@নমি  
26 Followers · 6 Following

Joined 16 April 2019


Joined 16 April 2019
2 MAR 2021 AT 19:27

শীতের পরে ঋতু পাল্টায়
উঁকি দেয় বসন্ত🍁
তোর হাতে ধরে হাত
হয় অপেক্ষার অন্ত😌

-


13 FEB 2021 AT 10:10

শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !
☺️☺️

-


20 DEC 2020 AT 11:24

❄️।। D E C E M B E R ।।❄️

অনেকগুলো খারাপ অভ্যাস ও বাজে অতীত শেষ করার তাগিদ,😌😌
আর সাথে আগামীতে ভালোর জন্য একরাশ রেজোলিউশন।🤞☺️❤️

-


17 SEP 2020 AT 11:17

বাজলো তোমার আলোর বেণু,
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু.....
আজ প্রভাতে,🌼
সে সুরও শুনে খুলে দিলাম মন।
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু।

বছর পরে দেবীর আগমনে সব অসুভশক্তির দমন হোক আর এ ভুবন হোয়ে উঠুক আবার সুস্থময়।

-


17 SEP 2020 AT 0:21

দেবী তোমার আগমনে ...
খুশি সবার মন ,
মহালয়ার প্রতীক্ষাতে
মগ্ন ত্রিভূবন !

-


2 AUG 2020 AT 1:28

তুমি যদি হও বন্ধু আমার
বরণ করবো তোমায় আগস্টের প্রথম রবিবার।
ক্যাম্পাসে দু’জনের হবে দেখা
পয়লা এপ্রিলেও দেব না ধোঁকা।
তুমি হবে আমার চিরসাথী
তোমায় নিয়ে পালন করবো বছরের শেষ রাত্রি।
বন্ধু যদি মনে করো, কথা দিলাম তোমায়
ওপাড়েতেও পাশে পাবে তুমি আমায়।।
☺️☺️☺️

 

-


30 JUL 2020 AT 16:28

বন্ধুত্ব.....
হম্, আজ বন্ধুত্ব দিবস।

আমার কাছে বন্ধুত্ব দিবসের জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না,,,,তোদের সাথে কাটানো সে সমস্ত দিন গুলোই আমার কাছে বন্ধুত্ব দিবস।🙂
তোদের মত হারামী গুলো পেয়েই জীবনে এতটা আনন্দ উপভোগ করতে পেরেছি যা সারাজীবন আমার স্মৃতির খাতায় জমায়েত থাকবে।
তোরা না থাকলে জীবনের ওঠা নামার মধ্যে কিভাবে হ্যাপি থাকতে হয় তা বুঝতাম না ।
আশা করি বাকিটা জীবনেও এই হারামীর পাশে থাকবি ,,আর হ্যাঁ আমি কিন্তু তোদের পিছু ছাড়বোনা আগেও জ্বালিয়েছি, এখনও জ্বালাই আর ভবিষ্যতেও জ্বালাবো এটা কথা দিচ্ছি।😌😌😌
পৃথিবীর সকল বন্ধুত্ব যেনো "Tom and Jerry" এর মতই হয় সবসময় একজন আরেকজন কে জ্বালাবে কিন্তু কখনো কেউ কারো সাথ ছেড়ে দিবে না।☺️ ☺️
Happy Friendship Day.

-


21 JUN 2020 AT 0:37

।। বাবা।।❤️
"তোমাকে নিয়ে কি লিখবো তুমিই আমায় লিখেছ তাই আমার কাছে বাবা ডাক টাই যথেষ্ট"। তোমাকে নিয়ে কিছু লেখার আমার যোগ্যতা নেই ,, ছোট্টো করে বলবো....
জন্মের পর, পিতৃ পরিচয়ে তোমায় পেলাম , তোমার মনে খুশির জোয়ার.. আমায় পেয়ে দেখতে পেলাম, তুমি আমার প্রথম পথচলা ,একরাশ আবদার, কখনো আমাদের দুঃখী হতে দাওনি ,,,তুমি তো আমার "মেরুদন্ড" কখনো ঝুঁকতে আমায় শেখাওনি।তুমি রোজ আকাশ হয়ে স্নেহের শ্রাবণ ঘটাও,,,,, জানি আজ সবাই বলবে শ্রেষ্ঠ তাদেরই "বাবা" এই "শ্রেষ্ঠ", "সেরা" শব্দগুলো না হয় তাদের জন্যই থাক, কারণ তুমি তো আমার এক ও অনন্য, তোমায় নিয়ে তাইতো তুলনা করতে পারিনা। সারাজীবন অনেক ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি আমি আর আমাদের ও একটু তোমার চিন্তা গুলো ভাগ করে নেওয়ার সুযোগ দিও।
পৃথিবীর সমস্ত "বাবা" ভালো থাকুক সুস্থ থাকুক।☺️
#HAPPY_FATHERS_DAY☺️......My Hero😎

-


14 JUN 2020 AT 14:06

বৃষ্টি মুখর শহরে আজ
প্রেমের বৃষ্টি নামুক.....
বৃষ্টিভেজা প্রেমিক বাতাস,
তোমার কাছে থামুক।
🍁💙🌧️

-


13 JUN 2020 AT 20:02

বর্ষার প্রথম বৃষ্টি
লেখা থাক
তোমারই নামে........
🍁💙🌧️

-


Fetching @নমি Quotes