তোমার প্রেমে পূর্ণতা চেয়েছি
হৃদয়ের শূন্যতা নয়।-
নির্ময় সরকার
(অলস কবিতা প্রেমী)
6 Followers · 3 Following
Joined 14 April 2019
13 JUL 2021 AT 1:15
ছেড়ে গেছো অনুভূতি গুলো
নিঃস্ব করেছো আমায়
মনে পড়ে কি পুরোনো স্মৃতি
নতুন ঘরে, বন্দীশালায়,
ভুলে গেছো সেদিনের প্রতিশ্রুতি
অভিমানে এক লহমায়
জমিয়ে রাখা পুরোনো আবেগ
নিঃস্ব করেছে আমায়।।
-
12 JUL 2021 AT 2:43
আমার একলা শহর বৃষ্টি ভেজা
তোমারি অপেক্ষায়
মনের পাঁচিলে জলছবি আঁকা
তোমারি প্রতিক্ষায়।।-
19 JUN 2021 AT 20:26
অবিশ্রান্ত সারাদিন টাপুরটুপুর
আমার বৃষ্টি ভেজা সুখ
সবুজ এই পৃথিবীর মাঝে
দেখি আমি বাংলার মুখ,
ডালে বসে ভেজা কাক
বৃষ্টি ভেজা ভোরে
ভুলেছে কা কা রব
খিল দিয়েছে কন্ঠ দোরে,
ভেসে গেছে নোংরা যত
সেরে গেছে পুরোনো অসুখ
চেয়ে থাকি দুচোখ মেলে
বারে বারে দেখি বাংলার মুখ।।
-
24 JUL 2019 AT 19:37
বিষক্রিয়ায় জ্বলছে শরীর
অমৃতের খোঁজ নাই
সমুদ্র সিঞ্চনে উঠছে বিষ
মনের মাঝে তুই
ইচ্ছে করে হাত বাড়িয়ে
তোকে একবার ছুঁই।।-
19 JUL 2019 AT 8:34
29 JUN 2019 AT 0:47
29 JUN 2019 AT 0:41
4 JUN 2019 AT 1:52
অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিলো
উষ্ণতায় ছিলোনা কোনো ধারনা
আমি জোছনা হতে চাই পূর্নীমা রাতে
এটাই মনের সুপ্ত বাসনা।-