নির্ময় সরকার   (অলস কবিতা প্রেমী)
6 Followers · 3 Following

Joined 14 April 2019


Joined 14 April 2019

তোমার প্রেমে পূর্ণতা চেয়েছি

হৃদয়ের শূন্যতা নয়।

-



ছেড়ে গেছো অনুভূতি গুলো
নিঃস্ব করেছো আমায়
মনে পড়ে কি পুরোনো স্মৃতি
নতুন ঘরে, বন্দীশালায়,

ভুলে গেছো সেদিনের প্রতিশ্রুতি
অভিমানে এক লহমায়
জমিয়ে রাখা পুরোনো আবেগ
নিঃস্ব করেছে আমায়।।

-



আমার একলা শহর বৃষ্টি ভেজা
তোমারি অপেক্ষায়
মনের পাঁচিলে জলছবি আঁকা
তোমারি প্রতিক্ষায়।।

-



অবিশ্রান্ত সারাদিন টাপুরটুপুর
আমার বৃষ্টি ভেজা সুখ
সবুজ এই পৃথিবীর মাঝে
দেখি আমি বাংলার মুখ,
ডালে বসে ভেজা কাক
বৃষ্টি ভেজা ভোরে
ভুলেছে কা কা রব
খিল দিয়েছে কন্ঠ দোরে,
ভেসে গেছে নোংরা যত
সেরে গেছে পুরোনো অসুখ
চেয়ে থাকি দুচোখ মেলে
বারে বারে দেখি বাংলার মুখ।।

-



বিষক্রিয়ায় জ্বলছে শরীর
অমৃতের খোঁজ নাই
সমুদ্র সিঞ্চনে উঠছে বিষ
মনের মাঝে তুই
ইচ্ছে করে হাত বাড়িয়ে
তোকে একবার ছুঁই।।

-



ওগো বৃষ্টি


তোমাকে চাই!


সুপ্রভাত।।

-



ইচ্ছে গুলো সাদাকালো
ইচ্ছে গুলো ভালো
ইচ্ছে গুলো আমার আাকাশে
এক টুকরো আলো।

#সুপ্রভাত #

-



ভাসিয়ে দিলাম স্বপ্ন ফেরী
রাতের আকাশের তরে
আজো আমার বিনিদ্র রজনী
তোমায় খুঁজে ফেরে।

#শুভরাত্রি #

-



ভাসিয়ে দিলাম স্বপ্ন ফেরী
রাতের আকাশের তরে
আজো আমার বিনিদ্র রজনী
তোনায় খুঁজে ফেরে।

#শুভরাত্রি #

-



অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিলো
উষ্ণতায় ছিলোনা কোনো ধারনা
আমি জোছনা হতে চাই পূর্নীমা রাতে
এটাই মনের সুপ্ত বাসনা।

-


Fetching নির্ময় সরকার Quotes