Omar Salim   (Shelly)
7 Followers · 4 Following

Still in search to see the unseen and to meet the desire..
Joined 28 December 2018


Still in search to see the unseen and to meet the desire..
Joined 28 December 2018
20 MAY 2020 AT 7:54

হোস্টেলের ক্যান্টিন থেকে ফিরছিলাম, হঠাৎ কানে একটা খুব সুক্ষ্ম শব্দ ভেসে আসছিল,মনে হচ্ছিল যেন কোন বিড়ালের ছানা পোনা হবে।গিরিলের গেটে একটু মাথা উচু করে দেখতেই আওয়াজটা খুব স্পষ্ট হল। দেখলাম কালো সাদা দুটি বিড়ালের খুদে ক্ষুধায় ছটফট করছে,খুব মায়া হল তাদের দেখে।
তাদের শরীরটা এতটা জরাজীর্ন রোগা ছিল মনে হচ্ছিল গত এক মাস কিছু খায়নি।তাদের এই অবস্থায় দেখে রুমে যেতে পারলাম না, পুনরায় ফিরে যেতে হলো সেই ক্যান্টিনে।প্রতিদিনের মতো আজকেও আমি আমার ভাগের দুধ খেয়েই ফিরছিলাম তাই পুনরায় এক গ্লাস দুধের জন্যে একটু ঝামেলাই যেন হল। যাই হোক কোন মতে বুঝিয়ে এক গ্লাস দুধ ম্যানেজ করে নিয়ে এলাম আর রুম থেকে কিছু বিস্কুট।দুই মিলিয়ে খাওয়ালাম তাদের, বেশ উৎফুল্ল মনে হচ্ছিল। ১ গ্লাস দুধ খেতে পারল না তারা তাই পাশেই রেখে গেলাম যদি পরে খায়। তার পর বেশ কিছু দিনে তাদের সাথে আলাপ খুব ভালোই জমলো। হঠাৎ একদিন একটা ছানা সেই কালো রংগেরটি নজরে এলো না। এদিক ওদিক খুজলাম একটু, মিও মিও করে ডাকলামও কিন্তু কোন উত্তর নেই। ভেতরাটা আমার কেমন শুকিয়ে গেল ভয়ে,গেটের পাশেই সেই প্রশস্ত খোলা মাঠ,শেয়াল বা কুকুর টেনে নিয়ে গেল না তো! পরে সন্ধ্যায় দেখি বতস হাজির। খুব ভালো লাগল আবার তাদের এক সাথে দেখে। তাদের জন্যে ভালো কিছু বিস্কুটের কালেকশন করলাম ক্যাম্পাসের ক্যন্টিন থেকে। পরের দিন আমি তো হতবাক,সেদিনে দুই জনই অনুপস্থিত।এবারে ভয়টা আগের থেকে বেশি হল..

-


19 MAY 2020 AT 0:45

"The Goal Isn’t
To Live Forever,
The Goal is To
Create something
That Will".

-


5 JAN 2020 AT 11:05

ফুলের মতো দেখেতে যদি কাউকে তোমার নিষ্পাপ মনে হয়, বড়ো ভূল করবে তুমি, কারন সেই নিষ্পাপের মনে পাপের ছাপ তোমার অদৃশ্য। ফুল ফুলই বটে, এই ফুল সেই ফুল নয় যাহা তুমি অন্যতে দেখ, এই ফুল সেই ফুল যাহা তোমার ধারনাতে থাকে বাস্তবতাতে নয়।

-


24 DEC 2019 AT 7:13

জোনাকিরা হারিয়েছে দিশা পায়নি খুজে আমায়
পথ ভুলে গেছে তবু খুজে যায় যদি ফিরে পায় এই আশায়।

-


23 DEC 2019 AT 6:50

When life puts you in tough situations, 
don't say “why me”,
 say “try me''

-


21 NOV 2019 AT 1:17

এই দূরের দিগন্তেই খুজে পাই নিজেকে, দূরের এই আবাছা অন্ধকারেই ভেসে ওঠে কিছু স্মৃতি যা চোখের কোনাটিকে একটু ভিজিয়ে দিয়ে যায়।তবে আজ ভেসে ওঠে না সেই না পাওয়া স্বপ্নগুলি যারা এখন আর হাত ছানি দিয়ে ডাকে না কেউই, তাই হারিয়ে ফেলার সেই ব্যাকুলতাও নেই আজ। এই 'অন্ধকার' জীবনের কিছু সময়ে ছিল আসহনীয় তবে আজ সেই যেন হয়েছে সব থেকে কাছের, সব থেকে কাছের এক প্রিয়জন।

-


11 NOV 2019 AT 10:27

রাস্তা তো একটাই হয়, যখন উদ্দেশ্যেহীন কোন যাত্রা শুরু হয়। পথিক তো তারাই যাদের রাস্তা শেষ হলেও গন্তব্যস্থলের হদীস পাওয়া দায়!
সবই মিলিয়ে যাবে একদিন থাকবে না কিছুই, তবে চিরতরে রয়ে যাবে কিছু স্মৃতিচারন কিছু এক সাথে হেটে চলার নিঃস্তব্ধতার আচরণ।

-


27 SEP 2019 AT 3:39

মাঝে মাঝে আমারো ইচ্ছে করে,
ইচ্ছে করে ছেড়ে চলে যেতে, তবে পারি না কেন,
জীবনের এই সীমারেখার অন্ত যদিও জানা নেই তবু ইচ্ছে জাগে মনে, যদি আজ বাকি জীবনের প্রতিটি দিন দেখে নিতে পারতাম তাহলে হয়তো জীবনের সমস্ত দূঃখ ভূলে যেতে পারতাম এই ভেবে যে যা হওয়ার ছিল তাই হল। জীবনের বিভিন্ন মুহুর্তে ঘটেছে বিভিন্নধরনের মানুষের আগমন। তারা কেউ চিরকালের জন্ন্যে আসেনি তা জানতাম।এটাও জানতাম সহযাত্রীতো সবাই হতে চায় সংগি কজন হয়, তাই মনে কোন রকমের ব্যাকুলতা নেই আজ। 

-


27 SEP 2019 AT 3:30


গভীর রাতে শত ভাবনা কেরে নিয়েছে ঘুম
আগের দিনের কথা গুলি যেন যেতে পারি না ভুলে,
শত আশার অপেক্ষায় জেগেছি দিন রাত
তবে এই কি শেষ নয়, আর কত তবে,...

-


5 JUL 2019 AT 15:11

ভাবনাগুলি যেন বন্দি থেকে থেকে আজ ক্রুদ্ধ,
ইচ্ছেরা যেন আর পাখা মেলে উড়তে চায় না,
হয়তো অধিকার আছে এরকম কিছু ভাবতে পারি না,
তবে দিন গুলি কি শেষ, যদি তাই হয় তবে বাকি ভাবনা মনেতেই রবে, কাউকে শোনাবো না এটা ভেবে নিতে পারো।

-


Fetching Omar Salim Quotes