তোমার আকর্ষদল বেড়ে ওঠে পরিচর্যাহীন
স্নায়ু অবশ হয়ে যায় আমার
জিভে বিস্ফোরণের পর স্বাদকোরকেরা প্রথমে ছিটকে পড়ে, তারপর ছুটে যায় সেসব আকর্ষমূলে
ঘ্রাণের স্নায়ুরাও পিছু নেয় তাদের
আর কখনও ফিরে আসে না!
তুমি আর কোনোদিনও পরিচর্যা করো না!
আকর্ষমূলে নেশাগ্রস্তের মতই বেঁচে থাকে ওরা বাকীজীবন...-
nyara Beltola
1 Followers · 2 Following
Joined 7 February 2020
11 APR 2021 AT 23:24
7 FEB 2020 AT 21:50
সন্দিগ্ধ বেশ্যার মত হেঁটে চলো
শরীরের প্রতি বিন্দু দিয়ে বয়ে যায় ঘাম
তোমার উবু হয়ে বসায় শুরু দশ কুড়ি গোনা
জ্বলন্ত ক্ষুধা বাড়ায় শরীরী শ্যাম-