4 JUN 2019 AT 0:38

"জন্মদিনে দিদি",
ঘড়ির কাঁটার শব্দ ক্রমশ প্রখর হচ্ছে, আর কিছুক্ষণ পরেই আর একটা নতুন জন্মদিন।
আকাশ-কে একলা রেখে মেঘ যেমন সরে যায় না, বসন্ত-কে একলা ফেলে কোকিল যেমন যেতে পারে না, আমাদের দিদি-ভাই র সম্পর্ক-টাও সেরকম। এভাবেই হাসি -খুশি থাকিস সারাজীবন, স্মৃতিপটের কিছু রঙিন মুহূর্ত পাঠালাম, রাঙিয়ে নিস দিন-টাকে।
(শুভ জন্মদিন --প্রিয়েসু দিদি)

- নির্মাল্য