্রিলিমস এবং মেইন্স ক্লিয়ার করেছি।-
বাঘ সাধারণত ভাল্লুকের সঙ্গে লড়াই করে না। কারন, বাঘ জানে এই লড়াইয়ে হয়ত বাঘই জিতবে কিন্তু, সঙ্গে হয়ত বাঘ আহতও হবে। ফলে সে জয়ী হলেও তার মুখ্য কাজ অর্থাৎ শিকারের কাজে বাধা আসতে পারে।
একই ভাবে, আমাদেরও বুঝতে হবে আমরা কাদের সাথে তর্কে জড়াবো। হতে পারে কিছু মূর্খ মানুষের সাথে ঝগড়া-ঝামেলা করে আমরা জিতে যাব, কিন্তু এর ফলে আমাদের যেই সময়, এনার্জি, মেন্টাল পিস নষ্ট হবে সেটা কিন্তু আমাদের মুখ্য কাজ পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করবে।
তাই শুধু জয়ের পিছনে না দৌড়ে, সেই জয়ের After Effect (পরবর্তী প্রভাব) নিয়ে ভাবা উচিত। জীবনে সেই লড়াইয়েই অংশগ্রহণ করো, যা তোমায় উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তাতে জিতলে নিজের লক্ষ্যে পৌঁছবে আর হারলেও নতুন কিছু শেখার, জানার সুযোগ পাবে।
পলাশ-
সবার উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখা দরকার। আমি এখন Adda247 এর টিচার নই। কিছু ব্যাক্তিগত কারনে টিচিং থেকে বিরত রয়েছি। কয়েকজন এর অন্য কিছু মানে বের করছে... যেমন- আমায় Adda247 থেকে বের করে দেওয়া হয়েছে, আমার সাথে Adda247এর কোনো সমস্যা হয়েছে তাই আমি ছেড়েছি, আমি অন্য কোনো ইনস্টিটিউট এ পড়াচ্ছি, আমি কোনো সরকারি (বা, বেসরকারি) চাকরি পেয়েছি, ইত্যাদি প্রভৃতি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এর কোনোটাই আমার টিচিং থেকে সাময়িক ভাবে সরে আসার সঠিক কারন নয়, তাই অযথা দুয়ে-দুয়ে চার করে নিজের মত ভুল ব্যাখ্যা তৈরি করবেন না।
আর একটা ব্যাপার- যেহেতু আমি এখন আর Adda247 এর সাথে জড়িত নয় তাই কোনো গ্রুপে এড করা, ইউটিউবে ক্লাস নেওয়া কিংবা পেইড ক্লাস জনিত কোনো সমস্যার সমাধান করতে অপারগ। তাই সেই ব্যাপারে কেউ কোনো সাহায্য চাইলেও আমি সেই বিষয়ে কোনোরকম সাহায্য করতে অক্ষম।
এই সম্পূর্ণ ব্যাপারটার জন্য যার যা যা সমস্যা হচ্ছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি তোমরা আমার দিকটা বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ। 🙏🙏🙏
ইতি- পলাশ ধর।-
যেসব মানুষগুলো তোমার খারাপ সময়ে পাশে থাকতে চায়নি, তাদের কোনোদিন তোমার ভালো সময়ের সঙ্গী হতে দিও না।
আর যেসব মানুষগুলো তোমার দুঃসময়ে পাশে থাকতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি, তাদের তোমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যেতে দিও না।
তাদেরকেই নিজের বন্ধু হিসেবে বেছে নাও যারা তোমার মানসিক, আর্থিক, সামাজিক অবস্থা দেখে বন্ধুত্ব করেনি। বন্ধুত্ব করেছে তোমায় দেখে। বন্ধু দিবসের শুভেচ্ছা জানাই আমার সেই সব বন্ধুদের।
●★পলাশ★●-