হাজার মানুষের ভিড়ে তুমি পাশে আছো জেনেও ,
তোমার হাত টা বার বার খুঁজে নিয়ে শক্ত করে ধরা।
এটাই আমার ভালোবাসাকে একবার নয় বরং,
বার বার তোমার কাছে নিজের অজান্তেই প্রকাশ করা।।
-
pakhi ghosh
(Subhra_✍️)
30 Followers · 4 Following
লিখতে ভালোবাসি কখনো বিরহ কখনো বা ছন্দ
কখনো বা ভালো আবার কখনো বা মন্দ।।
কখনো বা ভালো আবার কখনো বা মন্দ।।
Joined 14 May 2020
4 JUN 2021 AT 11:59
29 MAR 2021 AT 18:09
" বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে
বসন্ত এসে গেছে ।। "
-
28 MAR 2021 AT 19:02
ছোটো বেলার দিন গুলো ছিল অনেকটা প্রানবন্ত। মনের মধ্যে রঙ খেলা বা অন্য জাতি নামক রঙের কোনো পার্থক্য ছিল না । চঞ্চল ছটফটে সেই ছোট্ট আমি টাও অনেক গণ্ডির মধ্যে থেকেও অনেক স্বাধীন মনে করত নিজেকে। তখন বসন্তৎসব ও অনেক সুন্দর ছিল কোনো বাঁধা না মেনে ছুটে গিয়ে রঙ মাখানোর মানুষের অভাব ছিল না।
দিন যায় সময় বদলায়, হাতের রঙ হাতেই শুকিয়ে যায়।
আস্তে আস্তে ছুটে গিয়ে রঙ মাখানোর মানুষ গুলোও কমতে থাকে। ছোটো বেলার সব গণ্ডি পেরিয়ে অনেকটা স্বাধীন হওয়ার পরেও আবার আমরা জড়িয়ে পড়ি নিজেদের বানানো এক প্রাণহীন গণ্ডির মধ্যে।।-
28 MAR 2021 AT 7:36
তোমাদের দোল ভীষন রঙিন সুন্দর আর ভালো,
আমার দোল আজ সাদামাটা একটু অগোছালো।-