Oindrila Banik   (অলি)
17 Followers · 5 Following

Joined 31 January 2020


Joined 31 January 2020
13 AUG 2021 AT 10:34

भारत एकजुट रहेगा,
तभी भारत बढ़ेगा ।।

-


1 JUL 2021 AT 0:49

বার বার প্রেমে পরো ব্যক্তিত্বের
রূপে নয় ।।

-


1 JUL 2021 AT 14:25

রোগীর ডাক শুনে যে বার বার ছুটে যায় সে হলো "ডাক্তার"

-


1 JUL 2021 AT 14:16

Nothing more or Nothing less

Just be OKAY with yourself

-


23 MAY 2020 AT 1:44

সবাই বললো শুভ জন্মদিন
আমি শুনলাম আয়ুক্ষয়।।

-


18 APR 2020 AT 13:13

Darkness

but,

Darkness is expose moon's beauty

-


17 APR 2020 AT 9:49

Love is like heaven

But,

It do hurt like hell

-


16 APR 2020 AT 9:53

তোর আমার গল্প

তুই আর আমি প্রেমিক প্রেমিকা নই, আবার বন্ধুও নই, তাই এই সম্পর্ককে কি নাম দেবো এবং তোকে কি নামে ডাকবো বুঝে উঠতে পারিনা। কিন্তু গল্পটা আমাদের দুজনের, কাউকে বলাও যায়না আবার বোঝানোও যায়না। এই যেমন আমরা থেকেও নেই, আবার না থেকেও আছি, আমরা হারিয়েছি, ভালোবেসেছি। এই অস্তিত্বটা কে অস্বীকার করেও ভালোবেসেছি। কখনো বা অবুঝের মত দূরে চলে গেছি আবার কাছে এসেছি। কখনো বা প্রশ্ন করেছি "কি চাস, তুই..?" বার বার উত্তর এসেছে "তোর অস্তিতটা বাস্তবায়িত করতে চাই"। তবুও আমি আমার মত এবং তুই তোর মত করে সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছি। আমাদের অদ্ভুত ভালোবাসারও একটা গল্প আছে এবং সেই গল্পে আছি শুধু তুই আর আমি।।

-


14 APR 2020 AT 9:50

বাতাসে বিষের গন্ধ,

স্বজন হারানোর কান্নার সমাপ্তি হোক।।

নতুন বছরে এই পার্থনা করি.....



-


6 APR 2020 AT 1:09

সময় উপহার দাও,
ঘড়ি নয় ।।

-


Fetching Oindrila Banik Quotes